নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি , তার ভিতরের কুকুরটাকে দেখব বলে _______ সুনীল গঙ্গোপাধ্যায়

অঝোরে কষ্ট

স্বপ্নের রঙ এর জলছবি তে তুমি আমি

অঝোরে কষ্ট › বিস্তারিত পোস্টঃ

আমি

১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

উশকো , টুশকো চুল , এক চশমা ও লাগাই , কবি
কবি ভাব । আর এদিক সেদিক ঘোরা ফেরা
করি । রাস্তায় ইটের টুকরা কে শট মারতে
ভালো লাগে । মাঝে মদ্ধে " চুরাকে দিল
মেরা " গানটা গাই । বৃষ্টি আসলে
শ্রীকান্তের "আমার সারাটা দিন " গান টা
গুন গুন করি । বৃষ্টিতে ভিজতে ভালো লাগে
। আকাশে আলোর ঝলকানি দেখতে ভাল
লাগে । রাতে ছাদে গিয়ে তারা দেখতে
ভালো লাগে। তখন একটা গান গাই " যে
ছিল আমার স্বপনচারিনি " ।
যা পাইনি তার জন্য সবসময় নিজেকে ছোট
করি । মনে করি তার যোগ্য ছিলাম না ।
কোন ভুল করলে , ধরিয়ে দিলে যতেষ্ট অনুতপ্ত
হয় । নিজের কাছে নিজে স্বচ্ছ থাকি ।
একলা এক লা ঘুরতেই ভালো লাগে । তখন
নচিকেতার " যদি তোর ডাক শুনে কেও না
আসে " গান টা গেয়ে গেয়ে হাটি ।
আর একটা ডায়লগ মারতে ভাল লাগে যেটা
আমার নিজের আবিষ্ক্রত " দোস্ত , আমি তো
আমি ই " ।
কাপড় , চোপড় কেনার বা স্টাইল , স্টুইল
মারার প্রতি আমার কোন সময় ই কোন দুর্বলতা
ছিল না । আমার বন্ধুরা যেখানে হাই ফাই
শার্ট , জিন্স লাগাতো , আমি সেখানে যে
কোন একটা পরেই বেরিয়ে যেতাম ।
আমার মত উলটা পালটা , পাগলা ছেলেরা
এইসব এ করে ।
মা বাড়ি থেকে আসার সময় কিছু টাকা
দিয়েছিল সেই টাকা দিয়া কিছু বই কিনে
আনলাম । আর কিছু কিনার প্রয়োজন মনে হয়নি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:০৮

দীপংকর চন্দ বলেছেন: অঝোরে কষ্ট,

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৪৯

অঝোরে কষ্ট বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.