নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে নিজের মত প্রকাশ করা উচিত

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ভাবে নিজের মতামত প্রকাশ করতে হবে, এই সম্পর্কে মিশেল ওবামা চমৎকার কিছু উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন:
আপনার সব চিন্তাভাবনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবেন না।
আপনার মতামতকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার আগে বিষয়টি নিয়ে ভাববেন।
লেখাটি প্রকাশ করার আগে দেখবেন, বানান ঠিক আছে কিনা এবং ব্যাকরণ শুদ্ধ হয়েছে কিনা।
আপনার প্রকাশিত প্রতিটি শব্দের প্রভাব আছে।
আপনার মতামতই সঠিক, এটা চিন্তা করে, অন্যকে আঘাত করবেন না।
আপনি যদি কোন ব্যাপারে কারো মতের সাথে একমত না ও হন, তবুও তার সাথে এমন ব্যবহার করবেন যে, তিনি একজন মূল্যবান ব্যক্তি।
সূত্র: Chicago Tribune

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল একটি বিষয়ে মুল্যবান মতামত দিয়ে পোষ্ট দেয়ার জন্য ।

শুভেচ্ছা রইল ।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আসলে এই মতামতগুলি আমার না।
চিকাগোতে ওবামা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মিশেল ওবামা এই কথাগুলি বলেছেন।
সকালে শিকাগো ট্রিবিউনে রিপোর্টটা পড়ার পর মনে হয়েছে এটা শেয়ার করা দরকার।
তাই তাঁর মূল বক্তব্যকে ঠিক রেখে আমার মতো করে লিখেছি।
একটা লিংকও দিয়েছি। পড়ে দেখতে পারেন।

২| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সাহেদ সারোয়ার ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ। আপনার পোষ্টের জন্য স্যার।আমি আইনের ছাএ।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি আইনের ছাত্র জেনে ভাল লাগছে।
মিশেল ওবামার এই কথাগুলি আইন পেশাতেও কাজে লাগবে।
ও এখানে একটু বলে রাখি, মিশেল এবং ওবামা, দুইজনই কিন্তু ভালো আইনজীবী এবং খুব ভাল আইনের ছাত্র ছিলেন।

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

নাহিদ০৯ বলেছেন: "আপনার প্রকাশিত প্রতিটি শব্দের প্রভাব আছে" এই একটি লাইন মাথায় থাকলেই সব কিছু নিয়ন্ত্রনে চলে আসার কথা। কিন্তু সবাই নিজ নিজ তালগাছ নিয়ে ব্যস্ত।

আড়াই মাস হলো দীর্ঘ ৮ বছরের নীল জীবন কে মুছে ফেলেছি। মানসিক ভাবে এখন বেশ ভালো বোধ করি। লিখালিখি মনের খোরাকের জন্য তো ব্লগ, ফোরাম আছেই।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি যথার্থই বলেছেন, "আপনার প্রকাশিত প্রতিটি শব্দের প্রভাব আছে" এই একটি লাইন মাথায় থাকলেই সব কিছু নিয়ন্ত্রণে চলে আসার কথা।
আমাদের দেশে ব্লগ এবং সামাজিক মাধ্যমের ধারণটা এসেছে নেগেটিভ ভাবে।
ধারণাগুলি এ রকম --
১. প্রথমেই একটা নিক (ছদ্ম নাম) নেও।
২. নিজের মতকে উদ্ধত ভাবে প্রকাশ কর।
৩. ভিন্ন মতের মানুষকে ব্যক্তিগত ভাবে আক্রমণ কর।
৪. ভিন্ন মতের মানুষের বক্তব্যের যুক্তিসঙ্গত জবাব না দিয়ে, তার চরিত্র হরণ কর। ইত্যাদি। তালিকা আর লম্বা করলাম না।

পরিশেষে বলব, ভাল থাকুন। সুস্থ ব্লগিং করুন।

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রকাশিত প্রতিটি শব্দের প্রভাব আছে - প্রতিটি উচ্চারণেরও আছে। প্রথমটার প্রভাব দীর্ঘস্থায়ী, পরেরটার ক্ষণস্থায়ীও হয় মাঝে মাঝে, তবে নেতিবাচক উচ্চারণ নিজেকেই অনেক ছোট করে দেয়।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


নিশ্চই , আমি আপনার সাথে একমত প্রতিটি উচ্চারণেরও প্রভাব আছে।
মানুষের দুর্গতির একমাত্র কারণ হল নেতিবাচকতা।
এটা হতে পারে, নেতিবাচক চিন্তা, নেতিবাচক কথা বা উচ্চারণ, বা নেতিবাচক কাজ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কথাগুলো মূল্যবান।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


ধন্যবাদ, আপনার মতামতের জন্য।
কথাগুলো মূল্যবান -- এতে কোন সন্দেহ নাই।
আসুন আমরা এই কথা অনুসারে প্র্যাকটিস করি।

৬| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



মিশেল ওবামা অবশ্যই সঠিক, বা তার কাছাকাছি কিছু বলার সম্ভাবনা আছে; আপনার বক্তব্য আছে, নাকি সবকিছুতে মিশেল ওবামা?

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি মিশেল ওবামার এই কথাগুলি সাথে শুধুই একমত না, আমি আমার ব্লগ জীবনে এই নীতিগুলি প্র্যাকটিস করেছি।
কেউ যদি আমার ১০ বছর ৭ মাসের ৩১১ পোস্ট এবং ৯০০ টি মন্তব্য পর্যালোচনা করেন, তাহলে এর প্রতিফলন দেখতে পাবেন।
এখন তো ব্লগের পরিবেশ অনেক ভাল। ২০০৭, ২০০৮, ২০০৯ সালের পোস্টগুলি দেখলে দেখা যাবে কি ভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। আমি পাল্টা আক্রমণ তো করিই নাই, বরং আমার প্রতি আক্রমণেরও জবাব দেই নাই। আমি আমার লেখা এবং জবাবকে প্রসঙ্গের মধ্যে স্থির রেখেছি।
আমি আপ্রাণ চেষ্টা করেছি, বানান এবং গ্রামার ঠিক রাখার জন্য।

৭| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:২০

আখেনাটেন বলেছেন: এটা এখন গসিপশালা। গীবতগার।

তবে যারা ভালো উদ্দেশ্য নিয়ে ব্যবহার করে তারা এর থেকে ভালো ডিভিডেন্টই ঘরে তোলে। তবে বাংলাদেশে কত পারসেন্ট ভালো কাজে ফেসবুক ব্যবহার করে তা ভাবনার বিষয়।

এই জিনিস ইতোমধ্যেই ছাত্রসমাজের পড়ালেখাকে শিকায় তুলেছে। ;)

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি আপনার সাথে একমত যে, যারা ভালো উদ্দেশ্য নিয়ে ব্যবহার করে তারা এর থেকে ভালো ডিভিডেন্ডই ঘরে তোলে।
একটা জিনিসকে ভাল অথবা খারাপ ভাবে ব্যবহার করা যেতে পারে।
যাতে মানুষ ভাল ভাবে ব্যবহার করে, এর উপকারিতা ভোগ করতে পারে, তার জন্য চেষ্টা করা উচিত।

৮| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: মূল্যবান কথা

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


মূল্যবান কথাগুলি যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তা হলে সবার উপকার হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.