নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সে, তুমি ও আমি

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৬

সে
সন্ত্রাসীদের দাবি করা চাঁদার টাকা না দিয়ে
লাশ হয়ে সে মর্গে গেল বউ ছেলেদের কাঁদিয়ে।
সেখানে তার লাশটা কেটে
রক্ত মাংস হাড্ডি ঘেঁটে
ডাক্তাররা অনেক খেটে
রিপোর্ট দিলেন,লোকটাকে খুন করা হয়েছে দা’ দিয়ে।
জনগনের সেবক এসে
নিশ্চয়তা দিলেন হেসে
খুনিরা যদি থাকে দেশে
লুকিয়ে থাকার চেষ্টা করেও লাভ হবেনা তা’ দিয়ে।
কূলখানিতে হুজুর এসে
ফতোয়া দিলেন মিলাদ শেষে
খোদার বান্দা খুন হলে সে
বেহেশতবাসি হবেই হবে হিসাব নিকাশ না দিয়ে।

তুমি
ছেলেমেয়ে নিয়ে শুরু হয়ে গেছে এবার তোমার পালা
ছেলেটিকে নাকি বখাটে বাবর বানাতে চাইছে শালা।
কলেজে যাবার পথের পাশে
বাবর এ্যানড্ গং প্রতিদিন আসে
কুৎসিত হাসি হাসে আর কাশে
ওড়নাটা ধরে টানাটানি করে বানিয়েছে ফালাফালা।
দাড়িওয়ালা ওসি বড় জ্ঞানী লোক
বললেন,এটা সামাজিক রোগ
আদিকাল থেকে আছে এই ঝোঁক
বোরখা না পরে বেড়ায় মেয়েরা,আমাদের হয় জ্বালা।
বোঝেনি মেয়েটা সময় থাকতে
নিজেকে এখন লুকিয়ে রাখতে
এসিডে পোড়ানো মুখটা ঢাকতে
বোরখা কিনেছে কালো দুই খানা একদম ঢিলেঢালা।

আমি
সবচেয়ে ভাল আমি আছি বাবা, ঝুট ঝামেলাটা নাই
যখন যা খেতে মন চায় সেটা প্রাণভরে খেতে পাই।
দু’বছর আগে বাংলা খেতাম
মাঝে মাঝে কিছু বিদেশী পেতাম
গাঁজার আসরে বিকেলে যেতাম
এখন খাচ্ছি হেরোইন, তবে ভাল লাগে ইয়াবাই।
বাবার পকেট ফাঁকা হয়ে গেছে
মায়ের গয়না হাপিশ হয়েছে
বোনের ফোনটা কোথা হারিয়েছে
কে জানেরে বাবা,নেশায় হারিয়ে নিজেরই হদিশ নাই।
কিছু খাই,কিছু বেচাকেনা করি
মামারা ধরলে হাতে পায়ে ধরি
যদি কিছু চায়,দিয়ে কেটে পড়ি
আর যদি রফা না হয় সেদিন হাজতে রাত কাটাই।

**********************************************************************************************************************
এই কবিতাটি ৮/২/১১ তারিখের দৈনিক কালের কণ্ঠে ছাপা হয়েছিল। কবিতাটি এখনও প্রাসঙ্গিক বিধায় ব্লগার বন্ধুরা যারা এটি পড়েননি, তাদের জন্য ব্লগে প্রকাশ করলাম। ধন্যবাদ।
রি-পোস্ট।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

পবন সরকার বলেছেন: আপনি এত ভালো কবিতা লিখতে পারেন এটা জানা ছিল না। ধন্যবাদ আপনাকে

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: টুক টাক লিখি ভাই। আসলে আমি গদ্যের লোক। পদ্য আমাকে দিয়ে হয়না। তবু মাঝে মাঝে চেষ্টা করি লেখার।

ধন্যবাদ ভাই পবন সরকার। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

২| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

জেন রসি বলেছেন: আপনার কবিতা প্রথমবার পড়লাম। চমৎকার লেগেছে। :)

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

হৃৎ কোমল বলেছেন: সবচেয়ে ভাল আমি আছি বাবা, ঝুট ঝামেলাটা নাই
যখন যা খেতে মন চায় সেটা প্রাণভরে খেতে পাই।

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই হৃৎ কোমল।

ভালো থাকবেন। শুভকামনা রইল।

৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে চমৎকার কাব্য!

