নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

টুপি পরা মহিষাসুর

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯


দুর্গা পূজা উপলক্ষে ইন্ডিয়ার গৌহাটিতে ১০০ ফুট উঁচা একটা মূর্তি বানানো হয়েছে।
মূর্তিটা বাঁশের তৈরি, বানিয়েছেন নুরুদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি।
দুর্গা মূর্তির সাথে আরো কয়েকটা মূর্তি থাকে। তার মধ্যে একটা হল -- অসুর। অসুর হল দৈত্য। সে খারাপের প্রতীক। হিন্দু বিশ্বাস অনুসারে দুর্গা অসুরের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে, পৃথিবীতে শান্তি স্থাপন করেন।
গৌহাটির পূজা মণ্ডপেও এই থিমটাই ছিল। সাধারণত অসুরের মূর্তিটাতে অসুরের গোঁফ থাকে কিন্তু মুখে কোন দাড়ি নাই, টুপিও নাই। এক হাতে তরবারি আরেক হাতে সাপ। বড় বড় চোখ করে দুর্গার সাথে যুদ্ধে লিপ্ত। কিন্তু এখানে ব্যতিক্রম হিসাবে প্রথম বারের মত অসুরের মাথায় টুপি এবং মুখে দাড়ি রাখা হয়। দুর্গার পায়ের নিচে পরজয়ের ভঙ্গিতে পরে আছে। হঠাৎ করে দেখলে মনে হবে একজন মুসলমান মওলানা দুর্গার পায়ের নিচে পরে আছে।
উদ্দেশ্য কি?
অসুরকে মুসলমান হিসাবে চিহ্নিত করা?
না কি, দৈত্য হিসাবে মুসলমানদের পরিচিত করে বিশ্বব্যাপী মুসলমানদের উপর কালিমা লেপন করা?

মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: যাক আমেরিকা থেকে তাহলে আপনি বের হয়ে ইন্ডিয়া এলেন??

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
আমার ৩০৭ টা পোষ্টের মধ্যে ইন্ডিয়া বিষয়েও কিছু পোস্ট আছে।
এই লেখাটা মূলত ইন্ডিয়া বিষয়ক না। ঘটনাস্থল ইন্ডিয়া।

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৩

আবু তালেব শেখ বলেছেন: ভাবার বিষয়।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ভেবে দেখতে পারেন --
১. এটা কি কোন উস্কানি?
২. এটা কি কোন ফাঁদ?
৩. এটা কি গায়ে পরে ঝগড়ার উদ্দেশ্য?
৪. এটা কি নিছক নির্বুদ্ধিতা?
৫. এটা কি ফান?
৬. এটা কি কোন রাজনীতির খেলা?
৭. এটা কি হীনমন্যতার প্রকাশ?

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: শুধু বলবো জেনে-শুনে-বুঝেই এটা করা হয়েছে।।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ১. কেন জেনে-শুনে-বুঝেই এটা করা হয়েছে?
২. এর পিছনে উদ্দেশ্য কি?
৩. কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে?

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১২

মলাসইলমুইনা বলেছেন: এই ঘটনাই আবার নাকি কোনো বড় দুর্ঘটনা ঘটিয়ে দেয় ভবিষ্যতে ! মানুষের অন্যদের ব্যাপারে সহিষ্ণুতা, ধৈর্য্য, শ্রদ্ধা,সহানুভূতি দিনে দিনে কমেই যাচ্ছে !

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ১.কি ধরণের বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আপনার মনে হয়?
২. এর কি কোন রাজনৈতিক প্রভাব আছে?
৩. এটা কি রাজনৈতিকদের ইঙ্গিতে হয়েছে বলে আপনার মনে হয়?
৪. এর পিছনে কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কোন যোগসাজশ আছে?

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

সাম্যবাদ বলেছেন: অন্যের ধর্ম নিয়ে তামাসা করা হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: অন্য ধর্মের সাথে টুপি দাড়িওয়ালা অসুরের কি সম্পর্ক?

