নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/akbarhasan

আকবর হাসান

নিজেকে জানা শেষ হয় না। তাই বিশ্ব জানার মিছিলে আমি অনুপস্থিত।

আকবর হাসান › বিস্তারিত পোস্টঃ

ভীষণ ব্যস্ত আমি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২



ঘুণে ধরা ঝরঝরে দরজার বাঁ কপাট ধরে
এলোকেশী তুমি আজো দাঁড়িয়ে থাকো;
ভাবো আমায়, ডাকো নিঃশব্দে।
ভীষণ ব্যস্ত আমি।
তোমায় দু’কলম লেখার ফুরসত নেই।
তোমার সাপ্তাহিক চিঠির
মাসিক উত্তরও লেখা হয় না।

লবণে লংকার গুঁড়ো মিশিয়ে
বাঁ হাতের তালুতে নিয়ে
মনে কর আমায়।
সেই লংকায় তেঁতুল ছুঁইয়ে মুখে পুরলেও
মনে পড়ে আমায়।
লবণ আর লংকার মাখামাখিতে
ভীষণ হিংসে হয় তোমার,
হাহাকার করে মন!

তবুও...
আজো অসীম ব্যস্ততায় নিরুপায় আমি।

স্তব্ধ শান্ত জল দিঘির বুক জুড়ে।
সে জলে কল্পনায় মেশাও আমায়,
আলতো করে গায়ে মাখো,
ভেসে ভেসে ডুবে যাও আমাতে।

আমি দূরে, ইটের খোঁয়াড়ে বাঁধা
শান্ত মানবের বেশে‒
ব্যস্ততায় ব্যস্ত হই সারাক্ষণ।

তবুও...
তোমায় মনে পড়ে; মনে করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.