নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

তুমি আজ অবাঞ্চিতজন কবি

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

উপত্যকার মালভূমি কিংবা-

উর্বর পলিমাটি ব্যষ্টিত একফসলা জমিতে

চাষ করা সহজ ।

ফসল তরতর বেড়ে উঠে, আগাছাও সাথে বাড়ে-

তবু ফলন ভাল হয়, কৃষকের লাভ ।

মূলধন উঠে আসে, উদ্ধৃত থাকেও কিছু ।

কবিতার জন্যও একটি ফসলি জমিন চাই

ঔপনিবেশিক বা প্রজাতন্ত্রী অথবা-

ইরাকের মত একটি যুদ্ধ বিধবস্ত জমিন ।



কবিতার জন্ম হয়- বেড়ে উঠে

ফসল পাকে । কেটে নিয়ে যায় পাঠক কবিরা ।

দোফসলা হয় না কবিতার ভূমি-

দোবারা হলে কবিতার চারা

আগাছা আর পোকার আক্রমনে পযুর্দস্ত হয়

বাজারে বিকোয় না তেমন ।

ক্রেতারা চায় তাজা সবুজ-সতেজ পাকা ফসল

নতুনত্ব লাগে ।

নতুবা বিধবার সাদা শাড়ি

কত আর শোভা পায় ।



খুঁজতে হয় নি ;

সহজে পেয়েছিল-অগ্রজেরা ।

আহা ! সুকান্তের কবিতা কিংবা জীবনানন্দ দাসের বনলতা সেন ।

মধুসুদনের সাগরদাঁড়ি।

কবিগুরুর সাধের পূর্ববঙ্গ চারণ ভূমি ।অথবা-

সদ্য ১ম বিশ্বযুদ্ধ ফেরৎ হাবিলদার নজরুলের বিদ্রোহী কবিতা ।



অতঃপর জসিম উদ্দিন, ফররুখ আহমদঃ

কিংবা অনেকে নব্য উপনিবেশের প্রতিবন্ধকতায়। এবং-

শামসুর রহমান, আল-মাহমুদ, নির্মলেন্দু গুণ আরো অনেকে ।

একটি মুক্তি যুদ্ধের পটভূমিকায় ।



আজকাল কবিতার চাষ হয় না তেমন

যা একটু আধটু দেখা যায়-ফরমালিনযুক্ত সবগুলো।

তাই বাজারও ডাউনফল।

কেজি ধরে নিয়ে যায় কেউ কেউ।নতুবা-

ঘরের কোণে স্তুপিকৃত জমে উইপোকার খাবার।

তুমি আজ অবাঞ্চিতজন কবি ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বালুচর্ বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

বালুচর্ বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম ।
আপনারা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.