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


নুরুদ্দিন আহমেদ সনাতন ধর্মকে বদলায়ে দেয়ার চেস্টা করছেন; এমনিতে দুর্গা পুজা সনাতন ধর্মের জন্য নতুন; সেটার আবার বিবর্তন হচ্ছে?

তবে, সনাতন হিন্দু ধর্ম সব সময়েই পরিবর্তনশীল: নতুন নতুন দেবতা, অবতার যোগ হচ্ছেন, নতুন নতুন পুজা যোগ হচ্ছে; গংগায় সন্তান নিক্ষেপ, সতীদাহ বিলুপ্ত হয়েছে, বিধবা বিবাহ চালু হয়েছে। আমেরিকায় ও ইউরোপে মানুষ হিন্দু ধর্ম গ্রহন করছে; আগে শুধু জন্মগতভাবে হিন্দু হওয়ার নিয়ম ছিলো।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আগেও মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করতো। কিন্তু হিন্দু সমাজ ধর্মান্তরিত হিন্দুকে গ্রহণ করতো না। এখনো গোরা হিন্দুরা এদেরকে গ্রহণ করে না।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনি তো বলেই দিয়েছেন না কি, দৈত্য হিসাবে মুসলমানদের পরিচিত করে বিশ্বব্যাপী মুসলমানদের উপর কালিমা লেপন করা? ধন্যবাদ।।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: "না কি, দৈত্য হিসাবে মুসলমানদের পরিচিত করে বিশ্বব্যাপী মুসলমানদের উপর কালিমা লেপন করা?"
এটা আমার প্রশ্ন।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

কানিজ রিনা বলেছেন: এটা হীনমন্যতার বহির্প্রকাশ। নির্বুদ্ধির নোংরা
মানুষীকতা। নির্লজ্জ হিংসাত্বক সয়তান পুজারী
বানরের দল। ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: দয়া করে গালিগালাজ করবেন না। এতে প্রথমত ব্লগের পরিবেশ নষ্ট হয়। দ্বিতীয়ত আল্লাহ নিষেধ করেছেন অন্যের দেব-দেবীকে গালি দিতে।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


চিন্তিত হওয়ার কিছু নেই, হিন্দু ধর্ম অনেক পুরাতন ধর্ম, ট্রিলিয়ন ডলারের ব্যবসা, এত বিপ্লবী বিবর্তন আনতে দেবে না ব্রাক্ষ্মণেরা

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ব্যক্তিগতভাবে আমি মোটেও চিন্তিত না।
শুধু কারণটা খোঁজার চেষ্টা করছি। বোঝার জন্য।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০২

এম আর তালুকদার বলেছেন: একদিকে বোদ্ধদের হাতে রোহিঙ্গা মুসলিম নিধন চলছে অপরদিকে মহিষাসুর সাজিয়ে দু৿গার ত৾িশুলে মুসলিম

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আপনি এখানে রোহিঙ্গা প্রসঙ্গ এনেছেন। এই প্রসঙ্গে আমার লেখার ইচ্ছা ছিল না। শুধু তথ্যগত কারণে কয়েকটা কথা বলছি। রোহিঙ্গারা আরাকান (বর্তমান নাম রাখাইন ) রাজ্যের অধিবাসী। ১৭৮৫ সালের জানুয়ারি ২ তারিখে বার্মিজরা আরাকান দখল করে নেয়। ভু-রাজনৈতিক কারণে বার্মা রোহিঙ্গাদের নির্মূল করে ভূমির দখল জোরদার করছে।
টুপি দাড়ি মুসলমানদের প্রতীক আমরা বানিয়েছি, আল্লাহ বানান নাই।

