নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/akbarhasan

আকবর হাসান

নিজেকে জানা শেষ হয় না। তাই বিশ্ব জানার মিছিলে আমি অনুপস্থিত।

আকবর হাসান › বিস্তারিত পোস্টঃ

নীলপদ্মের নীলে তুই

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

(উৎসর্গঃ অকৃত্রিম বন্ধুদের)

নীলপদ্মের নীলে কিংবা আকাশের নীলে তুই,
হয়ত শিশিরে‒ আদরে আদরে পুঁইশাক যদি ছুঁই।
ছলছল তুই ঝরণার জল, বয়ে যাস চুপিচুপি;
গোধূলির লাল, জোছনার চাঁদ, সন্ধ্যায় জ্বলা কুপি।
আমা হতে দূরে একা ভোর তোর, আমি নেই কাছে যেথা;
বুকের বাঁ পাশে তোর তরে ওরে চিনচিন করে ব্যথা।
তোর চোখ জুড়ে নিজেকে দেখেছি, দেখে রাখতাম রোজ;
দুই থেকে আজ একের বিয়োগে শূণ্যের করি খোঁজ।

হাসি ছিলি তুই উল্লাসে, আজ কান্নায় তোরে মাখি;
শত অভিমানে ভালোবাসা ছুঁয়ে তোর লাগি পুষে রাখি!
দোয়েলের শিসে, ডাহুকের রবে‒ সব ডাকে তোকে শুনি;
ভেবে ভেবে তোকে, ডুবে যাই শোকে; আজো বন্ধন বুনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.