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু।

ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৫| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: আপনি শুধু মজার গল্পকার নন পাশাপাশি মজার কবি
আপনার লেখা যা পড়ি তাই মজা লাগে সব-ই।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

আপনার কমেন্টটা দেখলাম। একদম ঠিক আছে। একজন সিনিয়র ব্লগার ও জনপ্রিয় ছড়াকার হিসাবে নিজের অবস্থান ঠিক রেখে সঠিক কমেন্ট করেছেন।

৬| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ বললে কম বলা হয়, সমকালীন অসংগতিগুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন,,,,,,,,,,,,,,,,,,ভালোলাগা জানিয়ে গেলাম।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। সমকালীন বিষয় নিয়ে লেখা গল্প ও কবিতা ব্লগে কম আসে। আর একটু বেশি এলে ভালো হতো। এই ব্লগে অনেক ভালো ভালো কবি ও গল্পকার রয়েছেন।

৭| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: যে রাধে সে যে চুলও বাঁধে আপনার কবিতাগুলোই তার প্রমান :-B

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। আমার কবিতা তেমন মানসম্পন্ন নয়। সে তুলনায় বরং গদ্য কিছুটা লিখতে পারি। গদ্য লিখতে লিখতে হাঁপিয়ে গেলে দু' একটা পদ্য লিখে ক্লান্তি দূর করি।

৮| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন:

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহ! কফি! থ্যাংক ইউ কামাল ভাই।

৯| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৪

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শব্দনীড়ে পড়েছি মনে হচ্ছে। ভাল থাকবেন হেনা ভাই। শুভেচ্ছা শতত।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, ভাই শুভ্র বিকেল, আপনি ঠিকই বলেছেন। এই কবিতা বিভিন্ন ব্লগে প্রকাশিত হয়েছে। তবে সর্ব প্রথম প্রিন্ট মিডিয়া দৈনিক কালের কণ্ঠে ২০১১ সালের আট ফেব্রুয়ারী প্রকাশিত হয়েছিল।
আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

১০| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৭

মানসী বলেছেন: আপনাদের মতো কবিরা অামার কবিতা লেখার চেষ্টাকে অনুপ্রাণিত করে। মনে অনেক অাঙ্গিকের জন্ম দেয়।

অনবদ্য।

সুপ্রভাত।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মানসী। আমি কিন্তু কবি না বোন। গাইতে গাইতে গায়েনের মতো কবিতা পড়তে পড়তে কবিতা লেখার চেষ্টা আর কী!

আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন। শুভকামনা রইল।

১১| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৮

সোহানী বলেছেন: হায়রে দেশ..............

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, দেশে তো এইসবই চলছে বোন।
আপনাকে ধন্যবাদ সোহানী। ভালো থাকুন। শুভকামনা রইল।

১২| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: আরেক কাপ লাগলে বইলেন, লজ্জা পাইবেন না যেন :-B

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লজ্জা! এইডা আবার কী? জীবনে পেরথম শুনলাম। হে হে হে।

১৩| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নীলপরি।

ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

১৪| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

ক্লে ডল বলেছেন: আমি বেশি ভাল লেগেছে!

ব্লগে প্রকাশ করেছেন বলে ধন্যবাদ। তা না হলে হয়ত এত দারুন একটা কবিতা মিস হয়ে যেত!

