নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালি না বাংলাদেশি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

বাঙ্গালি না বাংলাদেশি

বাদানুবাদ ভুলো

আমরা সবাই এক দেশের লোক

এই আওয়াজটি তুলো ।



বিভেদ পুষে প্রতিহিংসা

শক্ত করে ধরে

চিরকাল কী এই দ্বন্ধতে

থাকবো আমরা পড়ে ।



ভাইয়ে ভাইয়ে ঝগড়া-ঝাটি

চললে সমানতালে

দেশ গড়া আর জাতিস্বত্ত্বা

রইবে যাঁতাকলে ।



ধর্মের ধোঁয়া তুলে সেদিন

আসি পাকিস্তানে

তেইশ বছরে মোহভঙ্গ

হইলো যে খানখানে ।



মায়ের ভাষায় বলতে কথা

নিষেধ করলে ওরা

বায়ান্ন সাল চোখ খুলিলো

গর্জে উঠলাম মোরা ।



জয় বাংলা পাই একাত্তরে

মুক্তি সনদ রুপে

দু’ঠো শব্দের শক্তিমত্ত্বায়

পাকিস্তান রয় তুপে ।



জয় বাংলারই দূর্ণীবারে

যুদ্ধ বাঁধে দেশে

পাক সেনাদের হার মানিয়ে

জয় এনেছি শেষে।



আর কতকাল করবো আমরা

জাতিস্বত্ত্বার দ্বন্ধ

এই তো সময় এক হয়ে যাই

বিভেদ করি বন্ধ ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

হ্যারিয়ার টু বলেছেন: বাঙ্গালী। বাংলাদেশী বাঙ্গালী, এককথায় বাঙ্গালী।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

দুরন্ত-পথিক বলেছেন: বিশ্বের অনেক দেশের ভাষাই English.তাই বলে কি ঐ সব দেশ নিজেদের English
বলে দাবি করে?না,কারন ভাষা এক হলেও কালচার আলাদা।আমরা বাংলাদেশী,বাংগালী নই।বাংগালী বলতে আমি ভারতীয় [কোলকাতা ]না কি বাংলাদেশী এটা প্রকাশ পায়না।তাই প্রথমে আমি একজন বাংলাদেশী,তারপর আমার মাতৃভাষা বাংলা।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

সুখোই-৩৫ বলেছেন: বাংগালী, বাঙ্গালি, বাঙালি। ব্রিটেনের একটা অংশ নর্দান আয়ারল্যান্ড। নর্দান আইরিশরা নিজেদের ব্রিটিশ বলে। এখন নর্দান আয়ারল্যান্ডেও আইরিশরা আছে বলে স্বাধীন আয়ারল্যান্ডের আইরিশরা নিজেদের আইরিশ বলা ছাড়া নাই। তারা নিজেদের আইরিশই বলে। তাহলে পশ্চিমবঙ্গের জন্য যারা নিজেদের ইন্ডিয়ান বলে, আমরা নিজেদের বাঙালি বলা ছাড়বো কেন?



আইরিশদের কোন সমস্যা হয় না, সমস্যা হয় বাঙালির। আসলে এরা রাজাকারের বংশধর। বাঙালি চেতনা ও জাতীয়তাবাদ এদের ৭১ এ পুটু মেরে দিয়েছিল, এরা তাই এ দেশের জনগণের বাঙালি পরিচয় ভয় পায়। সারা মুক্তিযুদ্ধের সময় জেনে আসলাম আমরা বাঙালি, এখন আসছে বাংলাদেশী নিয়া। এরা আমাদের পরিচয় বদলে দিতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.