নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

গুগলকে ৫.১ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

ছবি: ইন্টারনেট
এন্টিট্রাস্ট আইন ভঙ্গের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন গুগলকে ৫.১ বিলিয়ন ডলার জরিমানা করেছে। আরো নির্দেশ দিয়েছে যে গুগলকে তার ব্যবসার ধরণ ৯০ দিনের মধ্যে পরিবর্তন করতে হবে। গুগলের এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যার বিশ্বের শতকরা ৮০ ভাগ স্মার্টফোনে ব্যবহৃত হয়। শুধুমাত্র গত বছরই ১.২৫ বিলিয়ন এন্ড্রোইড মোবাইল সেট বিক্রি হয়েছে।

গুগল এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আপিল করার আগে জরিমানার পুরা ৫.১ বিলিয়ন ডলার একটা একাউন্টে জমা রাখতে হবে। আপিলে গুগল হেরে গেলে জরিমানার টাকাটা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলি ভাগ করে নিয়ে নিবে।

রায়ে আরো বলা হয়েছে, গুগল যদি তার ব্যবসার ধরণ ৯০ দিনের মধ্যে পরিবর্তন না করে তাহলে তার বিশ্বব্যাপী ব্যবসার প্রতিদিনের আয়ের শতকরা ৫ ভাগ করে জরিমানা দিয়ে যেতে হবে।

ছবি: ইন্টারনেট
গুগলের বিরুদ্ধে অভিযোগ:
১. এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যার ইন্সটল করার সময় স্যামস্যাং, হুয়াওয়েই এবং এইচ টি সি কে গুগল বাধ্য করে গুগল সার্চ এবং ক্রোম ব্রাউজার ইন্সটল করতে। যাতে গুগলের অন্যান্য এপ্স গুলিতে ক্রেতারা সহজেই প্রবেশ করতে পারে।

২. এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যারের মধ্যেই আরো ১১টা গুগল এপ্স আগে থেকেই দেয়া আছে, যেমন সার্চ, ম্যাপ, জিমেইল, ইউ টিউব, গুগল প্লে, মিডিয়া স্টোর ইত্যাদি।

৩. গুগল হ্যান্ড সেট প্রস্ততকারকদেরকে প্রণোদনা বা ভর্তুকি প্রদান করে।

ছবি: ইন্টারনেট
ইউরোপিয়ান ইউনিয়নের প্রস্তাব:
১. গুগল এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যারের মধ্যে অন্য কোন এপ্স ঢুকাতে পারবে না।

২.হ্যান্ড সেট প্রস্ততকারকদেরকে প্রণোদনা বা ভর্তুকি প্রদান করতে পারবে না।

৩. হ্যান্ড সেট প্রস্ততকারকদেরকে গুগলের কোন এপ্স ইন্সটল করতে বাধ্য করতে পারবে না।

৪. বিকল্প প্রস্তাব হিসাবে বলা হয়েছে, হ্যান্ড সেট প্রস্ততকারকদেরকে অনুমতি দিতে হবে যাতে তারা নিজেদের মত করে এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যার ডেভোলাপ করতে পারে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫

কাইকর বলেছেন: জানলাম

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এই যে আপনার জানার আগ্রহ, এর জন্য ধন্যবাদ।

২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৯

কাওসার চৌধুরী বলেছেন: ভাল সিদ্ধান্ত। গুগল তলে তলে মোবাইল ইউজারদের তাদের অপ্রয়োজনীয় এ্যাপসগুলো ডাউনলোড করতে বাধ্য করে। এটা আনইথিক্যাল। মোবাইল গ্রাহকরা গুগলের কাছে অসহায়। তবে গুগল অনেক সুবিধা দিয়েছে বলে মানুষ এ অত্যাচার সহ্য করে। ইউরোপীয় ইউনিয়নকে ৫.১ বিলিয়ন দিতেই হবে। আপিলে কাজ হবে না।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এই সিদ্ধান্তে মূলত লাভবান হবে অন্য প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা।
গুগলের শক্তিশালী অবস্থানের কারণে তারা ব্যবসা করতে পারে না।
একজন ক্রেতা যখন একটা এন্ড্রয়েড ফোন কিনে তখন সে ফোনের সাথেই পায় কতগুলি প্রয়োজনীয় এপ্স, যেমন, গুগল সার্চ, গুগল ম্যাপ, ইউ টিউব ইত্যাদি। ক্রেতাদের নতুন কোন এপ্স কিনতে বা ডাউন লোড করতে হয় না। ফলে অন্য ব্যবসায়ীরা যারা এই ধরণের এপ্স বানায় তারা ক্ষতিগ্রস্ত হয়।

এখন আসেন লাভ-ক্ষতির হিসাবে।
১. গুগলের লাভ হয় কি ভাবে? সে তো এপ্সটা আমাদেরকে ফ্রি দিলো। তার লাভ হল, যখন আমরা এপ্স চালাই তখন যে বিজ্ঞাপন আসে তা থেকে সে লাভ করে।
২. অন্যদের ক্ষতি কি ভাবে হয়? যেহেতু ক্রেতারা ফ্রি একটা এপ্স পেয়ে গেল তখন তার নতুন কোন এপ্স কিনার প্রয়োজন নাই। অন্যরা তো এপ্স বানিয়ে বসে আছে, কেউ তো সেটা কিনে না। এইটা একটা ক্ষতি। দ্বিতীয় ক্ষতি, তারা বিজ্ঞাপন আয় থেকে বঞ্চিত হচ্ছে।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৪

করুণাধারা বলেছেন: এতে করে আমরা কি কোন অসুবিধায় পড়বো? আমরা যারা android ফোন ইউজ করি ।

