নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৩য় পর্ব

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

উইল সংক্রান্ত ম্যারিল্যান্ডের আইন
উইল হচ্ছে একটা বৈধ দলিল, যাতে উইলকারী (টেস্টেটর) মৃত্যুর পরে তার সম্পত্তি কিভাবে বিলিবন্টন হবে তা বর্ণনা করেন। উইলকারী তার উইলে ইচ্ছা করলে একজন সম্পাদনকারী বা এক্সিকিউটরের নাম উল্লেখ্য করতে পারেন। যাকে ব্যক্তিগত প্রতিনিধিও বলা হয়। তার কাজ হবে উইলের বর্ণনা মত সম্পত্তি বিলিবন্টন করা।

একটা বৈধ উইলের নিম্নলিখিত উপাদানগুলি থাকতে হবে:
১. উইলে কি লেখা হচ্ছে তা বুঝার মতো মানসিক ক্ষমতা উইলকারীর (টেস্টেটর) থাকতে হবে। যাকে আইনের ভাষায় বলে আইনগত সক্ষমতা।
২. উইলকারীর (টেস্টেটর) নিজের নাম, ঠিকানা ও পরিচয় প্রকাশ করা।
৩. যারা উইলকারীর সম্পত্তির সুবিধাভোগী (বেনিফিশিয়ারি) হবে তাদের নাম উল্লেখ্য করতে হবে।
৪. উইলকারী (টেস্টেটর) সাক্ষীর সামনে তার নাম স্বাক্ষর করবেন।

উইল কোথায় সংরক্ষিত থাকে?
একজন ব্যক্তি মারা যাওয়ার পর, তার কোন উইল আছে কি না তা কোথায় খুঁজে পাবেন? মেরিল্যান্ডে কোন সরকারি অফিস নাই যেখানে আপনার উইল সংরক্ষণ করে রাখতে পারবেন। এমনকি এমন কোন সরকারি রেজিস্ট্রি অফিসও নাই যেখানে রেজিস্ট্রি ভুক্ত করে রাখবেন। অধিকাংশ মানুষই তাদের নিজ নিজ বাসায় অন্যান্য দরকারি দলিলপত্রের সাথেই আলমারিতে বা ড্রয়ারে সংরক্ষণ করে রাখে।

উইল কার্যকর করার জন্য সাধারণত মূল দলিলটার প্রয়োজন হবে, কপি হলে চলবে না। তবে কোথাও যদি মূল উইলটা খুঁজে না পাওয়া যায়, তা হলে প্রবেট কোর্টে উইলের কপিটা দাখিল করে কোর্টের কাছে ব্যাখ্যা করে বলতে হবে খুঁজাখুঁজি করেও কোথাও মূল উইলটা পাওয়া যায় নাই। আইনি প্রক্রিয়া চলার সময় কেউ যদি মূল উইলটা আদালতে দাখিল না করে এবং যদি এমন কোন প্রমাণ না পাওয়া যায় যে এই উইলের পরে আরেকটা উইল করা হয়েছিল, তা হলে আদালত উইলের কপিটা বৈধ উইল হিসাবে গ্রহণ করবেন।

যদি সম্ভাব্য সব ধরণের খুঁজাখুঁজির পরও কোন উইল না পাওয়া যায়, সেক্ষেত্রে ধরে নেয়া হবে, ওই মৃত ব্যক্তি কোন উইল সম্পাদন করে যান নাই। এই ক্ষেত্রে ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের বিধান (Maryland Code, Estates and Trusts, Title 3, Subtitle 3) অনুসারে মৃত ব্যক্তির সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হবে।

যখন একজন ব্যক্তি উইল করে মারা যাবেন, সেই উইলটা যার কাছেই থাকুক না কেন, তিনি উইলকারী যে এলাকায় মারা গেছেন সেই এলাকার প্রবেট কোর্টে দাখিল করবেন। আইনের ভাষায় এই দাখিল করাকে বলে "লজিং"। উইলটা প্রবেট কোর্টে লজিং করার সাথে সাথে এটা সরকারি রেকর্ড হিসাবে গণ্য হয়। তখন যে কোন আগ্রহী পক্ষ উইলটা পড়ে দেখতে পারবে এতে কি লেখা আছে।

যদিও আইনের বাধ্যবাধকতা হলো উইলটা প্রবেট কোর্টে দাখিল করা, কিন্তু কেউ যদি দাখিল না করে তাহলে এর জন্য আইনে কোন শাস্তির বিধান নাই, বিশেষ করে সম্পত্তির পরিমাণ যদি খুব কম হয়।
(Maryland Code, Estates and Trusts, Title 4, Subtitle 1-6)

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ১ম পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ২য় পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৪র্থ পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৫ম পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৬ষ্ঠ পর্ব

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনি দেশের কিছু নিয়ে লিখুন; বা বাংগালীদের ব্যাপারে লিখুন।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এই লেখাটা যদিও ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইন সংক্রান্ত, কিন্তু এর সাথে বাংলাদেশিদের সংশ্লিষ্টতা আছে।
মেরিল্যান্ড, ভার্জিনিয়া এবং নিউ ইয়র্কে অনেক বাংলাদেশী আছেন, যারা এই ব্যাপারে জানতে চান।
তা ছাড়া আপনারা মত সুযোগ্য লেখক থাকতে, দেশ এবং বাঙালি নিয়ে আমার বেশি ভাবার অবকাশ নাই।
আপনি খুবই ভাল লেখক। আপনার লেখা আমি পড়ি, যদিও সবসময় মন্তব্য করা হয় না।
এছাড়াও অনেকেই তো, বলতে গেলে প্রায় সবাই তো দেশ এবং বাঙালি নিয়ে লিখছে।
আমি না হয় অন্য দেশ নিয়ে লিখলাম।

২| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: ভয়ে ভয়ে থাকি, আমি যে ভীতু
এই বুঝি ধরা পড়ে যাই।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনার কিসের ভয় জানি না।
তবে মানুষের বিভিন্ন ধরণের ভয় থাকে।
কেউ তেলাপোকা দেখলে ভয় পায়।
কেউ অন্ধকার দেখলে ভয় পায়।
আবার কেউ কোন অজানা কারণে ভয় পায়।
তবে ভয়ের কারণ যাই হউক, ভয়কে জয় করে অকুতোভয় হওয়া সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.