নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২


লেখার শিরোনামটা নিয়ে আমি দ্বিধা-দ্বন্দ্বে আছি। কোনটা ঠিক হবে? "ব্লগে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে" না, "ব্লগে পাঠকের সংখ্যা কমে গেছে" না কি এর কোনটাই না। যদি শুরু থেকেই এর কোন পাঠক না থাকে তা হলে "কমে যাচ্ছে" বা "কমে গেছে" এই ধরণের কথার কোন মানে হয় না। যেখানে পাঠকেই নাই সেখানে কমে যাওয়ার কথাই অবান্তর।

তবে পাঠক থাকুন আর না থাকুক মন্তব্যকারীর সংখ্যা বাড়ছে। অধিকাংশ মন্তব্যকারী শুধু মাত্র শিরোনাম পরে বা শিরোনামের একটা কি দুইটা শব্দ পড়েই মন্তব্য করেন।

অধিকাংশ মন্তব্যই "হুম", "ভাল", "সহমত", "একমত", "ভাল লাগেনি", "জানতে পারলাম", অথবা কিছু স্ল্যাং ওয়ার্ড যেমন, "ম্যেওপেও", "ডুডু পাখি", "ছাগু" ইত্যাদি। আবার কোন কোন মন্তব্যে লেখারও কোন বালাই নেই, শুধু মাত্র একটা ইমোজি (ছোট ডিজিটাল ইমেজ).

আবার কেউ কেউ যে একেবারে পড়েন না, তা না। ভাস ভাসা ভাবে পড়েন।

ব্লগের মান উন্নয়নের জন্য ভাল এবং সিরিয়াস পাঠক দরকার।

মন্তব্য ৭৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে সিরিয়াস পাঠক আছেন।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


"ব্লগে সিরিয়াস পাঠক আছেন" জানতে পেরে খুব ভাল লাগছে। আমরা তো চাই সিরিয়াস পাঠক। সিরিয়াস পাঠকরা যখন কোন লেখা পড়ে মন্তব্য করবেন, তখন লেখকদের লেখার মান ক্রমাগত বাড়তে থাকবে।

সিরিয়াস পাঠকরাই সিরিয়াস লেখক তৈরি করবে।

২| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: আমি একজন সিরিয়াস পাঠক । :) তবে , আমি "সিরিয়াস পাঠক" এর সংঞ্জা জানি না !

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি যেহেতু একজন সিরিয়াস পাঠক, এর সংজ্ঞাও আপনি জানেন।
সিরিয়াস পাঠকরা একটা লেখা পড়ার পর শুধু মাত্র একমত বা ভিন্ন মত হবেন না। এতে তার ভাবনাও যুক্ত হবে।

৩| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রিফাত হোসেন বলেছেন: একমত হতে পারলাম না। আমি তো অনেক পড়ি। মন্তব্য করা হয় না। আমি আশা করি আমার মতনই আরও অনেকে পড়েন তবে মন্তব্য করেন না।
আমি সহজে পোস্ট বা মন্তব্য করতে চাই না কিছু কারনে। অনেকে পোস্টের সাথে বা মন্তব্যের সাথে একমত না হলেই ব্যক্তিগত আক্রমণ করে থাকেন। এটা ভাল বা খারাপ মানের লেখক বা পাঠক সবার জন্যই প্রযোজ্য। এটা আমার নিজস্ব বিশ্লেষণ। আর সময়ের স্বল্পতা ব্যাপারটা সবার জন্যই সমান।

তবে আমি আপনার লেখা পড়ি আর কেউ না পড়ুক। আশা রাখি, এমন অনেক পাঠক রয়েছে যারা প্রতিনিয়ত পড়ে যায় হয়ত জানান দেয় না।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


নিঃসন্দেহে আপনি একজন সিরিয়াস পাঠক।
আপনি শুধুমাত্র আমরা সাথে ভিন্নমত পোষণ করেছেন তা না। আপনি যুক্তি দিয়ে আপনার বক্তব্যকে সমর্থন করার চেষ্টা করেছেন।

আমি কিন্তু আপনাকে বা আপনার মত সিরিয়াস পাঠকদেরকে বিবেচনায় নেই নাই, তা না। আমি বলেছি, "কমে গেছে" বা "কমে যাচ্ছে". তার অর্থ সিরিয়াস পাঠক আছে। এদের সংখ্যা কমে গেছে বা যাচ্ছে।

আপনি নিয়মিত আমার লেখা বা অন্যদের লেখা পড়েন জেনে অবশ্যই ভাল লাগছে। তবে যে কারণে আপনি মন্তব্য করা থেকে বিরত থাকেন সেটা জেনে আবার খারাপ লাগছে। ব্লগে থেকেই এর পরিবেশ ঠিক রাখার চেষ্টা করতে হবে।

আর অন্য মাধ্যম থেকে ব্লগের মৌলিক পার্থক্যই হল, লেখকের সাথে পাঠকের অংশ গ্রহণ। আপনি অন্য কোন মাধ্যমে তাৎক্ষণিক ভাবে লেখকের সাথে মত বিনিময় করতে পারবেন না।

৪| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


ভালো লেখকেরা ভালো পাঠক হওয়ার কথা

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।
একজন ভাল লেখককে প্রথমেই একজন ভাল পাঠক হতে হয়।

একজন ভাল লেখক আমাকে একটা সহজ ফর্মুলা দিয়েছিলেন।

তিনি বলে ছিলেন, আপনি যদি এক লাইন লেখেন, তার আগে কম পক্ষে এক শ' লাইন পড়ে নিবেন। আর যদি একটা বই লেখার ইচ্ছা করেন, তা হলে কম পক্ষে এক শ' টা বই পড়ে নিবেন।

এর থেকেই বুঝা যায় একজন ভাল লেখকে প্রথমেই কত ভাল পাঠক হতে হবে।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কি সেসব কমেন্ট পছন্দ করেন, যেগুলোর লাইনের সংখ্যা স্বয়ং পোষ্ট থেকেও বেশী?

