নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ পাঁচ লাখের টোপ

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

কিছুদিন আগের কথা। আমার সেলফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল এলো। নারী কণ্ঠে একজন জিজ্ঞেস করলো, ‘আপনি কী আবুহেনা সাহেব বলছেন?’
‘জি বলছি। আপনি কে বলছেন?’
‘সেটা আপনার জানার দরকার নাই। আমি কী বলছি, শুধু সেটা মনোযোগ দিয়ে শুনুন।’

আমি ঢাকার মৌচাকে ঢিল নামের পত্রিকায় নিয়মিত লেখালেখি করি বলে পাঠক পাঠিকাদের কাছ থেকে ফোন ও এসএমএস পাই। ঐ পত্রিকায় লেখকের কন্ট্যাক্ট নম্বর ছাপা হয় বলে লেখক ও পাঠকদের মধ্যে যোগাযোগের পথ খোলা থাকে। পাঠক পাঠিকারা তাদের অনুভূতি লেখকের সাথে শেয়ার করেন। বর্তমানে কী লিখছি তা’ জিজ্ঞেস করেন। ব্যক্তিগত ও পারিবারিক তথ্যাদিও বিনিময় হয়। কিন্তু এরকম ভাষায় কেউ কখনো কথা বলেন না। মনে মনে একটু রাগ হলেও মাথা ঠাণ্ডা রেখে বললাম, ‘ঠিক আছে। বলুন, কী বলতে চান।’
‘ফেসবুক থেকে সংগ্রহ করা আপনার একটা ছবি আছে আমার কাছে। ছবিটি ফটোশপ করে আমার সঙ্গে আপনার সহবাসরত অবস্থার একটা ছবি তৈরি করা হয়েছে। এ কাজে যে মেধা ও শ্রম ব্যয় হয়েছে, তার দাম পাঁচ লাখ টাকা। এই টাকাটা কবে কখন কোথায় দিতে হবে, তা’ আজ থেকে ঠিক এক সপ্তাহ পর আপনাকে জানানো হবে। এই এক সপ্তাহের মধ্যে টাকাটা জোগাড় করে রাখবেন। ঠিক আছে?’

কথা শেষ করে মেয়েটি সংযোগ কেটে দিল। আমি রিং ব্যাক করে কথা বলার চেষ্টা করতে গিয়ে দেখলাম ফোন বন্ধ। আমার স্ত্রীকে ব্যাপারটা জানালাম। তিনি একটু উদ্বিগ্ন হয়ে বললেন, ‘তা’ এত লোক থাকতে তোমার পেছনে কেন লেগেছে মেয়েটি?’
আমি বললাম, ‘সেটা তো জানি না। লেখকদের অনেক টাকা পয়সা থাকে এরকম ভুল ধারনা থেকে হয়তো সে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।’
আমার স্ত্রীর কপালে চিন্তার ছাপ পড়লেও এ নিয়ে আর কিছু বললেন না। সারাদিনে কয়েকবার চেষ্টা করেও ফোনটি খোলা পেলাম না। আমার সাধারণ জ্ঞানে মনে হলো এটা পুরোপুরি ধাপ্পাবাজি। ভয় দেখিয়ে টাকা আদায়ের কূট কৌশল। ফেসবুক, টুইটার বা ব্লগে তো বহু নারী পুরুষের ছবি থাকে। এ রকম হলে তো অনেকেই ব্ল্যাকমেইলের শিকার হয়ে বিপদে পড়তো। সামাজিক যোগাযোগের এসব ভার্চুয়াল মাধ্যম বন্ধ হবার উপক্রম হতো। কিন্তু পরে ঠাণ্ডা মাথায় ভেবে দেখলাম এটা হতেও পারে। কারণ আজ থেকে দশ বারো বছর আগেই ফটোশপ করে চিত্রনায়িকা মৌসুমির কণ্ঠলগ্ন অবস্থায় আমার এক বিটকেল বন্ধুর ছবি তো আমি স্বচক্ষেই দেখেছি। এটা কীভাবে সম্ভব হলো জিজ্ঞেস করায় আমার সেই রোমিও বন্ধু বত্রিশ পাটি দাঁত বের করে অট্টহাসি দিয়ে বলেছিল, ‘এটা কোন ব্যাপার হলো? তুই যেদিন নাবালক থেকে সাবালক হবি, সেদিন সব বুঝতে পারবি।’

আমার একটা ফেসবুক আইডি আছে, যেখানে আমার বিচরণ খুবই কম। তবে বিভিন্ন ব্লগে নিয়মিত ব্লগিং করি। অসুস্থতার কারণে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নেওয়ার পর ২০১০ সাল থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় লেখালেখি করি। কিন্তু ফেসবুক বা ব্লগে কোথাও আমার যুবক বয়সের কোন ছবি নাই। যা আছে, তা’ হলো রোগা ভোগা চেহারার কেশবিরল মাথার প্রায় ষাট বছর বয়সী বৃদ্ধের ছবি। আমার একমাত্র প্রকাশিত উপন্যাস ‘স্বপ্ন বাসর’-এও কোন ছবি নাই। তো আমার ফেসবুক বা ব্লগের সেই বুড়ো চেহারার ছবিকে ফটোশপ করে কীভাবে একজন নারীর সাথে সঙ্গমরত অবস্থার দৃশ্য তৈরি করা সম্ভব, এটা ভাবতে ভাবতে আমার মাথার বাঁকি চুলগুলোও পড়ে যাওয়ার উপক্রম হলো। প্রযুক্তি বিষয়ে যথেষ্ট জ্ঞান না থাকায় সেটা আমি বুঝতে পারলাম না।
আমার ছোট ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়ে। ভার্চুয়াল মিডিয়ায় আমার লেখালেখির প্রযুক্তিগত দিকটি সে দেখাশোনা করে। তাকে কিছুটা রাখ ঢাক করে ব্যাপারটা বলার পর সে হেসে উড়িয়ে দিল। বললো, ‘এবার ফোন এলে তুমি আমাকে দিও। আমি কথা বলবো।’

