নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়সমূহ - ১১

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

রো বনাম ওয়েড [৪১০ ইউ এস ১১৩ (১৯৭৩)]
জেনি রো -- আবেদনকারী
হেনরি ওয়েড -- রেসপন্ডেন্ট
রায় ঘোষণার তারিখ: জানুয়ারি ২২, ১৯৭৩

বিচারপতি হ্যারি এ ব্লাকমান ৭-২ সংখ্যাগরিষ্ঠ রায় প্রদান করেন।

মামলার বিবরণ
টেক্সাসের অধিবাসী জেনি রো গর্ভপাত করার অনুমতি চান। গর্ভবতী মহিলার জীবন রক্ষা ব্যতীত, অন্য কোন কারণে টেক্সাসে গর্ভপাত নিষিদ্ধ।

বিচার্য বিষয়
(১) গর্ভমোচন করার মহিলাদের অধিকার কি সংবিধান সম্মত?

রায়
বিচারপতি হ্যারি এ ব্লাকমান ৭-২ সংখ্যাগরিষ্ঠ রায় প্রদান করেন।

বিচার্য বিষয়ের উত্তর--হাঁ। গর্ভমোচন করার মহিলাদের অধিকার সংবিধান সম্মত। সংবিধানের ১৪শ সংশোধনীতে গোপনীয়তার যে অধিকার প্রদান করা হয়েছে, গর্ভপাত করার মহিলাদের অধিকার তার অন্তর্ভুক্ত। গর্ভধারণের প্রথম তিন মাস মহিলাদের স্বাধীনতা থাকবে, তাদের গর্ভমোচনের সিদ্ধান্ত নেয়ার। দ্বিতীয় তিন মাস এবং তৃতীয় তিন মাস সময়কালের জন্য রাজ্যগুলি নিজ নিজ আইন প্রণয়ন করতে পারবে।

বিশ্লেষণ
এই রায়ের মাধ্যমে --
১. গর্ভধারণের প্রথম তিন মাস সময়কালে গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক অধিকার বলে ঘোষণা করা হয়।
২. গর্ভধারণের প্রথম তিন মাস মহিলাদেরকে স্বাধীনতা দেয়া হয়, তাদের গর্ভমোচনের সিদ্ধান্ত নেয়ার জন্য।
৩. ৪৬টা রাজ্যের গর্ভপাত বিরোধী আইন বাতিল হয়ে যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

বারিধারা বলেছেন: গর্ভপাত বিরোধী আইন কোন কাজের আইন না। মানুষ গর্ভপাত শখে করায় না। একেবারে বাধ্য না হলে কেউ এরকম ভয়ঙ্কর ঝুঁকি নেয়না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ১। গর্ভপাত নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ দিন ধরে বিতর্ক চলছে।
২। একটা মত হচ্ছে -- গর্ভপাত মানে ভ্রূণ হত্যা করা বা মানব শিশু হত্যা করা।
৩। অপর মত হচ্ছে -- গর্ভপাত করার অধিকার নারীর আছে।
৪। সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে একটা মধ্যে পন্থা গ্রহণ করা হয়েছে।
৫। গর্ভ সঞ্চারের প্রথম তিন মাস মহিলাদেরকে গর্ভপাতের অধিকার প্রদান করা হয়েছে।
৬। তিনমাস পর থেকে গর্ভপাতের অধিকার মহিলাদের থাকবে না। গর্ভপাতের সিদ্ধান্ত নিবে ডাক্তার, যদি স্বাস্থ্যগত কারণে প্রয়োজন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.