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এটা নির্ভর করবে লেখার বিষয় বস্তুর উপর।

কোন লেখার সাথে একমত হলে, খুব বেশি লেখার প্রয়োজন হয় না। তবে দুই একটা পয়েন্ট যোগ করলে যদি মূল বক্তব্য আরো জোড়াল হয়, তা যোগ করা যেতে পারে। অথবা আংশিক একমত, আংশিক ভিন্ন মত থাকলে, যুক্তি এবং তথ্য দিয়ে ভিন্ন মতকে খণ্ডন করার চেষ্টা করতে হবে।

কোন কোন সময় ভিন্ন মতকে খণ্ডন করতে যেয়ে এমন সব যুক্তি-তর্ক বা তথ্য উপস্থাপন করার প্রয়োজন হতে পারে যা মূল লেখার চাইতেও বড় হতে পারে। অনেক সময় সংক্ষিপ্ত মন্তব্য দ্বারা ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে লেখা যত বড় বা ছোট হউক, যুক্তি এবং তথ্য সঠিক ভাবে উপস্থাপন করতে হবে।

৬| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এটা সামুর লেখক ও মডারেটর দের ও দেখা উচিত।
পাঠিক ব্লগে ভালো কিছু ক্রিয়েটিভ জিনিস চায়।আর ইদানীং দেখতাছি কি সব
ছবি, কপি করা সংবাদ, চুরি করা জোকস, আর চুরি করা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে কেউ কেউ। মডারেটর ভাইরাও তো
ঘুমন্ত মনে হয়।।। এতো কপি। এতো কপি । পাঠক তার ছেড়া সংবাদ তো অন্য খানেও পড়তে পারে।

এই খানে কেনো??

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলেছেন। কিন্তু বর্তমান পোস্টার সাথে এটা প্রাসঙ্গিক না।

বর্তমান পোষ্টের বিষয়বস্তু পাঠক, লেখক না। এমনকি লেখার বিষয়বস্তু নিয়েও না।

লেখক এবং লেখার বিষয়বস্তু নিয়ে আরেক দিন লেখব।

৭| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অপেরা মিনি চালালে যে সংবাদ সারাদিন ফ্রি দেখানো হয়।তার জালাতন ঈ ভালো লাগে না। আর ব্লগেও কিছু লোক
এই কাজ করে।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


ব্লগ একটা মুক্ত জায়গা। যে যে বিষয় জানে, বা যে বিষয়ে লেখতে ভাল লাগে তাকে তা লেখতে দিন। এটা লেখকের পছন্দ।

আবার পাঠক হিসাবে আপনারও পছন্দ আছে। যে বিষয় আপনার ভাল লাগছে না, তা আপনার না পড়লেই হল। আপনি স্ক্রল করে চলে যান আপনার পছন্দের লেখায়।

সবার সব কিছু ভাল লাগবে, তা তো ঠিক না।

আমি একবার ধারাবাহিক ভাবে আমেরিকার বিচার ব্যবস্থার উপর কিছু লেখা দিলাম। একজন পাঠক খুব বিরক্ত হয়ে মন্তব্য করলেন, এই লেখা দিয়ে কি হবে? আমি কেন এইগুলি লিখি? এতে বাংলাদেশের কি উপকার হবে? ইত্যাদি। আমার যদিও এই বিষয়ের উপর আগ্রহ আছে এবং আগ্রহের কারণেই লেখেছি, অনুরূপ ভাবেই ওই পাঠকের এই বিষয়ের উপর কোন আগ্রহ নাই। এখন কেউ যদি মনে করে আমার আগ্রহ নাই তো কারো আগ্রহ নাই -- তা হলে তা সঠিক বিবেচনা হবে না।

৮| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

কাইকর বলেছেন: মামুন ভাই বলেছেন একটা সুন্দর কথা। কিন্তু কপি যে আপনি দেখতে পান তা প্রমাণ করতে সমস্যা কোথায় ভাই?? তাহলে আমরা প্রকৃত চোরকে দেখতে পারবো।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনার সাথে আমি একমত। কোথাও কোন অসঙ্গতি দেখলে, আমরা লেখককে ব্যক্তিগত ভাবে আক্রমণ না করে যুক্তি দিয়ে যদি তার অসঙ্গত বা ভুল দেখিয়ে দিতে পারি, তাহলে একদিকে লেখক যেমন সতর্ক হবেন এবং ক্রমাগত ভাবে লেখার মান বাড়তে থাকবে। আবার একই সাথে পাঠকরাও সঠিক তথ্য জানতে পেরে উপকৃত হবে।

কেউ যদি কোন লেখা কপি পেস্ট করে বা নকল করে, আপনি সেটা সুন্দর ভাবে সূত্র উল্লেখ করে দেখিয়ে দেন। এতে যে সব লেখক এই ধরণের কাজ করে তাদের প্রবণতা কমে আসবে।

৯| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক সময় শুধু পড়ার মুড থাকে , সে সময় পড়া পোস্ট গুলিতে বিশদ মন্তব্য করতে ইচ্ছা করেনা। এ ক্ষেত্রে এক দুই শব্দের মন্তব্য করা হয়।
পোস্টে মন্তব্য একটা গুরুত্বপুর্ন বিষয় । সেটা একটা ইমো হলেও---

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এটাও নির্ভর করবে লেখার বিষয়বস্তুর এবং মন্তব্যের ধরণের উপর।

যদি এক কথায় একটা বিরূপ মন্তব্য করা হয়, সেই ক্ষেত্রে লেখক জানতে পারলো না, পাঠক কেন বিরূপ মনোভাব প্রকাশ করছে। তার লেখার ভুলটা কোথায়।

১০| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ আলী আকন্দ ,



ব্লগে যেমন ভালো পাঠক আছেন তেমনি ভালো লেখক ও আছেন যদিও এ পোস্টে লেখকের কথা বলা হয়নি । তবে আপনি যাদের কথা বলেছেন তাদের ভীড়ে এরা চোখে পড়ার মতো নয় । একটা পেজ এ ১০টা যেনতেন লেখার ফাঁক-ফোঁকড় থেকে ১ টা ভালো লেখার মুখ অনেক সময় দেখা হয়ে ওঠেনা , এই যা ! তাই সে সব লেখায় পাঠকের সংখ্যা কম ।