১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৭

মলাসইলমুইনা বলেছেন: আপনার কোনো প্রশ্নের উত্তরই আমার জানা নেই | কিন্তু এতো ছোট ছোট বিষয় থেকে ভারতে ধর্মীয় দাঙ্গা হয়েছে যে এটাও সেরকম হয়ে যেতে পারে | এতদিন মহিষাসুরকে অসুর হিসেবেই গড়া হতো | এই টুপিপড়া মহিষাসুর এর আগে কখনোই গোড়া হয়নি সেটা আমি মোটামোটি আমি নিশ্চিত | সরকার এই বুদ্ধি দিয়েছে তা নয় কিন্তু এই উস্কানি মূলক মূর্তি গড়ার বুদ্ধি বিজেপি সরকারের মুসলিমদের প্রতি অসহিষ্ণুতা থেকেই হয়েছে বলে আমি মনে করি |

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আরো বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাই আপনি বিষয়টা নিয়ে ভেবেছেন। আমাদেরকে আরো ভাবতে হবে, চিন্তা করতে হবে। সব কিছুতেই প্রতিক্রিয়াশীল (reactive) হওয়া যাবে না, প্ররোচক (proactive) হতে হবে। অন্যরা প্ররোচনা দেয় আর আমরা প্রতিক্রিয়া দেখাই। অর্থাৎ অন্যরা যা চায় আমরা তাই করি। যারা প্রতিক্রিয়াশীল (reactive) তারা প্ররোচক (proactive) এর দাস।
ইন্ডিয়াতে দাঙ্গা সারা বছরই চলছে। কখনো ছোট আকারে, কখনো বড় আকারে। বড় বড় গুলি খবর হয়। কখনো নীরবে, কখনো সরবে।
টুপি পড়া মহিষাসুর এই প্রথম বলেই তো খবর হয়েছে।
মুসলমানের প্রতি অসহিষ্ণুতা শুধু বিজেপির না, অধিকাংশ ইন্ডিয়ানের বলেই তো তারা বিজেপিকে ক্ষমতায় এনেছে। নরেন্দ্র দামোদরদাস মোদী ১৯৯৮ সালে যখন প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হন তখন বিজেপি ভোট পেয়েছিল ৭৬,৭২,৪০১, এরপর ২০০২, ২০০৭ এবং ২০১২ সালের নির্বাচনে নরেন্দ্র দামোদরদাস মোদী আরো তিন বার মোট ৪ বার গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন। ছোট ছোট এবং বড় বড় দাঙ্গা করে প্রতিবারই তিনি ভোটার সংখ্যা বাড়িয়েছেন।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিকল্পিত স্যাবোটাজ!
হালাল-হারাম, মিষ্টি খাওয়া, বিবাহ তালােকর ফতোয়ার ফাঁদে আটকে পড়া পোষাকী নামধারী কথিত মুসলিম সমাজ আরো কঠিন বাস্তবতার মূখে না গেলে বুঝি হুশ ফিরবে না!!!!!

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: "পরিকল্পিত স্যাবোটাজ" মানে কি?
স্যাবোটাজ মানে অন্তর্ঘাত। এখানে কে কার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কাজ করছে?
আপনার দ্বিতীয় বাক্যের মর্মার্থের সাথে আমি একমত।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সাম্প্রদায়িক সরকার ইচ্ছাকৃত ভাবে এবং পরিকল্পিত ভাবে এটা করিয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: এটা কি আপনার অনুমান, না কি তথ্য ভিত্তিক?
যদি এই সম্পর্কে কোন তথ্য আপনার জানা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
আর যদি অনুমান ভিত্তিক হয়, তাহলে অনুমানের পিছনে আপনার যুক্তিগুলি যদি আমাদের সাথে শেয়ার করতেন, ভালো হতো।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১

উচ্ছল বলেছেন: উস্কানি দিয়ে ঝামেলার শুরু হয় এভাবেই। আর অতি প্রতিক্রিয়াশীল মুসলিমদের কাজে দিনশেষে দোষ যত নন্দঘোষ তথা ইসলামের।