আমি কিন্তু মোটেই ভীতু লোক নই। তারপরেও থানায় একটা জিডি করার কথা মনে হলো। কিন্তু পুলিশ ভাইদের সেবার মান নিয়ে অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা থাকায় সে পথে আর গেলাম না। সিদ্ধান্ত নিলাম, একাই লড়বো। এমন একটা স্পর্শকাতর ব্যাপারে ছেলেকে জড়াতে মন সায় দিল না।

এক সপ্তাহ পর ঠিকই আবার ফোন এলো। আমি বললাম, ‘টাকার জোগাড় হয়ে গেছে। কোথায় কীভাবে দিতে হবে বলুন।’
আমার কথায় মেয়েটি একটু থমকে গেল। তারপর বললো, ‘এত তাড়াতাড়ি টাকার জোগাড় হয়ে গেল?’
আমি বললাম, ‘দেখুন, আমি নিজে একজন সন্ত্রাসী চাঁদাবাজ। আমার শক্তিশালী ক্যাডার বাহিনী আছে। আমার মাথায় চুল না থাকায় সবাই আমাকে চাঁন্দিছিলা হেনা নামে চেনে। এক সপ্তাহ তো অনেক বেশি সময়। এক দিনে পাঁচ লক্ষ টাকা জোগাড় করা আমার কাছে বাঁ হাতের খেল।’
মেয়েটি রেগে গেল। সে চিৎকার করে বললো, ‘আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? আমি কিন্তু এই ছবি ইন্টারনেটে ছেড়ে দেব।’
আমি বললাম, ‘আপনি তাই করুন। ছবিটা ইন্টারনেটে ছেড়ে দিন। আমার স্ত্রী ছবিটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে তার স্বামীর বুড়ো বয়সের ভীমরতিও দেখতে পাবে আর আমার পাঁচ লাখ টাকাও বেঁচে যাবে।’
মেয়েটি রাগে তালকানা হয়ে গেল। শুদ্ধ ভাষা ছেড়ে সে সম্ভবত বরিশালের আঞ্চলিক ভাষায় আমাকে গালি গালাজ করা শুরু করে দিল। বললো, ‘মোর লগে মশকরা করেন? মশকরার দাম কিন্তু আপনারে দেতে অইবে।’
আমি আন্দাজ করে বললাম, ‘আপনি বরিশালের কোথায় থাকেন? না, না, ভয় করবেন না। আমি পুলিশে খবর দেব না।’
আমার প্রশ্নের পর ফোন কেটে গেল। মেয়েটির সাথে আর একটু কথা বলার ইচ্ছা ছিল। কিন্তু তা’ আর হলো না।

কয়েকদিন পর আমি নিজেই তাকে ফোন দিলাম। মেয়েটি ফোন ধরার পর এমনভাবে কথা বলতে লাগলো যেন আমাকে সে চেনেই না। জানতে চাইল, ‘আপনি কে? আমাকে ফোন দিয়েছেন কেন?’
বললাম, ‘আমি চাঁন্দিছিলা হেনা। আপনার পাঁচ লাখ টাকার টোপ। আমার সেই ছবির কী হলো ম্যাডাম? ছবিটা কী ইন্টারনেটে ছেড়েছেন?’
মেয়েটি সঙ্গে সঙ্গে লাইন কেটে দিল। পরে বহু চেষ্টা করেও তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। যখনই কল করি, তখনই ফোন বন্ধ পাই। মাসখানেক চেষ্টা করে ব্যর্থ হবার পর আমার স্ত্রী বিরক্ত হয়ে বললেন, ‘ওই নোংরা মেয়েটাকে আর ফোন করার দরকার নাই। তোমার ফোনবুক থেকে ওর নম্বর ডিলিট করে দাও।’
আমি তাই করলাম। নামের ঘরে ‘পাঁচ লাখ’ লিখে সেভ করে রাখা নম্বরটা আমি ডিলিট করে দিলাম। তারপর থেকে আর কোন জ্বালা যন্ত্রণা নাই। শুধু মাঝে মাঝে আমার ছোট ছেলেটা জিজ্ঞেস করে, ‘সব ঠিক আছে তো আব্বা?’ আমি কিছু বলি না। ছেলেও আর কিছু জিজ্ঞেস করে না। আর ওর মা মাঝে মাঝে বলে, ‘বুড়ো বয়সে ফেসবুকে ছেলে ছোকরাদের মতো ফেস দেখাতে গেলে এরকম তো হবেই। যত্তসব ভীমরতি!’
( সত্য ঘটনা অবলম্বনে )
*********************************************************************************************************************
[ এই গল্পটি মাসিক মৌচাকে ঢিল পত্রিকার জানুয়ারি ২০১৪ সংখ্যায় প্রকাশিত। ব্লগার বন্ধুরা যারা এটি পড়েননি, তাদের জন্য ব্লগে প্রকাশ করলাম। ]