৫নং প্রতিমন্তব্যটি ভালো লেগেছে ।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি ঠিকই বলেছেন, এই পোস্টটা মূলত পাঠক সংক্রান্ত।
পাঠকের সংখ্যা ঠিক থাকে, এটা খুবই খুশির কথা।
আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ যেটা মনে হয়েছে, সেটা আমি বলেছি।
আমার পর্যবেক্ষণ ভুল হতে পারে।
আমি আমার লেখা এবং আরো কিছু লেখাকে পর্যবেক্ষণ করে এই মন্তব্য করেছি।
আমি কোন কিছু দাবি করছি না, আমার লেখা সম্পর্কে।
তবে যে সব মন্তব্য দেখতে পাই তার ভিত্তিতেই এই রকম আমার মনে হয়েছে।

১১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: স্কুল থেকে কলেজে গেলে স্কুলের দুষ্টুমী ছাড়তে সময় লাগে। ফেসবুক থেকে ব্লগে এলে ইমোজি ছাড়তে সময় লাগে।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


খুব সুন্দর বুদ্ধিদীপ্ত উত্তর।

১২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি হলুম অরিজিনাল পাঠক।

আপনার যেই পোস্ট, "হুম", "ভাল", "সহমত", "একমত" ছাড়া বলার কিছু নেই।

পুনশ্চঃ
ডুডু পাখি নয়, হবে ডোডো পাখি।
ম্যেওপ্যেও কী? ওটা হবে ম্যাওপ্যাও/ম্যাঁওপ্যাঁও।।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি ঠিকই ধরেছেন।
আমি এদের কথাই বলতে চেয়েছি।

স্ল্যাং শব্দগুলির সঠিক বানান বলে দেয়ার জন্য ধন্যবাদ।

আমি যেহেতু এই শব্দগুলি ব্যবহার করি না, তাই এগুলির সঠিক বানানও জানিনা।
আর ভবিষ্যতেও যেহেতু এগুলি ব্যবহার করার সম্ভাবনা নেই, তাই হয়তো সঠিক বানানটাও মনে থাকবে না।

১৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সিরিয়াস পাঠক আছে। তবে ভালো লেখারও দরকার। আমি নিজেও সিরিয়াস পাঠক।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


খুবই খুশির কথা। সিরিয়াস পাঠক আছে।
আমি অবশ্য কখনই বলি নাই, সিরিয়াস পাঠক নাই।
একজন হলেও তো আছে, যেমন আপনি নিজেই একজন সিরিয়াস পাঠক।
আমি আমার পর্যবেক্ষণ থেকে লক্ষ্য করেছি, সিরিয়াস পাঠকের সংখ্যা কমে যাচ্ছে বা কমে গেছে।

এখানে দুই একটা কথা যোগ করতে চাই। ব্লগ, অন্য মাধ্যম থেকে ভিন্ন। যেমন আপনি একটা বই পড়লে তাৎক্ষনিক ভাবে লেখকের কাছে আপনারা ভাল-মন্দ প্রতিক্রিয়া প্রকাশ করতে পারছেন না। এমন কি দৈনিক সংবাদ পত্রেও। কিন্তু ব্লগের বৈশিষ্ট্যই হল লেখক পাঠকের তাৎক্ষণিক সংযোগ। আমি গত ১১ বছর যাবত পাঠকদের মন্তব্যগুলিকে পর্যবেক্ষণ করে এই মন্তব্য করেছি। ব্লগের পাঠকরা কিন্তু আবার লেখক। তারা মন্তব্য করার মাধ্যমে লেখায় অংশ নিচ্ছে। মন্তব্যের ধরণ, মান, যুক্তি প্রয়াগ, যুক্তি খণ্ডন, তথ্য উপস্থাপন, তথ্য বিশ্লেষণ ইত্যাদিকে বিবেচনায় নিয়ে আমি আমার মত প্রকাশ করেছি।

আমার বিশ্লেষণ সঠিক না হলে বরং আমি খুশিই হব। কারণ আমি চাই সিরিয়াস পাঠক।

১৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৯

এস.এম এরফান বলেছেন: লেখার মান ভাল হলে পাঠকের অভাব হবে না

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এটা ভবিষ্যতের জন্য একটা ভাল প্রস্তাব। লেখকরা বিবেচনা করে দেখতে পারেন, তারা ভাল মানের লেখা লিখবেন কি না।

কিন্তু বর্তমানে প্রশ্ন হচ্ছে, পাঠকের সংখ্যা কমে যাচ্ছে অথবা কমে গেছে কি না?

আপনি সরাসরি ভাবে পাঠকের সংখ্যা সম্পর্কে কিছু না বললেও, আপনার মন্তব্য থেকে পরোক্ষ ভাবে জানতে পারছি, পাঠকের সংখ্যা কমে যাচ্ছে বা কমে গেছে।

তবে আপনি কারণ হিসাবে বলতে চেয়েছেন, যেহেতু ভাল মানের লেখা নাই তাই পাঠকের অভাব। ভাল মানের লেখা আসলেই পাঠকের অভাব হবে না।

১৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: "স্যার একটা ফুল নেন, একটা ফুল নেন স্যার"
গাড়ির ভিতর থেকে কোনও সাড়াশব্দ নেই।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:০০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


সুন্দর একটা গল্প। কিন্তু এই পোস্টার সাথে এর প্রাসঙ্গিকতা বুঝতে পারলাম না।
তারপরও বিচরণ করার জন্য ধন্যবাদ।

১৬| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

নতুন বলেছেন: দেশে মানুষের মাঝে ব্লগ নিয়ে ভুল ধারনার কারনে ব্লগারের সংখা বাড়ছে কম....

