নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/akbarhasan

আকবর হাসান

নিজেকে জানা শেষ হয় না। তাই বিশ্ব জানার মিছিলে আমি অনুপস্থিত।

আকবর হাসান › বিস্তারিত পোস্টঃ

খুচরো কাব্য

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬


আসবার কথা ছিল,
জানি আসছিলে, বেরসিক সেই পথটাই বেঁকে গেল।
ঘুরে আসছিলে ফের,
পায়ে ফুঁটে গেলে বুক ভাঙ্গা হাড় মরে যাওয়া স্বপ্নের।


আঁধার তোমাকে রাত্রির সুখ দিল
এ আঁধার তবু লাগবে না ভালো জানি,
এ আঁধারে রোজ ভর করে চাঁদ আসে
আঁধারেই ভাসে জোছনারা আসমানী।


পাখি তোরে আকাশ পুরো দিলাম
উড়ন শেষে আসিস আবার ফিরে,
পাখিরে এই আমায় তোরে দিলাম
হৃদয় খুঁজিস বুকের পাঁজর চিরে!


অনেকগুলো সুখ মাড়িয়ে দুঃখ নিতে এলাম,
অনেক ব্যথার নীল পুড়িয়ে আকাশ কাছে পেলাম।
হাজার আশার ছাই জমিয়ে নতুন আশা বুনি,
হাজার কথায় চাপা পড়া সেই প্রিয় গান শুনি।


খুব কাছে ছিলি, বুঝিনি তো তাই ভালোবাসি তোরে কত;
দূর থেকে আজ বুকে এঁকে দিলি শত কালজয়ী ক্ষত!


নীল সে ব্যথার নোনতা জলে দু'গাল ভেজে কার?
চোরাবালির ফাঁদ কে পাতে আমার সাগর-পাড়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.