মন্তব্য ১৫০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১৫০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

কালীদাস বলেছেন: আসলেই রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স মনে হচ্ছে... /:)
বেটি কি ভয় পেয়েছিল নাকি? আর না হলে "চান্দিছিলা হেনার" সেধে দিতে চাওয়া টাকার উপর অনীহা আসে কিভাবে? :P

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেয়েটি সম্ভবত তেমন প্রফেশনাল ছিল না। যে কারণে সে ভয় পেয়ে পিছিয়ে গেছে বলে মনে হয়।

ধন্যবাদ ভাই কালীদাস। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গল্প না বাস্তব।? তবে দারুন। আবার নিদারুনও!ফুলের শুভেচ্ছা-

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এটি বাস্তব ঘটনা অবলম্বনে লেখা। লেখার শেষে সেটা উল্লেখ করেছি।

ধন্যবাদ ভাই ফরিদ আহমদ চৌধুরী। ভালো থাকুন। শুভকামনা রইল।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

সুমন কর বলেছেন: আজ একটু মেজাজ খারাপ ছিল, আপনার লেখা পড়ে হাসলাম। ধন্যবাদ।

ব্যাপক মজার হইছে। কিন্তু এমন ঘটনা মাঝে মাঝেই ঘটছে........
+।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে এসব হচ্ছে।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:

‘আমি চাঁন্দিছিলা হেনা।
B-) =p~

দারুন বলেছেন ভাই।

আপনার ভুমিকাও ঠিক ছিল।।তবে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন সাংবাদিক হিসাবে আপনার থানায় গিয়ে ওর নামে অভিযোগ লেখানো উচিৎ ছিল। আপনি কোন না, কোন ভাবে পার পেয়ে গিয়েছেন কিন্তু সাধারণ মানুষ তো আবার ওর খপ্পড়ে পড়তে পারে ।।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, আপনার কথা ঠিক। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। আমি কিন্তু সাংবাদিক নই ভাই।

ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। ভালো থাকুন। শুভকামনা রইল।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লেগেছে । সমস্যার সমাধানটা চমৎকার ভাবে তুলে ধরেছেন ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী।


ভালো থাকবেন। শুভকামনা রইল।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

আলগা কপাল বলেছেন: হা ভাই, আমি একেবারে ১৭ বছরের বালক/কিশোর। ফেসবুক আইডি আছে তিনটা, সবগুলোতেই অনিয়মিত।
ইতোমধ্যে দুই বছরে দুই ব্যক্তি গুপ্তধনের সন্ধান দিয়েছে আমার ঘরের নিচে।
দ্বিতীয় ব্যক্তিটি যখন আমার ঘরে গুপ্তধনের উল্লেখ করলো তখন আমি মেসে। রাত দেড়টায় ফোন করেছিলো। ঘুম ভেঙে যাওয়ায় মাথা গরম হয়ে গেলো। ব্যটার চৌদ্দগুষ্টি উদ্ধার করে দিলাম। মোবাইল কোম্পানিতে নাম্বারটা সম্বন্ধে খোঁজ নিতে গেলে পুলিশ দেখিয়ে দিলো। পুলিশের প্রতি অসীম শ্রদ্ধা নিয়ে আমি চুপচাপ ঘুমাতে লাগলাম। আমার বাপের এত টাকা বেশি হয় নি যে পুলিশকে খাওয়াতে হবে।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। আমিও পুলিশের কাছে যাইনি কেন বুঝতেই পারছেন।

ধন্যবাদ আলগা কপাল। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

আহা রুবন বলেছেন: ...দাই মাইয়া! নইলে আর কাউরে না ধইরা হেনা ভাইরে ধরব কেন? দারুণ উপভোগ করলাম হেনা ভাই।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আহা রুবন।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-)

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)।


ভালো থাকুন। শুভকামনা রইল।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


ব্ল্যাকমেইলার মেয়ে ভয় পেয়ে যাওয়াতে আমি চিন্তিত হচ্ছি যে, মেয়েটি খোঁজ খবর নিয়েই হয়তো চুপষে গেছে!

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আসলে মেয়েটি তেমন প্রফেশনাল ছিল না বলে আমার মনে হয়, যে কারণে পরে সে ভয় পেয়ে পিছিয়ে গেছে।


ধন্যবাদ ভাই চাঁদগাজী। ভালো থাকুন। শুভকামনা রইল।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৮

কাছের-মানুষ বলেছেন: হা হা দারুন লিখেছেন ।
যাক ভাবি আপনাকে আবার সন্দেহ করে নাই তাইলে ! :-P

শুভেচ্ছা রইল ভাই ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যাক ভাবি আপনাকে আবার সন্দেহ করে নাই তাইলে ! :-P


সন্দেহ করেনি বলেই তো মনে হয়। তবু মেয়ে মানুষের মন, বুঝা দায়। হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ ভাই কাছের মানুষ। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: এটা আমার জন্য প্রকাশ করেন্নি, তাই আমি পড়মু না।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, এই গল্প তো আপনি এর আগে পড়েছেন। ব্যস্ত আছি ভাই। নতুন লেখা দেব নিশ্চয়।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: চান্দি ছিলা হেনা ভাই হা হা হা। ভাল লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল।


ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫

সাদা মনের মানুষ বলেছেন: মোর লগে মশকরা করেন? মশকরার দাম কিন্তু আপনারে দেতে অইবে।’ ........আপনার লেকায়ও আজকালকার নাট্যকারদের ঢং দেখে ভালোই লাগলো। তবে সত্যি কথা বলতে কি, আঞ্চলিক ভাষার কথাগুলো আমি বেশ উপভোগ করি, আর আমি নিজেও নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দবোধ করি।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আঞ্চলিক ভাষা হলো যার যার প্রাণের ভাষা। লেখার মধ্যে এই ভাষার ব্যবহার সীমিত হলেও আমরা তো এই ভাষাতেই সব সময় কথা বলি, তাই না? গল্পের সংলাপে মাঝে মাঝে এই ভাষার প্রয়োগ লেখার মান ডেভেলপ করে বলে আমার মনে হয়।

ধন্যবাদ কামাল ভাই।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

সাদা মনের মানুষ বলেছেন: চান্দি ছিলা হেনার গল্পগুলো আগে পড়া থাকলেও আবার পড়লে আমার কাছে নতুন লাগে, ঘটনাটা কি? আশরাফুল ভাই?

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওল্ড ইজ গোল্ড। হে হে হে। =p~

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এটা কী মৃতসঞ্জীবনী সুরা?

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

সোহানী বলেছেন: পাচঁ লাখ টাকা বেচেঁ গেছে তো মিস্টি খাওয়ান (২০১৪ সালের হলেও)..... তবে ট্রিক্সটা ২০১৪ সাল বলে বেচেঁ গেছেন, ২০১৭ হলে ধরা খাইতেন... এই আর কি B-)) B-))

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রিক্সটা ২০১৪ সাল বলে বেচেঁ গেছেন, ২০১৭ হলে ধরা খাইতেন... এই আর কি


ধরা খাইলে আমার কী অবস্থা হইত! আল্লারে!

ধন্যবাদ বোন সোহানী। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

রানা আমান বলেছেন: খুবই মজাদার অভিজ্ঞতা ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই রানা আমান।


ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাচ্ছি, আগামী শুক্রবারের আগে মনে হয় আর দেখা হবেনা।

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেশি বেশি ছবি তুলে আনবেন। আপনার ভ্রমণ সফল হোক।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ' চাঁন্দিছিলা হেনা।' হাহাহাহাহাআহা =p~
ব্যাপক মজা পাইলাম!

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন।


ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সামু পাগলা০০৭ বলেছেন: খুবই মজা পেলাম পড়ে হেনাভাই। আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়।

চাঁন্দিছিলা হেনাভাইয়ের জন্যে অনেক শুভকামনা রইল। ;)

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বোন সামু পাগলা০০৭।


ভালো থেকো। শুভকামনা রইল।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

খোলা মনের কথা বলেছেন: চাঁন্দিছিলা হেনা ভাই। চাঁন্দির ভিতর মসলা আছে :P :P :P
চাঁন্দিছিলা তাই এই অবস্থা চাঁন্দি ভরা থাকলে না জানি কি ঘটাতেন =p~ =p~ =p~

খুব মজা পেলাম ভাই..... ধন্যবাদ আপনাকে

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সন্ত্রাসীদের নামার আগে এরকম চাঁন্দিছিলা, মুরগী, কালা, ফেসবুক, গালকাটা ইত্যাদি শব্দের ব্যবহার থাকায় আমিও একটা শব্দ বেছে নিয়েছিলাম। ভালো করেছি না?

ধন্যবাদ ভাই খোলা মনের কথা। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সরি! সন্ত্রাসীদের নামের আগে হবে।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মাহমুদা রোজি বলেছেন: চমৎকার একটা গল্প। হাসি দু’কান পর্যন্ত পৌঁছেছে।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বোন মাহমুদা রোজি।


ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া যাক তবুও ভাবী তোমাকে রেগে মেগে বাকী চুলগুলোও চেঁছে দেয়নি!!!!!!!

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম স্পর্শকাতর ব্যাপারে আমার বাঁকি চুলগুলো চেঁছে দেওয়ার সম্ভাবনা তো ছিলই। হাঃ হাঃ হাঃ।


ধন্যবাদ বোন শায়মা। ভালো থেকো। শুভকামনা রইল।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি ভাল লেগেছে জনাব আবুহেনা ভাই তার চেয়ে সবচেয়ে ভাল লাগল যে এমনটি করতে এল সেও আবার বরিশাইল্লা । হা হা হা।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেয়েটির গালমন্দের ভাষা শুনে তো বরিশালের বলেই মনে হয়েছিল। কে জানে, মেয়েটির বাড়ি কোথায়?


ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। ভালো থাকুন। শুভকামনা রইল।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

আলী আজম গওহর বলেছেন: গল্গ পড়ে আনন্দ পেলাম।
আপনি বললেন 'দেখুন, আমি নিজে একজন সন্ত্রাসী চাঁদাবাজ। আমার শক্তিশালী ক্যাডার বাহিনী আছে। আমার মাথায় চুল না থাকায় সবাই আমাকে চাঁন্দিছিলা হেনা নামে চেনে। এক সপ্তাহ তো অনেক বেশি সময়। এক দিনে পাঁচ লক্ষ টাকা জোগাড় করা আমার কাছে বাঁ হাতের খেল।’ দারুন ভ্যাবাচ্যাকা খায়িয়েছেন।
তারপর আবার বললেন 'না, না, ভয় করবেন না। আমি পুলিশে খবর দেব না।’
এটাকি শক্তিশালী ক্যাডার সুলভ কথা!নিজ বাহিনি থাকতে পুলিশ কেনো? :`>
ধন্যবাদ হেনা ভাই।ভালো থাকুন।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ভালো বলেছেন। ক্যাডারের ভয়, পুলিশের ভয় ইত্যাদি নানারকম ভয় দেখিয়ে মেয়েটিকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা আর কি!