ব্লগার না নাস্তিক, ব্লগারদের হত্যা করা হচ্ছে... এই কারনে অনেকেই ব্লগ লেখাকে ভালো চোখে দেখা না।

আর লেখাতে যদি আলোচনার বিষয় না থাকে তবে তাতে মন্তব্য জমে না।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:২২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


একশ্রেণী ব্লগারের কারণে মানুষের মধ্যে এই ধারণা জন্মেছিল যে, ব্লগার মানেই নাস্তিক, ব্লগার মানে বামপন্থী। ঐসব ব্লগাররা ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম এবং নবী-রসূলদের সম্পর্কে অশ্লীল-অশালীন ভাষা ব্যবহার করতো।

এরা ব্লগিংকে এমন পর্যায়ে নিয়ে গিয়ে ছিল যে, ব্লগার শব্দটা গালি হিসাবে ব্যবহৃত হত। অনেক অনভিপ্রেত ঘটনার মধ্যে দিয়ে এই প্রবণতা কিছুটা কমে আসে। তবে এখনও মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠতে চায়। কর্তৃপক্ষ কিছুটা লাগাম ধরাতে এবং সচেতন হওয়াতে সীমিত পর্যায়ে রাখা যাচ্ছে।

বাঙালির আলোচিত বিষয় রাজনীতি। মামলা, হামলা সহ নানান ভয় ভীতির কারণে অধিকাংশ ব্লগারই এই বিষয়ে আলোচনা করতে চায় না। যাদের এখন মামলা হামলা করার ক্ষমতা নেই, কোন কোন ব্লগার, একতরফা ভাবে তাদের বিপক্ষে লেখে যাচ্ছে। ফলে জমছে না।

গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অনেক ভাল ভাল লেখা আছে, যেহেতু পাঠকরা এই বিষয়গুলির ব্যাপারে ইন্টারেস্টেড না, তাই আলোচনায় অংশ নেয় না।

আমার এই পোস্টার মূল কথাটা ছিল এটাই।

১৭| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৬

ভ্রমরের ডানা বলেছেন: সহমত!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


সহমতের সাথে সহমত!

১৮| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

জনাব, মন্তব্যের মান অনেক দূরের বিষয়। অনেক ভাল লেখায় একটা 'হুম' মার্কা কমেন্ট করলেও অনেকে খুশি হয়! কিন্তু কমেন্টেই করে না, তার আবার মান!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমি আসলে কাউকে খুশি করার জন্য বলছি না।
যেহেতু আমরা এখানে আমাদের মতামত প্রকাশ করি এবং অন্যের লেখা পড়ি, তাই আমরা চাচ্ছি কি ভাবে এর মান বাড়ানো যায়।
এখানে মন্তব্য করে কাউকে খুশি করা আমাদের লক্ষ্য না।

আরেকটা লক্ষ্য কি ভাবে লেখার মান বাড়ানো যায়। এবং সিরিয়াস পাঠক বাড়ানো যায়।

১৯| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:


আগের কমেন্ট গুলো ডিলিট দিয়েন! আশাকরি বিষয়টা বোঝাতে পেরেছি!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আগের ৫টা মন্তব্য মুছে দিলাম। আসল মন্তব্যগুলি রেখে দিলাম।

২০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০১

ভ্রমরের ডানা বলেছেন:



আমার সব কমেন্ট ডিলিট দেন। প্লিজ! আমি ফ্লাডিং জীবনেও করি নাই। শুধু এটাই বলতে চাই যে ব্লগে আমরা কেউই একটিভ নই। তাই মান অনেক দূরের ব্যাপার কমেন্ট করা থেকেও দূরে থাকি। এমনকি হুম, সহমত একমত, ভাল, তাই ও, আচ্ছা, ঠিক আছে এগুলাও লেখি না। বুঝুন এবার। আপনার এগার বছর। আমার তিন। অথচ এই পোষ্টেই আমাদের ফাস্ট কথা হল। বুঝুন এবার! আমরা কি করছি!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:২৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আসলে কমেন্টও এই পোষ্টের মুখ্য আলোচ্য বিষয় না। আমি কমেন্টটাকে এনেছি উদাহরণ হিসাবে।
লেখকের সার্থকতা তখনই যখন পাঠক সেটা পড়ে।
ব্লগের সুবিধা হল লেখক পাঠকের প্রতিক্রিয়াটা তাৎক্ষণিক ভাবে বুঝতে পারছে। আবার কোন বিষয় পাঠকের কাছে পরিষ্কার না হলে, লেখক ব্যাখ্যা করতে পারছেন। অন্য কোন মাধ্যমে সেটা সম্ভব না।
আবার লেখায় কোন তথ্যগত ভুল থাকলে জানতে পারছে। এবং সংশোধন করতে পারছে।
একবার আমার এক পোষ্টে তথ্যগত ভুল ছিল। একজন একটু রূঢ় ভাবেই ভুলটা ধরিয়ে দিলেন। আমি সঙ্গে সঙ্গে আমার পোষ্ট এডিট করে সংশোধন করেছিলাম এবং ওই পোষ্টেই মন্তব্যে করে তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে ছিলাম।

এই কারণেই আমি এটা বলতে চেয়েছি, ভাল সিরিয়াস পাঠক থাকলে লেখকেরই উপকার এবং সঠিক তথ্য জানতে পারলে সবারই উপকার।

২১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী, ধন্যবাদ!

২২| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১৯

রাকু হাসান বলেছেন: ভাল একটি টপিক নিয়ে পোস্ট দিয়েছেন । অনেকে এভাবে করে বলে আমার ও মনে হয় । তবে তাদের মাঝে কিছু মন্তব্যকারী অাছে যারা মার্ক করা বলতে গেলে । গঠনমূলক মন্তব্য হোক ,সে প্রত্যাশা করছি ।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আসলে মন্তব্যের বিষয়টা এই পোষ্টের মূল বিষয় না।

মন্তব্যের কথাটা এসেছে উদাহরণ হিসাবে এবং অনেকটা কৌতূহলের কারণে।

আমার অনেক সময় জানতে ইচ্ছা করে, কেন একজন ব্লগার এই ধরেন মন্তব্য করেন? মন্তব্যের সংখ্যা বাড়ানোর জন্য? কারো দৃষ্টি আকর্ষণের জন্য? না এমনি এমনি? এবং এতে কি লাভ?