আপনার পোস্টটা ভালো লাগলো।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


পোস্ট ভাল লাগার জন্য ধন্যবাদ।

যারা ইতোমধ্যে এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাদের জন্য তাৎক্ষণিক কোন অসুবিধা নাই। কারণ ফ্রি এপ্সগুলি তো আপনার ফোনে আছেই। ক্রেতাদের জন্য ভবিষ্যতেও কোন অসুবিধা নাই। গুগল এই এপ্সগুলি তার স্টোরে ফ্রিই দিবে। এখন যেমন ফোন কেনার সময়ই এই এপ্সগুলি ইন্সটল করা পেয়ে যাচ্ছেন, তখন আপনারা ইচ্ছা--গুগলের এপ্স ডাউন লোড করবেন, না আপনার পছন্দ মত কোন এপ্স ডাউন লোড করবেন।

অন্য প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের অভিযোগ এটাই যে, যেহেতু অনেকগুলি প্রয়োজনীয় এপ্স গুগল তার এন্ড্রয়েড অপারেটিং সফটওয়ারের সাথেই দিয়ে দিচ্ছে, তাই ক্রেতারা তাদের বানানো সফটওয়্যার কিনছে না বা ব্যবহার করছে না।

এন্টি-ট্রাস্ট আইনের মূল কথাই হলো কোন ব্যবসাকে মনোপোলি বা একতরফা করা যাবে না। ক্রেতাদেরকে পছন্দ করার সুযোগ দিতে হবে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদেরকেও ব্যবসা করার সুযোগ দিতে হবে। শক্তির জোড়ে বাজার দখল করা যাবে না।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০১

আবদুল মমিন বলেছেন: কিন্তু এতে ইউরোপীয় ইউনিয়ন এর ক্ষতি কোথায় হয় যে তাকে আই ডলার দিতে হবে ?

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য হল গুগলের এই ধরণের ব্যবসার ফলে এন্টি-ট্রাস্ট আইনের বিধান লঙ্ঘিত হয়েছে। আর এই আইন ভঙ্গের জরিমানা হিসাবে এই দণ্ড।

এন্টি-ট্রাস্ট আইন কি?

ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং অন্য প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের শক্তিশালী ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা জন্য এই আইন।

কোন ব্যবসা যদি কোন কোম্পানির মনোপোলি হয়ে যায়, তখন সে ইচ্ছা মত পণ্যের দাম নির্ধারণ করতে পারে। এতে ক্রেতার স্বার্থ নষ্ট হয়। অর্থাৎ ক্রেতার কাছে কোন বিকল্প না থাকায় বেশি দামেই পণ্যটা কিনতে হয়।

আবার শক্তিশালী কোম্পানি বাজার দখল করে রাখার কারণে ছোট বা নতুন কোম্পানি বাজারে তার পণ্য নিয়ে প্রবেশ করতে পারে না।

৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

আবদুল মমিন বলেছেন: ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য হল গুগলের এই ধরণের ব্যবসার ফলে এন্টি-ট্রাস্ট আইনের বিধান লঙ্ঘিত হয়েছে। আর এই আইন ভঙ্গের জরিমানা হিসাবে এই দণ্ড।

এন্টি-ট্রাস্ট আইন কি?

ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং অন্য প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের শক্তিশালী ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা জন্য এই আইন।

কোন ব্যবসা যদি কোন কোম্পানির মনোপোলি হয়ে যায়, তখন সে ইচ্ছা মত পণ্যের দাম নির্ধারণ করতে পারে। এতে ক্রেতার স্বার্থ নষ্ট হয়। অর্থাৎ ক্রেতার কাছে কোন বিকল্প না থাকায় বেশি দামেই পণ্যটা কিনতে হয়।

আবার শক্তিশালী কোম্পানি বাজার দখল করে রাখার কারণে ছোট বা নতুন কোম্পানি বাজারে তার পণ্য নিয়ে প্রবেশ করতে পারে না।[/sb
এমন হলে তো সারা পৃথিবীতে যত কোম্পানি মোবাইল সিস্টেম ও এপ্স ডেব্লপ করে থাকে তাদের সকল কেই আই টাকা ভাগ করে দেয়ার দরকার এখানে সুধু ইউরোপীয় ইয়উনিউন কে কেন দিতে হবে ?

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


১. আইন থাকলে আইন ভঙ্গের প্রশ্ন আসে। ইউরোপীয় ইউনিয়নে এই আইনটা আছে এবং তাদের বিচারে আইনটা ভঙ্গ হয়েছে।
২. ইউরোপীয় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পক্ষগুলি অভিযোগ করেছে।
৩. ইউরোপীয় ইউনিয়নে গুগলের ব্যবসাকে কেন্দ্র করে এই অভিযোগ।
৪. জরিমানার পরিমাণটা নির্ধারণ করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে ব্যবসার পরিমাণের উপর।

এই সব কারণে জরিমানার টাকাটা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলি পাবে।

অন্য দেশও গুগলের কাছ থেকে জরিমানা আদায় করতে পারে।
যদি তারা দেখতে পারে --
১. গুগল তাদের দেশে প্রচলিত এন্টি-ট্রাস্ট আইন ভঙ্গ করেছে।
২. এই আইন ভঙ্গের ফলে তাদের ক্ষতি হয়েছে।

৬| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: ভাল হয়েছে।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


কি ভাল হয়েছে?
কেন ভাল হয়েছে? বলবেন কি?
না কি শুধুই মন্তব্য করার জন্য মন্তব্য করলেন?
না কি শুধু মাত্র কথার কথা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.