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আপনি যথার্থই বলেছেন, "উস্কানি দিয়ে ঝামেলার শুরু হয় এভাবেই।"
প্রশ্ন হচ্ছে মানুষ অন্যের উস্কানিতে পা দেয় কেন?
মানুষকে প্রোএক্টিভ হতে হবে, রিএক্টিভ বা প্রতিক্রিয়াশীল নয়।
আমাদের নবীজি (সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সব সময় প্রোএক্টিভ ছিলেন। অন্যের উস্কানিতে পা দেন নাই। বুড়ির কথা মনে আছে? বুড়ি নবীজির (সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পথে কাঁটা দিয়ে রাখত, যাতে উনার কষ্ট হয়। বুড়ি অসুস্থ হলে নবীজি (সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে সেবা করলেন। এটা প্রোএক্টিভ কাজ।

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: কয়েক হাজার বছর আগে হিন্দু ধর্ম যখন চালু হয়েছে তখন তো মুসলমানের জন্মই হয় নাই, কাজেই দুর্গার পায়ের নিচে মোল্লা আসে কি করে?

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: এটাই তো প্রশ্ন। তো আপনার কি মনে হয়?

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

টারজান০০০০৭ বলেছেন: ভাবিয়া দেখার বিষয় হইলো মূর্তিটি বানিয়েছে মুসলমান নামধারী জনৈক নুরুদ্দিন ! বাংলার প্রকৃত আদিবাসী সাঁওতালদের দেবতা অসুর (ভারতের কিছু রাজ্যে অসুর দেবতা হিসাবে পূজিত হয় ) একসময় দুর্গার বধ্য ছিল , এখন মোল্লারা হইতেছে , ইহাতে হিন্দু মৌলবাদীদের শত্রুর সংজ্ঞাও পরিবর্তন হইতেছে ! যাহা গোপনে ছিল তাহা প্রকাশ্যে আসিতেছে। আর তাহাতে সহযোগী হইতেছে মুসলমান নামধারী কিছু পাঁঠা যাহাদেরকে হিন্দু মৌলবাদীরা আদর করিয়া ডাকে "মোহাম্মাদী হিন্দু" ! ইহাতে মুসলমানদের জন্য কয়েকটি ভাবার বিষয় আছে !
১. কতিপয় মুসলমানদের ঈমানী চেতনা এতো দুর্বল যে ধর্মবিরোধী, বিশ্বাসঘাতক, বিধর্মীদের সহযোগী হইতেও তাহাদের বাধিতেছে না ! তাহাদের বিশ্বাসই পরিবর্তন হইয়া সুন্নত অনুসরণ কারীদের সন্ত্রাসী, অপশক্তি , অমঙ্গলের প্রতীক হিসেবে, মানবতার শত্রু হিসেবে চিহ্নিত করিতেছে ! মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করিতেছে !
২. ধর্মপ্রাণ, সুন্নতের অনুসারী মুসলমানরাই যে তাহাদের প্রধান শত্রু, তাহাদের টার্গেট, হিন্দু মৌলবাদীরা সেই মেসেজ সবার কাছে পৌঁছাইয়া দিতেছে !
৩. মুসলমান নামধারী ব্যাক্তিকে দিয়া এই আকাম করাইয়া মুসলমানদের মেসেজ দেওয়া হইতেছে যে তাহাদের উদ্দেশ্য হইলো কাঁটা দিয়া কাঁটা তোলা !