তবে যে যেরকম মন্তব্য করুক তাতে আমার বলার কিছু নাই, এটা ব্লগারের স্বাধীনতা।

একজন ব্লগার ভাল পাঠক কিনা, সেটা কিছুটা অনুমান করা যায় তার মন্তব্যের ধরণ দেখে।

২৩| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২১

রাকু হাসান বলেছেন: যদি সিরিয়াস পাঠক হতে পারতাম ! ভাল পাঠক হতে চায় ,অামার জন্য দোয়া করবেন শ্রদ্ধেয় মোহাম্মদ আলী আকন্দ ভাই

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


সিরিয়াস পাঠক হওয়ার জন্য শুধু দরকার ইচ্ছা।

ইচ্ছা থাকলেই সিরিয়াস পাঠক হওয়া যায়।

আমাদের শুভকামনা সবসময় থাকবে।

২৪| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১০

স্রাঞ্জি সে বলেছেন:

নিজেকে একজন খাঁটি পাঠক হিসেবে গড়ে তুলুন। যাদের লেখা এলেবেলে টাইপের সেই লেখাগুলোর সমালোচনা করুন। দেখবেন এমনিই অযথা লেখাগুলো কমে যাচ্ছে। যার ফলে কমেন্ট ও এলোমেলো আসবেনা।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


ভাল উপদেশ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেকের মন্তব্য পড়ার পর, আমি আমার পোষ্ট আবার এবং বার বার পড়লাম।

আমার লেখাটার মধ্যে একটা সংশয় বা আশঙ্কা ছিল যে, পাঠকের সংখ্যা কমে যাচ্ছে না ইতোমধ্যে কমে গেছে। উপসংহারে ভাল এবং সিরিয়াস পাঠকের সংখ্যা বৃদ্ধির আশাবাদ প্রকাশ করেছি।এটাই এই লেখার মূল কথা।

মন্তব্যের বিষয়টা এই লেখায় এসেছে উদাহরণ হিসাবে। কে কি মন্তব্য করলো বা কি মন্তব্য করা উচিত -- এটা এখানে আলোচ্য বিষয় না। কমেন্ট এলোমেলো আসুক, এটাও নিয়ন্ত্রণ করার কোন ইচ্ছা আমার নাই।

মন্তব্যের উদাহরণটা এই কারণে দিয়েছি যে এই ধরণের মন্তব্যগুলি থেকে বুঝা যায়, যারা এই ধরণের মন্তব্য করেন তারা কতটুকু মনযোগী বা সিরিয়াস পাঠক।

২৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৮

নীলপরি বলেছেন: সিরিয়াস পাঠক আছেন ।তাঁদের উৎসাহেই লেখা । তবে ,হয়তো সংখ্যায় কম ।
ঠিকই । পাঠকেরও দায়িত্ব থাকে ।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


সিরিয়াস পাঠক আছেন -- এটা আপনার কাছ থেকে জানতে পেরে খুবই আশ্বস্ত হলাম।

তবে আমি আমার লেখায় কখনই বলি নাই সিরিয়াস পাঠক নাই।

আমি লেখার শুরুতে দুইটা আশঙ্কার কথা বলেছি -- পাঠকের সংখ্যা কমে যাচ্ছে না ইতোমধ্যে কমে গেছে।

লেখার মাঝখানে কয়েক ধরণের মন্তব্যের উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করেছি, ভাল এবং সিরিয়াস পাঠকরা এই ধরণের মন্তব্যে করবেন কি না?

উপসংহারে আমি আশাবাদ ব্যক্ত করেছি যে ভাল এবং সিরিয়াস পাঠকের সংখ্যায় বাড়া উচিত।

আমি অবশ্য পাঠকের দায়িত্ব নিয়ে এখানে আলোচনা করি নাই। এই বিষয়টা আরো চিন্তা করে দেখতে হবে।

২৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সুন্দর একটা গল্প। কিন্তু এই পোস্টার সাথে এর প্রাসঙ্গিকতা বুঝতে পারলাম না।
তারপরও বিচরণ করার জন্য ধন্যবাদ।

প্রাসঙ্গিকতা আছে, সামঞ্জস্যও আছে।
যাই হোক, ভালো পোষ্ট হলে সবাই পরে। মন্তব্যও করে। মন্তব্য না করলেও পড়ে।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি ১৫ নং মন্তব্যে লিখেছেন, ""স্যার একটা ফুল নেন, একটা ফুল নেন স্যার"
গাড়ির ভিতর থেকে কোনও সাড়াশব্দ নেই।"

আমি উত্তরে বলে ছিলাম, "সুন্দর একটা গল্প। কিন্তু এই পোস্টার সাথে এর প্রাসঙ্গিকতা বুঝতে পারলাম না।"

এখন যখন আপনি বলছেন, "প্রাসঙ্গিকতা আছে, সামঞ্জস্যও আছে।" তখন বুঝতে পারলাম আপনি কত প্রতিভাবান, এবং মেধাবী একজন লেখক। আপনার আরো মেধাদৃপ্ত লেখার আশায় রইলাম।

আমার এই লেখার সবচেয়ে ভুল বোঝার জায়গাটা হচ্ছে, মন্তব্যের বিষয়টা। অধিকাংশ ব্লগারই এই মন্তব্য বিষয়টার উপর জোর দিয়েছেন। আমি এই মন্তব্যের বিষয়টা এনেছি উদাহরণ হিসাবে। আমি এটা বুঝতে চেয়েছি যে, একজন ভাল বা সিরিয়াস পাঠক এই ধরণের মন্তব্য করবেন কি না। অন্যভাবে বললে, এই ধরণের মন্তব্য পড়ে কোন পাঠককে ভাল বা সিরিয়াস পাঠক বলা যাবে কি না?

আবার ভাল বা সিরিয়াস পাঠক নাই, এই কথাও বলি নাই। শুধুমাত্র আশঙ্কা প্রকাশ করেছি যে, কমে যাচ্ছে বা কমে গেছে। শেষে আশা প্রকাশ করেছি যে এর সংখ্যা বাড়া উচিত।





২৭| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে না পড়ে কেউ কেউ হয়তো মন্তব্য করে তারা হয়তো ফেসবুকের পাবলিক।
একটা লেখা পড়ে মনের ভাব পুরোটা প্রকাশ করতে গেলে সময় অনেক লাগে তাই শুধু ভাললাগা টুকু জানিয়ে যেতে হয়।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি আপনার সাথে একমত যে, ফেসবুক আর ব্লগ সম্পূর্ণ ভিন্ন জিনিস।

আবার কেউ কেউ হয়তো না পড়েই মন্তব্য করেন, এটাও ঠিক।

আমি আপনার সাথে আরো একমত যে, সময়ের অভাবে কেউ কেউ হয়তো শুধু ভালোলাগা টুকুই জানিয়ে যান।