ধন্যবাদ ভাই আলী আজম গওহর। ভালো থাকুন। শুভকামনা রইল।

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
এমন অনেক ঘটনাই ঘটে থাকে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

অামার জীবনেও প্রায় এরকম একটি ঘটনা অাছে। সময় করে জানানোর চেষ্টা রইলো। ভালোথাকুন।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লিখে ফেলুন ভাই। ট্রুথ ইজ স্ট্রেন্জার দ্যান ফিকশন।


ধন্যবাদ ভাই সামিউল ইসলাম বাবু। ভালো থাকুন। শুভকামনা রইল।

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬

নতুন নকিব বলেছেন: প্রিয়বরেষু, আপনার বহু শ্রমলব্ধ কিছু লেখা পড়েছি। অবশ্যই দারুন! এক সময় ছোটখাট পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত থাকলেও এখন আর সেই দিন নেই। ঢাকার ব্যস্ত জীবনের ইতি টেনে অনেকটা নিশ্চুপ পড়ে আছি পল্লীর কোলে। কী জানি কখন এমন করেই জীবনেরও ইতি টানার মূহুর্তটিও কাছে চলে আসে। দেখতে দেখতে সময়তো দুপুর গড়িয়ে সাঁঝ ছুঁই ছুঁই। অন্তহীন সফর। সামনে। শুন্য হাত- কপর্দকহীন এই আমি কি নিয়ে পাড়ি দেব অথৈ পাথার? এ প্রশ্নের উত্তর খুঁজে খুঁজেই নিরন্তর ছুটে চলা।

তা আমি খাতা দেখলে ‘তা’ এত লোক থাকতে তোমার পেছনে কেন লেগেছে মেয়েটি?’ -প্রশ্নের যে উত্তর দিয়েছেন তাতে দশ নম্বরে বড় জোর ৪ পেতে পারেন।

‘দেখুন, আমি নিজে একজন সন্ত্রাসী চাঁদাবাজ। আমার শক্তিশালী ক্যাডার বাহিনী আছে। আমার মাথায় চুল না থাকায় সবাই আমাকে চাঁন্দিছিলা হেনা নামে চেনে। এক সপ্তাহ তো অনেক বেশি সময়। এক দিনে পাঁচ লক্ষ টাকা জোগাড় করা আমার কাছে বাঁ হাতের খেল।’ -ঐতিহাসিক ডায়ালগই বলতে হয়। এক্সাক্টলি ইউ আর এ সাউন্ড জিনিয়াস!

ভালো থাকুন। আল্লাহ্ পাক আপন রহমতের ছায়াতলে আপনাকে-অামাকেসহ সকলকে আগলে রাখুন।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ভালো থাকবেন। শুভকামনা রইল।

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

বিলিয়ার রহমান বলেছেন: :) :) :)



প্লাস

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।

ভালো থাকবেন। শুভকামনা রইল।

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: হেনা ভাই আপনাকেও ধন্যবাদ!:)

ভালথাকুন!:)

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১২

কল্পদ্রুম বলেছেন: ব্যাপারটা এখন পড়ে মজা লাগছে।কিন্তু খারাপ কিছুও হতে পারতো।যাক উপরওয়ালার রহমতে বেঁচে গেছেন।

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্যাপারটা এখন পড়ে মজা লাগছে।কিন্তু খারাপ কিছুও হতে পারতো

অবশ্যই হতে পারতো। আপনি ঠিকই বলেছেন। এরকম ঘটনা যে ঘটছে না তা' তো নয়। আর গল্পাকারে লেখার জন্য আমি হিউমারের আশ্রয় নিয়েছি (আমার বেশির ভাগ গল্পেই হিউমার থাকে) বলে পাঠক মজা পাচ্ছেন, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে আপনার কথাটা সত্য বলে তারা বুঝতে পারবেন।

ধন্যবাদ ভাই কল্পদ্রুম। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

নতুন নকিব বলেছেন: প্রিয় হেনা ভাই,

ব্যস্ততার মাঝেও সময় করে দু'লাইনের জবাব আমাকে প্রীত করেছে। এই ব্লগে আমার একটি মাত্র পোস্ট আছে। আমার জীর্ন কুটিরে আপনার মত বড়দের দাওয়াত দেয়া ধৃষ্টতা বৈ নয়। তবু যদি ঘুরে আসেন কখনও।

ভালো থাকবেন নিরন্তর।

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিশ্চয় আপনার ব্লগে যাবো। ব্লগে ছোট বড় বলে কারো কোন পরিচিতি নাই ভাই। এখানে সবার মর্যাদাই সমান।

ধন্যবাদ নতুন নকিব। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

কামাল। আহমেদ বলেছেন: ভয়ংকর কিছুও হতে পারতো কিন্তু হয়নি। ভালো থাকুন নিরন্তর।

তবে পড়ে মজা পেয়েছি খুব।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই কামাল। আহমেদ।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