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
কেউ কেউ নুরুদ্দিন আহমেদকে নিয়ে একটু চিন্তিত হয়েছেন। আপনি লিখেছেন, "মুসলমান নামধারী জনৈক নুরুদ্দিন" .
সাদ্দাম হোসেনের জাঁদরেল পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তারিখ আজিজ। হাতে সবসময় তসবি থাকতো। তিনি খ্রিস্টান ছিলেন। তার নাম শুনেই সবাই মনে করতো তিনি মুসলমান। এটা আরবি নাম। আরবের লোকেরা আরবি নাম রাখে, সে যে ধর্মেই হউক। সুতরাং আরবি নামধারী জনৈক নুরুদ্দিন হলে ভাল হয়।
নুরুদ্দিন নিয়ে অবশ্য আমার কোন কথা এখানে নাই। আমরা যখন ছোট ছিলাম, ময়মনসিংহ শহরে মহারাজা রোডে আব্দুর রশিদ নামের একজন খুব ভাল মূর্তি বানাত। সারা বছরেই সে পূজার মূর্তি বানাত। তার মূর্তি বানানোর কারখানার খুব কাছেই ময়মনসিংহের বড় মসজিদ। সে কারো বাধা ছাড়াই দীর্ঘ দিন মূর্তি বানিয়েছে।

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭

প্রশ্নবোধক (?) বলেছেন: নিজেদের যে মুসলিম হিসেবে পরিচয় দেন, মুসলিমের কি অবশিষ্ট আছে আমাদের মাঝে। মুসলিম হওয়ার নুন্যতম যোগ্যতা কতজনের আছে?

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: মুসলিমের কি অবশিষ্ট আছে আমাদের মাঝে--এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবোনা।
কারণ অন্যকে বিচার করার এখতিয়ার, যোগ্যতা, বা ক্ষমতা, কোনটাই আমার নাই।
আমার সম্পর্কে আমি অবশ্য জানি।

মুসলিম হওয়ার নূন্যতম যোগ্যতা কতজনের আছে? এটা তো আরো কঠিন প্রশ্ন।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মলাসইলমুইনা বলেছেন: @টারজান০০০০৭ : অনেক বছর আগে "দেশ" -এ বা আনন্দ বাজারে পড়েছিলাম সম্ভবতো এই লোক (নুরুদ্দিন) সম্পর্কে | এই লোকের মনে হয় ছোট বেলায় তার বাবা মা হারিয়েছে | বড় হয়েছে একটি হিন্দু পরিবারে | পড়াশোনা একেবারেই জানে না | যে পরিবারে বড় হয়েছে তারা মূর্তি বানাতো |সে থেকে খুব ছোট বেলা থেকেই ভায়া নুরুদ্দিন তার পরিবারকে এই কাজে হেল্প করে | খুবই ইয়াং বয়স থেকেই সে নিজে নিজেই এই পুজাড় মূর্তি বানায় | আমি এর বানানো পুজোর মূর্তির ফটো তখনি দেশ বা আনন্দ বাজারে দেখেছি | আমি মোটামুটি শিওর এই লোক সম্পর্কেই আমি লেখাটা পড়েছিলাম |

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ধন্যবাদ, চমৎকার তথ্যের জন্য।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূর্তিটা বাঁশের তৈরি, বানিয়েছেন নুরুদ্দিন আহমেদ
একারণেই স্যাবোটাজের ব্যবহার।

আমাদের মুসলিম বিশ্বে বাইরের শত্রুতার চেয়ে নামধারীরা বেশি ক্ষতি করে চলেছে।

একজন হিন্দু কারিগর বানালে ভিন্ন ভাবনায় স্পষ্ট হতো। কিন্তু নামধারী মুসলিম দিয়ে বানানো
অনেক দূরভিসন্ধরিই ইঙ্গিত বহন করে। নয়কি?

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ধরেন মূর্তিটা বাঁশের তৈরি না হয়ে যদি অন্য কোন মেটেরিয়ালের হত তাতে কি ধরণের প্রতিক্রিয়া হতো।
ময়মনসিংহ শহরে মহারাজা রোডে আব্দুর রশিদ নামের একজন খুব ভাল মূর্তি বানাত। উনিশ শতকের ষাট এবং সত্তরের দশকে তার বানানো মূর্তি ছিল সব চাইতে বিখ্যাত।

২০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

নায়না নাসরিন বলেছেন: মুসলমানদের অপমান

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: এটা আপনার কাছে "মুসলমানদের অপমান" মনে হচ্ছে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.