এক্ষেত্রে শুধু "লেখাটি ভাল লাগল" (বেগুনি রঙের আঙ্গুল চিহ্নিত বাটন) তে ক্লিক করলেই হল। মন্তব্য করার তো কোন প্রয়োজন নাই।

২৮| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২২

কথার ফুলঝুরি! বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া, হুম,সহমত, ভালো লাগলো, এইরকম দু এক লাইন এর মন্তব্য ভালো লাগেনা। মাঝে মাঝে সমালোচনাও ভালো লাগে । তবে অনেক সময় লেখা ভালো লাগে কিন্তু ওইরকম ভাবে বলার মত হয়তো কিছু থাকেনা তাই হয়তো ভালো লেগেছে কিংবা লেখা ভালো হয়েছে এসব বলা যায়। আর শুধুমাত্র মন্তব্য পাওয়ার জন্য মন্তব্য করলে হবেনা। লেখা পড়ে তারপর মন্তব্য করতে হবে। তবে যখন দেখি, লেখার সাথে একদমই রিলেটেড না এমন মন্তব্য তখন একটু বিরক্ত লাগে।
একজন ভালো লেখক যেমন ব্লগের সম্পদ ঠিক তেমনই একজন ভালো ও সিরিয়াস পাঠকও ব্লগের সম্পদ।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি আগেও বলেছি, মন্তব্যটা এই পোষ্টের মূল বিষয় না -- এটা মূল বিষয়ের উদাহরণ।

মূল বিষয় ভাল বা সিরিয়াস পাঠকের সংখ্যা।

আপনি বলেছেন, "মাঝে মাঝে সমালোচনাও ভালো লাগে।"

আমি বলব, মাঝে মাঝে না সবসময় সমালোচনাকে ভালো ভাবে নেন।

এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের বলেছে --

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।
সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে;
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।

২৯| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

টারজান০০০০৭ বলেছেন: ফিল্ড মার্শাল হইতে সেফ হইছি মেলাদিন ! কালকে একখানা পোস্ট কইরা দেখলাম প্রথম পাতায় যায় না ! অভিযোগ পাঠাইতে গিয়া দেখলাম ক্যাপচা মেলে না ! পরে ড্রাফট করিতে বাধ্য হইলাম !

নোটিফিকেশনের অবস্থা ভয়াবহ ! কমেন্টের উত্তর আসিলেও নোটিশ পাই না ! আমার কমেন্ট প্রায়ই পোস্টের সমান হইয়া যায় ! রিপ্লাই না পাইলে কেমুন লাগে ?

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি একজন সেফ ব্লগার এটা তো খুশির খবর।
সব সময়ের জন্য সেফই থাকুন।

এই ব্লগের কিছু টেকনিক্যাল সমস্যা আছে, তারপরও তারা যতটুকু সম্ভব করে যাচ্ছে।
আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

৩০| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

নতুন নকিব বলেছেন:



খুব সুন্দর লিখেছেন। ভাল লাগলো আপনার লেখাটা। এমনটিই হওয়া দরকার। অবশ্য বিপক্ষেও যুক্তি থাকতে পারে। একজন পাঠক পুরো পোস্ট পড়ে মন্তব্য করার মত সময় কিংবা সুযোগ অনেক সময় না ও পেতে পারেন। এমন হতে পারে, দীর্ঘ পোস্ট পড়ার মত যথেষ্ট সময় তার হাতে নেই। অথবা, পোস্টের বিষয়বস্তু অনুধাবনে তার সময়ের প্রয়োজন, অথচ মন্তব্যেও তার আসার ইচ্ছে, সেসব ক্ষেত্রে পরিস্থিতি কখনো কখনো একজন পাঠককে বাধ্য করে সংক্ষিপ্ত মন্তব্য রেখে যেতে। তবে আমার মতে, সর্বাবস্থায়ই মন্তব্য পোস্ট রিলেটেড হওয়া বাঞ্চনীয়।

কোনো কোনো সময়ে পাঠকের উপস্থিতি কম দেখা গেলেও এটাকে সাময়িক মনে করি। ব্লগের পাঠকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। ব্লগ আরও সক্রিয় হবে। ভাল লেখক পাঠকদের মিলনমেলা হয়ে উঠবে বাংলা ব্লগপাতাগুলো। সামহোয়ারইন হবে তাদের পথিকৃত। এটাই আমাদের আশাবাদ।

ভাল থাকবেন।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি যে সমস্যার কথা বলেছেন, তা আমি অনুধাবন করতে পেরেছি।
আপনার বক্তব্য হল, ব্যস্ততার কারণে বা সময়ের অভাবে একজন পাঠক পুরো পোস্টটা পড়তে পারলেন না অথবা বিষয়বস্তু অনুধাবন করতে পারলেন না, সেই ক্ষেত্রে তিনি সংক্ষিপ্ত মন্তব্য করলেন।

এক্ষেত্রে আমার অভিমত হচ্ছে, তিনি যতক্ষণ পর্যন্ত ভালভাবে লেখাটা পড়তে না পারবেন অথবা বিষয়বস্তু বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মন্তব্য করা থেকে বিরত থাকবেন। মন্তব্য করাটা খুব জরুরি বিষয় না। কারণ কেউ যদি আংশিক পড়ে বা লেখাটা না বুঝেই মন্তব্য করে তা হলে আরো বিভ্রান্তির সৃষ্টি হবে।

আমিও আপনারা মত আশা করি দিন দিন ভাল এবং সিরিয়াস পাঠকের সংখ্যা বৃদ্ধি পাক।

৩১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪

আবু তালেব শেখ বলেছেন: বর্তমানের পোস্টে মতামত জানাতে ইচ্ছায় করেনা। তবে দায়সার গোছের মন্তব্য থেকে সব সময় নিজেকে বিরত রাখি

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি আপনার অনুভূতিকে সম্মান করি।

আপনার যদি মতামত দিতে ইচ্ছা না করে, তাহলে দায়সারা গোছের মন্তব্য করা থেকে, মন্তব্য না করাই ভাল।