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ক্লে ডল।

ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

১৫| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমবারের মতো পড়ছি আপনার কবিতা।
ভালো লেগেছে।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ ভাই, আমি কবিতা লিখতে পারি না। মাঝে মাঝে চেষ্টা করি মাত্র। দৈনিক কালের কণ্ঠের মতো জাতীয় দৈনিকে ছাপা হবার পর মনে হলো কবিতাটি ব্লগার বন্ধুদের জন্য দেওয়া যেতে পারে।

ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। ভালো থাকবেন। শুভকামনা রইল।

১৬| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে, তুমি , আমি চমৎকার কাব্য গাঁথা !!!

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন।

ভালো থাকুন। শুভকামনা রইল।

১৭| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: গদ্যকারের পদ্য মুগ্ধ হয়েই পড়লাম। সমাজের অনেক সমসাময়িক চিত্র সুন্দরভাবে এঁকেছেন।

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে।
ভালো থাকুন।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সামু পাগলা ০০৭। হাঁ, আমি আসলে গদ্যের লোক। পদ্য ঠিকমতো আসে না। তবু টুক টাক চেষ্টা করি।

ভালো থাকুন। শুভকামনা রইল।

১৮| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৯

সুমন কর বলেছেন: আপনার কবিতা প্রথম পড়লাম। ভালো লাগল।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। কবিতা আমি খুবই কম লিখি। ভালো হয়না তো। তাই এই শাখায় আমার বিচরণ কম।

ভালো থাকুন। শুভকামনা রইল।

১৯| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: যখন পড়ছিলাম তখনই মনে হচ্ছিলো এরকম একটি লেখা আগেও পড়েছি। হয়তোবা পত্রিকায়ই পড়েছিলাম। অসাধারণ লিখেছেন শ্রদ্ধেয়।
প্রথম থেকে শেষ পযর্ন্ত লেখায় দারুণ একটা রিদম ছিলো।

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। পত্রিকায় প্রকাশের পর এই কবিতাটি প্রথম আলো এবং সামু ব্লগেও প্রকাশিত হয়েছিল। এটি রি-পোস্ট।

ভালো থাকুন। শুভকামনা রইল।

২০| ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১০

আহমেদ জী এস বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ,




শুধু বসে ভাবি,
গল্পকার কেন হলো কবি !!!!!!

কলম কাগজ বিস্তর ঘেঁটে
কবিতা একটি লিখেছেন খেটে
আমি , তুমি ও সে
চমৎকার হয়েছে যে !



৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাব্যরোগে সবাই আক্রান্ত দেখছি। হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ ভাই আহমেদ জী এস। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

২১| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০১

শামছুল ইসলাম বলেছেন: গল্পতে মুগ্ধ ছিলাম,
কবিতা পড়ে বিমোহিত হলাম,
তাই হেনা ভাইয়ের কবিতাটা প্রিয়তে নিলাম।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটি ব্লগে দিয়ে ভালোই হয়েছে। ব্লগার বন্ধুরা সবাই কবি হয়ে যাচ্ছেন। হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। ভালো থাকুন। শুভকামনা রইল।

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৭

ফরিদ আহমাদ বলেছেন: আপনি যে কবিতা লিখেন তা জানা ছিলোনা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে, টুক টাক লিখি। তেমন উল্লেখ করার মতো কিছু না। আসলে আমি গদ্যের লোক, পদ্যের নয়।

ধন্যবাদ ফরিদ। ভালো থেক। শুভকামনা রইল।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তিনটি কবিতাই পড়লাম। তিনটিই বাস্তবতা তুলে ধরেছে।
বর্তমান সমাজের সন্ত্রাস, লুচ্চামি আর মাদক একটা বড় সমস্যা।
তিন সমস্যার মধ্যে যদি মাদকটাকে নিয়ন্ত্রণ করা যেতো তবে বাকি দুটো একটু কমে যেতো।

ভালো পোষ্ট। আপনার প্রতি কৃতজ্ঞতা রইল

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন।

ভালো থাকুন। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.