পুলক ঢালী বলেছেন: হেনাভাই সুন্দর লিখেছেন কিন্তু ঘটনাটা নাহয় আপনি চান্দিছোলা দিয়া পার পাইছেন আমি এমন বিপদে পড়লে কি করমু ভাবতাছি। :D

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার তো ব্লগে ছবি টবি নাই। ফেসবুকে থাকলে এডিট করে আপনার কোন অপছন্দের লোকের ছবি দিয়ে দিন। বিপদে পড়লে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ ভাই পুলক ঢালী। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

পুলক ঢালী বলেছেন: সামমা ভাই চা ঢালতেই আছে ঢালতেই আছে কবে যে কাপ ভরবে আর কবে যে হেনা ভাউ খাবে তাই ভাবতাছি :)

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাদা মনের মানুষ এইরকমই করে সব সময়। ঢালতে ঢালতে চা ঠাণ্ডা হয়ে যায়।

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

পুলক ঢালী বলেছেন: হেনা ভাউ চাঁদগাজী ভায়ের মন্তব্যের সূক্ষ রসটা মনে হয় আমনের এ্যন্টিনার উরপে দিয়া গ্যাছে গা। উনি আমনেরে খাটি চান্দিছোলা মাস্তান বানাইয়া দিসে। মাইয়াডা খপর লইয়া দ্যাখছে যে আমনে হাচা হাচাই বিরাট মাস্তান তাই ডরে হ্যাতে খামতি দিছে, কি বোঝলেন বাওয়া? B-) :P =p~ =p~ =p~

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে না, আমার এ্যান্টেনায় ঠিকই ধরা খাইছে ঢালী ভাই। তবে বোঝেন না, অনেক সময় অনেক কিছু বুইঝাও না বুঝার ভান করতে হয়। হাঃ হাঃ হাঃ।

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

ঢাকাবাসী বলেছেন: রিয়েল লাইফ ঘটনা পড়ে ভারি ভাল লাগল। তা আপনি ঐ কাউন্টার এটাকের আইডিয়াটা ভাবলেন কিভাবে, বরিশালের উঠতি ননপ্রফেশনাল মাস্তাননী (মাস্তানের স্ত্রীলিঙ্গ কি হবে জানিনা) মেয়েটি একেবারে কুপোকাৎ! কংগ্রেটস!

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অফেন্স ইজ দ্যা গ্রেট ডিফেন্স। এভাবে আক্রমন না করলে সমস্যায় পড়তে হতো ভাই।

ধন্যবাদ ঢাকাবাসী। ভালো থাকবেন। শুভকামনা রইল।

৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

অগ্নি সারথি বলেছেন: ‘দেখুন, আমি নিজে একজন সন্ত্রাসী চাঁদাবাজ। আমার শক্তিশালী ক্যাডার বাহিনী আছে। আমার মাথায় চুল না থাকায় সবাই আমাকে চাঁন্দিছিলা হেনা নামে চেনে। এক সপ্তাহ তো অনেক বেশি সময়। এক দিনে পাঁচ লক্ষ টাকা জোগাড় করা আমার কাছে বাঁ হাতের খেল।’ - =p~ =p~ =p~ =p~

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ অগ্নি সারথি।

ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৩৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

আনু মোল্লাহ বলেছেন: মজা পেয়েছি। চাঁন্দিছিলা হেনা -- হা হা হা

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আনু মোল্লাহ।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১১

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: হায় হায় ! এ আমি কি দেখিলাম, কি শুনিলাম ? ঐ বেটি ঠিকই টের পেয়েছে যে, সে আসলে ভুল জায়গায় নক করেছে। তবে একটু ভীত হয়েছি বটে ! আল্লাহ তা'আলা আমার প্রিয় স্যারকে হেফাজত করুন, এই দোয়া করি।

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এটা তো দু' বছরের বেশি আগের ঘটনা। আজকাল ইউ টিউবে ঢুকলে কত সাংঘাতিক দৃশ্য দেখা যায়, তুমি কল্পনাও করতে পারবে না। আমাদের দেশের নারী পুরুষের এত অশ্লীল ছবি সেখানে আপলোড করা আছে যে সেসব দেখলে তুমি তাজ্জব হয়ে যাবে। পারতপক্ষে ওগুলো না দেখাই ভালো।

ধন্যবাদ ভাই সাঈদ। ভালো থেক। শুভকামনা রইল।

৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন:
নেন বালি থেকে আপনার জন্য সাপ ফল এনেছি :)

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাপ ফল? খাইলে বিষ লাগবো না তো?

৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


মোচাকে ঢিলের শেফিকুর রহমানের খবরাখবর কি?