৩২| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: গতানুগতিক মন্তব্য, ইমোজি... আমারো অপছন্দ। সময় পেলে ব্লগে আসি। আপনাদের পড়ি। লগইন না থাকলে, মন্তব্য করা যায় না। আর সবার পোস্টে মন্তব্য করতেও ইচ্ছে করে না। দ্বিমত পোষণ করলে বা মন্তব্য পছন্দ না হলে অনেকেই ক্ষ্যাপা-টাইপ প্রতিমন্তব্য করেন। যাহোক, শুভকামনা আপনাদের সবার জন্য।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


ব্লগে মন্তব্য করাটা জরুরি কোন বিষয় না।
ব্লগে আসেন, লেখা পড়েন -- এটাও ব্লগের সঙ্গে একধরণের থাকা।

আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, "দ্বিমত পোষণ করলে বা মন্তব্য পছন্দ না হলে অনেকেই ক্ষ্যাপা-টাইপ প্রতিমন্তব্য করেন।"

৩৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ব্লগার সিরিয়াস পাঠক।
কমেন্ট ছোট করলেও পুরোটা পড়ে করেন।
আপনার উদ্বিগ্নতা দূর হোক । :)

ব্লগ না পড়ে শিরোণাম দেখে ভাবসম্প্রসারণ লেখ যৌক্তিক নয় কোনভাবেই । #:-S

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি কখনও বলি নাই, ব্লগে সিরিয়াস পাঠক নাই।

আমি বলতে চাই অবশ্যই আছে।

আমি উদ্বিগ্ন, ব্লগে সিরিয়াস পাঠক কমে যাচ্ছে অথবা কমে গেছে কিনা, সেটা নিয়ে।

তবে উপসংহারে আমি আশা করেছি যে, ভাল এবং সিরিয়াস পাঠকের সংখ্যা যাতে বাড়ে।

৩৪| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

আখেনাটেন বলেছেন: সিরিয়াস পাঠকের সংখ্যা গোটা দুনিয়াতেই কমে যাচ্ছে। ব্লগই বা বাদ থাকবে কেন? মানুষ এখন টেক্সট পড়তে ততটা স্বাচ্ছন্দবোধ করে না। এরপরও কিছু পড়ুয়া মানুষ রয়েছে তারা ঠিকই পড়ছে। বুঝে শুনে মন্তব্য করছে 'হা' হুকারি টাইপ ছাড়াও। এই শ্রেণির পাঠক ব্লগেও অনেক কম।
কেউ অাছে সিরিয়াস পোস্টেও ভাসা ভাসা পড়ে কিংবা না পড়েই বকরীর লাদির মতো একটি মন্তব্য ফেলে দিয়ে আসে। কিছু বলাও যায় না। মন খারাপ হবে ভেবে।
আর সিরিয়াস পাঠক থাকলে লেখা নিয়ে অালোচনা হত। কিন্তু ব্লগে এখন সিরিয়াস পাঠকের সংখ্যা নিতান্তই নগণ্য। তাই এখানে অালোচনা-বিতর্কমূলক পোস্টের দেখা পাওয়ায় বিরল। কিন্তু কুতর্কমূলক পোস্টের অভাব নেই। অপ্রয়োজনীয় কুতর্ক করতে আমাদের জুড়ি মেলা ভার।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


চমৎকার!
মনে হয় এই মন্তব্যটা আমি নিজেই করেছি।
তাই নিজের মন্তব্যের নিজে কি জবাব দিবো।

৩৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



আগে কমেন্ট হোক, তারপর না হয় ভাল মন্দ হিসেব করা যাবে!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি আগেও বলেছি, এখনো বলছি, কমেন্ট আমার মূল আলোচ্য বিষয় না।

কমেন্ট মূল বিষয়টাকে বুঝার জন্য একটা উদাহরণ।

আমার আলোচনার মূল বিষয় পাঠক, ভাল পাঠক এবং সিরিয়াস পাঠক।

৩৬| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

তারেক ফাহিম বলেছেন: বিষয়টি লক্ষনিয়।

পাঠকের তুলনায় মন্তব্য বেশি।

তবে তাও নিক অনুসারে।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


যে যার মত মন্তব্য করবে, করুক।

সংবিধান এবং আইনের সীমারেখা অতিক্রম না করলে, আমাদের বলার কিছু নাই।

আমাদের জানার বিষয় হচ্ছে ভাল পোস্টগুলির কি ভাল পাঠক আছে? সিরিয়াস পাঠক?

৩৭| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

সিগন্যাস বলেছেন: আমি কিন্তু শিরোনাম পড়েই মন্তব্য করেছি =p~

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


শিরোনাম যদি যথার্থ হয় এবং মূল বক্তব্যের যথাযথ প্রতিফলন হয়, তা হলে অনেক সময় অনেক লেখার শুধুমাত্র শিরোনাম পড়েও মন্তব্য করা যায়।
কিন্তু আপনার মন্তব্য কই?

৩৮| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

সাদা মনের মানুষ বলেছেন: পাঠক কমেছে এই তথ্য সত্য, এক সময় এসব ব্লগগুলো অনেক জমজমাট এবং প্রাণবন্ত ছিল।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনার ধারণার সাথে আমি একমত।
আমারও মনে হয়েছে, সাধারণ পাঠক, ভাল পাঠক, এবং সিরিয়াস পাঠক অর্থাৎ সব ধরণের পাঠকেই কমেছে।
এই ধারণার বশবর্তী হয়েই আরো নিশ্চিত হওয়ার জন্য এই পোস্ট দিয়েছি।

অনেক ক্ষেত্রেই পরিবেশ খারাপ থাকলেও, আপনি যথার্থই বলেছেন, আগে অনেক জমজমাট এবং প্রাণবন্ত আলোচনা এবং সমালোচনা হত।
একদিকে যেমন নৈতিক এবং অনৈতিক আক্রমণ, সমালোচনা এবং আলোচনা হতো। অপরদিকে অনেক গঠনমূলক, তথ্যবহুল, যুক্তিনির্ভর আলোচনা-সমালোচনা হত।

৩৯| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:


