নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

জয়বাংলা হোক জন-সম্পদ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

জয়বাংলা তুই একাত্তরে

ছিলি মোদের প্রাণ

বেয়াল্লিশ সাল কোথায় ছিলি

কী ছিলো তোর হাল ।



রণাঙ্গনে মুক্তিযোদ্ধা

করতো যখন রণ

বুকে সাহস যুগিয়ে তুই

দিয়ে গেছিস পণ ।



আমরা তোকে হারিয়ে ছিলাম

চোখে এলে ঘুম

সেই সুযোগে লীগের লোকে

করেছিলো গুম।



লীগের ঘরে কেমন ছিলি

কেমনে কাটতো দিন

অনেক রোগা লাগছে তোকে

দেখছি অনেক থীন ।



তের সালে নবীনেরা

খুঁজে তোকে পায়

আকাশের চাঁদ হাতে পেয়ে

জয়বাংলা ফের গায় ।



তোর সাহস আর শক্তি কত

দেখছে জনগণ

তোকে কী আর ছাড়তে পারি

জীবন মরণ পণ ।



ঘুচুক তব রাজনৈতিক রূপ

হোক এর সমাধান

জয়বাংলা হোক জন-সম্পদ

জাতীয় শ্লোগান ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.