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যতদূর জানি, শফিক রেহমান সাহেব এখন জামিনে আছেন।

৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: বিষ নাই, খেতে বেশ মিষ্টি। কিছুটা গাব ফলের মতো :)

১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাহলে এক টন পাঠাইয়া দেন। হে হে হে। =p~

৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: দুই কেজি আনছিলাম, এখন চাইলে কয়েক পিছ বিচি দিতে পারমু :D

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিচিগুলা রাস্তার ধারে লাগাইয়া দেন। জনসেবা করেন। ফলের আসল নাম লুকজনরে কইয়েন না। বলবেন এই ফলের নাম কামাল ফল। ধীরে ধীরে আপনার নাম সারা দেশে ছড়াইয়া পড়বো। সবার মুখে শুধু কামাল আর কামাল। বিখ্যাত হওয়ার সহজ তরিকা। হে হে হে। অনেক গবেষণা কইরা আবিস্কার করলাম। =p~

৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১

শুভ_ঢাকা বলেছেন: কামাল ফল কা কেয়া কামাল হ্যাঁয়। :D

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই যে একজন ফলটাকে কামাল ফল নামে ডেকেছেন। হে হে হে।

৪৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: বুদ্ধিটা কম খারাপ না, বিচি লাগামু তাড়াতাড়িই :D

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেখছেন, আমার কত বুদ্ধি! =p~

৪৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২

পুলক ঢালী বলেছেন: সামমা ভাইয়ের ফলের নাম যে সাপ ফল জানতাম না আসলে কি স্নেইক ফ্রুট? ব্যাঙ্ককে ভ্যান গাড়ীতে এক বৃদ্ধা মহিলাকে এই ফল নিয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেছিলাম এই ফলের নাম কি উত্তরে মহিলা বললেন এক কিলো ফাইভ বাথ! বুঝলাম বিদেশীদের সাথে কথা বলার জন্য উনি এই বাক্যটা রপ্ত করেছেন।
আইচ্ছা গাছ হোক ফল ধরুক তখন কামাল ভাইকে বলবো কামাল ভাই কামাল ভাই একটা কামাল (কেরামতি গুন সম্পন্ন) ফল দেনতো (বাকীতে, যদি বিষে ধরে পয়সা দিমুনা) ;) =p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই যে দেখেন, আরও একজন কামাল ফলকে কামাল ফল বলিয়া ডাকিল। কামাল ভাই, আপনি ধীরে ধীরে বিখ্যাত হয়ে যাচ্ছেন। বলেছিলাম না? বুড়োদের কথা বাসি হলেই ফলে।

৪৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


ভালোভাবেই ঠেকায়ে দিলেন, দেখছি

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। =p~

ধন্যবাদ ভাই চাঁদগাজী।


৪৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯

সাদা মনের মানুষ বলেছেন:
এই নেন কামাল ফল, থুক্কু মাকাল ফল :-B

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওই হলো। অক্ষরগুলো তো একই।

৪৯| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

সাদা মনের মানুষ বলেছেন: পুলক ঢালী @ ঠিকই বলেছেন, এটাকে ওনারা স্নেক ফ্রুট বলে।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাপ ফল আছে, ওঝা ফল নাই?

৫০| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

শামীম সরদার নিশু বলেছেন: হা হা হা হা বিনোদিত হইলাম :P

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই শামীম সরদার নিশু।

ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৫১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন:
ওঝা একজন পাইছি, তয় ওনার কাছে টিকতে পারবেন্নি সেইটা আগে ভাবেন :D

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই বেডি কার মাইয়া? বেলাউজের সাথে ম্যাচ কইরা জুতা পরছে! আদব লেহাজ কিচ্ছু নাই!

৫২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: বুঝছি, প্রথম দর্শনেই........... ;)

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
তোমার নীল দোপাটি চোখ, শ্বেত দোপাটি হাসি, আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি-- এই গানটা গাইতে গিয়াই তো এই মাইয়াডার ঝাঁটার বাড়ি খাইছিল লুকটা। কিন্তু লুকটা যে কেঠা কইতে পারি না। বাড়ির ঠিকানা নরসিংদী এইডা কইতে পারি।

৫৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব আবুহেনা ভাই, কেমন আছেন?
ভাল আছেন? গান দিলাম একটি শুনেন ।view this link

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে, প্রিয় সুজন! আমি ভালো আছি ভাই। আপনি কেমন আছেন?

গানের লিংক দেওয়ার জন্য ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রুনা লায়লা ১৭ বছর বয়সে কত স্লিম ছিল, তাই না?

৫৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবুহেনা ভাই ভাল আছে । তবে তেমন নেই যেখানে পাগলাদের আড্ডা নেই । অনেক ভাল লেগেছিল কয়দিন আড্ডাতে। মেম পুলক ঢালীর মন্তব্যের উত্তরে বলেছেন আড্ডা আবার সচল হবে ওনি নাকি মেইল করেছে এডমিনকে।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, ম্যাডাম আমাকেও তাই বলেছে। আসলে সামুরও প্রবলেম নয়। কারণ, বিটিসিএল থেকে জানানো হয়েছে যে, পাঁচটা সাবমেরিন কেবলের মধ্যে আগে থেকেই দুটো কেবল অকেজো ছিল। চালু তিনটা কেবলের মধ্যে কয়েকদিন আগে দুটো কেবল কাটা পড়েছে। ২০ জানুয়ারির মধ্যে মেরামত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকের কাগজে দেখলাম ৩০ জানুয়ারির আগে মেরামত শেষ হওয়ার সম্ভাবনা নাই। এখন শুধু একটা কেবলের উপর বাংলাদেশের ইন্টারনেট সেবা চালু আছে। এতে স্বাভাবিক স্পীড অনেকটাই ব্যহত হবে বলে খোদ বিটিসিএলই জানিয়ে দিয়েছে।
আড্ডা পোস্টের মতো এত বিশাল ডাটাবেজের পোস্ট (বিশেষ করে মন্তব্যের দিক থেকে) এই অবস্থায় পড়াটা খুবই স্বাভাবিক। তবে সাবমেরিন কেবল মেরামত হয়ে গেলে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে। আর তা' না হলে ম্যাডাম নতুন করে পোস্ট দিবে। আমার এরকমটাই জানা আছে ভাই।