সামুতে আমার ব্লগিংয়ের বয়স মাত্র তিন মাস; এজন্য এ বিষয়ে মন্তব্য করা কতটুকু যুক্তিযুক্ত বুঝতেছি না। তারপরও আপনার পোস্টে মন্তব্য করতে সাহস পাচ্ছি। আপনার পোস্টে আমি মাস খানেক আগে একটি মন্তব্য করেছিলাম; তার প্রতি মন্তব্য পড়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম; আমি খুব সুন্দর একটি মন্তব্য করেছিলেন, এটি আমার কাছে খুব শিক্ষনীয় ছিল। তারপর থেকে আপনার সবগুলো পোস্ট খুব মনযোগ দিয়ে পড়ি ও মন্তব্য করি।

আমার মনে হয় ব্লগে লেখকদের পাশাপাশি শত শত পাঠক আছেন; লেখার মান ভাল হলে পাঠকরা এসব লেখা মনযোগ দিয়ে পড়েন; সময় না থাকলে প্রিয়তে রাখেন পরে পড়ার জন্য। হয়তো সময়ের অভাবে লাইক কমেন্ট দেওয়া হয় না।

অনেক লেখক পাঠকের কমেন্টের উত্তর দেন না; কেউ আবার বেছে বেছে দেন; কেউ বা কমেন্টের উত্তর দেওয়ার জন্য দেন; অনেকটা রুক্ষ সুক্ষ। এতে পাঠকরা আহত হোন, কেউ বা মতে মিল না হলে কমেন্টকারীকে তিরস্কার করেন। এতে লেখকের পাঠক কমে যায়; এতে তিনি যত ভাল লেখেন না কেন। অনেক লেখক অন্যের পোস্টে কমেন্ট করেন না; এগুলো ভাল ল লক্ষণ নয়। য়

তবে, দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেকে না পড়েই কমেন্ট করেন; লেখককে আক্রমণ করেন; বিষয়টিকে পাশ কাটিয়ে মনগড়া মন্তব্য করেন এগুলো ঠিক না; এটা একজন লেখককে অসম্মান করা। যারা এগুলো করেন আশা করবো এগুলো থেকে বিরত থাকবেন। য়

ব্লগে পাঠক বাড়াতে হলো ভাল লেখা পোস্ট করার কোন বিকল্প নেই। সবাইকে চেষ্টা করতে হবে যেন আগের পোস্টের চেয়ে নতুন পোস্ট মানসম্পন্ন হয়।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


ব্লগে আপনার বয়স কত এটা কোন গুরুত্বপূর্ণ বিষয় না। চেষ্টা থাকলে, আমি ১১ বছরে যা শিখেছি আপনি ইচ্ছা করলে ১১ মাসেই শিখতে পারেন।

শুধু কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। জ্ঞান এবং তথ্য এই দুটা হচ্ছে শক্তিশালী অস্ত্র। এই দুটা জিনিস লাগবে। এই দুইটা ছাড়া হবে না। এর কোন বিকল্পও নাই এবং কোন শর্ট কার্ট পথও নাই।

পাঠক যে নাই, আমি কিন্তু তা বলছি না। আমার কাছে শুধু মনে হয়েছে ভাল, এবং সিরিয়াস পাঠকের সংখ্যায় কমে গেছে অথবা যাচ্ছে। যারা দীর্ঘদিন যাবত ব্লগে আছেন তারা তুলনামূলক পার্থক্যটা বুঝতে পারেন।

৪০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:


(১৩) নং কমেন্টের প্রতি উত্তরের কথাগলো বেশ ভাল লেগেছে B-)

"এখানে দুই একটা কথা যোগ করতে চাই। ব্লগ, অন্য মাধ্যম থেকে ভিন্ন। যেমন আপনি একটা বই পড়লে তাৎক্ষনিক ভাবে লেখকের কাছে আপনারা ভাল-মন্দ প্রতিক্রিয়া প্রকাশ করতে পারছেন না। এমন কি দৈনিক সংবাদ পত্রেও। কিন্তু ব্লগের বৈশিষ্ট্যই হল লেখক পাঠকের তাৎক্ষণিক সংযোগ। আমি গত ১১ বছর যাবত পাঠকদের মন্তব্যগুলিকে পর্যবেক্ষণ করে এই মন্তব্য করেছি। ব্লগের পাঠকরা কিন্তু আবার লেখক। তারা মন্তব্য করার মাধ্যমে লেখায় অংশ নিচ্ছে। মন্তব্যের ধরণ, মান, যুক্তি প্রয়াগ, যুক্তি খণ্ডন, তথ্য উপস্থাপন, তথ্য বিশ্লেষণ ইত্যাদিকে বিবেচনায় নিয়ে আমি আমার মত প্রকাশ করেছি।"

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


যেহেতু ভালই লেগেছে তাহলে আরো দুয়েকটি কথা যোগ করে দেই।
আপনি যদি কোন প্রাণবন্ত এবং গঠনমূলক আলোচনায় অংশ নিতে চান, তা হলে মন্তব্য করার পর ফলো আপ করতে হবে। অনেকেই অনেক গঠনমূলক মন্তব্য করার পর আর ওই পোস্টকে ফলো আপ করেন না। লেখক হয়তো ওই মন্তব্যের জবাব দিয়েছেন কিন্তু ফলো আপ না করার কারণে মন্তব্যকারী আর আলোচনায় থাকলেন না। ফলে আলোচনা তার যৌক্তিক পরিণতির দিকে অগ্রসর হতে পারলো না। আলোচনাটা মাঝ পথেই থেমে গেলো।

আবার এটা লেখকের ক্ষেত্রেও হয়। লেখা পোস্ট করে চলে গেলেন। অনেক মন্তব্য আসলো। তিনি কোন জবাব দিলেন না, অথবা দুই একটার জবাব দিলেন। কিন্তু আলোচনাটা অব্যাহত রাখলেন না। বলতে পারেন তিনি ব্যস্ত হয়ে পড়েছেন, হয়তো ব্লগে সময় দিতে পারছেন না। না, তা না। তিনি আগের পোস্টকে ফলো আপ না করে, আরেকটা নতুন পোস্ট দিয়ে বসে আছেন। এই কারণেও প্রাণবন্ত আলোচনা হয় না।

পোস্ট বা মন্তব্য যাই দেন না কেন, ফলো আপ করবেন এবং আলোচনাকে একটা পরিণতির দিকে নিয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.