৫৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুনে খুশি হলাম আবারো আপনাদের এক সাথে পাবো। যাদের সাতে দেখা হয়নি হবে।
ভাল থাকবেন আবুহেনা ভাই। আর আমার জন্যও দোয়া করবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিশ্চয় আপনার জন্য দোয়া করি। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৫৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: ‘তা’ এত লোক থাকতে তোমার পেছনে কেন লেগেছে মেয়েটি?’ - নিঃসন্দেহে এটা একটা জেনুইন প্রশ্ন ছিল... :) :)

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেয়েদের প্রশ্ন জেনুইনই হয় খায়রুল ভাই। হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ ভাই খায়রুল আহসান। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৫৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন:

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাক ভর্তি লাইক নিয়া কই যাইতেছিলেন? লোড একটু কম নিবেন না? সাইকেলের সাথে ধাক্কা খাইয়া........ ।

৫৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন:

২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইগুলা খায়,না মাথায় দেয়?

৫৯| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

সাদা মনের মানুষ বলেছেন: এইগুলা বিয়ে বাড়িতে কাজে দিবে ;)

২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তা'হলে কী আমার আবার বিয়ে হবে? =p~

৬০| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন:

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফলগুলা খামু ক্যামনে? হাত দিয়া ধরার আগেই তো হারাইয়া যায়!

৬১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

সাদা মনের মানুষ বলেছেন:

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই কলার আর একটা চোখ কই?

৬২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহাচমৎকার হল মন্তব্য সহ। খুব মজা পেলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ফরিদ আহমদ চৌধুরী।

ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৬৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
খুশী হইছি।

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। চঞ্চল চৌধুরী ও ফরিদ আহমদ চৌধুরী--দুই চৌধুরী যখন খুশি, তখন আমিও খুশি।

৬৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৮

সাদা মনের মানুষ বলেছেন:

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রজাপতিটা দেশি, না হাইব্রিড?

৬৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শেয়াল বলেছেন: মোর লগে মশকরা করেন? মশকরার দাম কিন্তু আপনারে দেতে অইবে।’


#:-S =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই শেয়াল।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৬৬| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন:
শুভ সকাল

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুভ সকাল।

তলাবিহীন কাপ।

৬৭| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

আরাফআহনাফ বলেছেন: প্রিয় হেনা ভাই, কেমন আছেন?

লেখা বরাবরের মতই দূর্দান্ত ।

মন্তব্যগুলো পড়ছিলাম - বেশ মজার।
কামাল ভাইয়ের মাকাল ফল আর সর্প ফল ভুলেও যেন খাবেন না ভাই ! ! !

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। কামাল ভাই রসিক মানুষ। মন্তব্য ও ছবি দিয়ে পোস্ট মাতিয়ে তোলার অসাধারণ ক্ষমতা আছে তাঁর।

ধন্যবাদ ভাই আরাফআহনাফ। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি ভালো আছি ভাই। ধন্যবাদ।

৬৮| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

সাদা মনের মানুষ বলেছেন:
এবার আর বলতে পারবেন না, কলাবিহীন কাপ B-)

৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্ট্র দিয়া কলা খামু ক্যামনে? কী একটা শৃঙ্খলার মধ্যে ফালাইলেন আমারে! :(

৬৯| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: সমস্যা হলে বদলিয়ে মোটা স্ট্র নিয়ে নেন B-)

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইডা আগে দিবেন না? এক চুমুকেই সব সাবাড়। হে হে হে। =p~

৭০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

আমির ইশতিয়াক বলেছেন: আপনার কপাল ভাল মেয়েটি আপনাকে ছেড়ে দিয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ ভাই আমির ইশতিয়াক। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৭১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

জুন বলেছেন: ইদানীং আমাদের সমাজে এ ধরনের প্রতারনা একটা ব্যাধির আকার ধারন করেছে আবু হেনা ভাই ।
আপনার জীবন থেকে নেয়া লেখাগুলো শিক্ষামুলক আবার উপভোগ্য ও বটে ।
ভালোলাগা রইলো অনেক ।
+

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, সমাজের নৈতিকতা ও মূল্যবোধ দিনের পর দিন ধ্বসে যাচ্ছে।


ধন্যবাদ বোন জুন। ভালো থাকুন। শুভকামনা রইল।

৭২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

ANIKAT KAMAL বলেছেন: অাপনার অমংখ্য লেখার সমাহা‌রে ব্লগ ভুবন স‌ত্যিই ধন্য কোন রকম ক‌ষ্টের কারণ হ‌লে ক্ষমা কর‌বেন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোন রকম ক‌ষ্টের কারণ হ‌লে ক্ষমা কর‌বেন

কেন ভাই, এরকম বলছেন কেন? আপনি তো আমার জন্য কোন কষ্টের কারণ হননি।

৭৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

হাসান মাহবুব বলেছেন: আপনি জাতরসিক।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৭৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

সায়ান তানভি বলেছেন: হেনা ভাইয়ের রসবোধটা একদম খাটি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সায়ান তানভি।

ভালো থাকুন। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.