নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

আমার রক্তে লেখা ইতিহাস

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২১

সালের পরিক্রমায় শ’ শ’বছর-

সেই ১৭৫৭ সাল । বাংলার আকাশ অস্তমিত-

যুদ্ধ যুদ্ধ ভাব । শুধুই প্রহসন-

চারিদিকে পাহাড়সম ষড়যন্ত্র ।

চেনামুখ—মীরজাফর, রায় দূল্লভ, ঘসেটি বেগম, জগৎ শেঠ ;

বাঘা বাঘা সিপাহশালার।পদদলিত সিরাজ ।

কুচক্রী কোম্পানী বাহিনীর জয় ।

এক’শ বছর শুধু ভেবে দেখা আর সময় ক্ষেপন ।

আবার যুদ্ধের দামামা।

আসে ১৮৫৭ সাল ।

গর্জে উঠে সিপাহী-জনতার বাঁধভাঙা ঢেউ।

লাশের কাতারে আবারও হারিয়ে যায় স্বাধীকার।

পরাভব মানে পরাজিত আর লাঞ্চিত বীর যুদ্ধারা।

গোলামির শেকল পাকাপোক্ত ।

সঙ্গী অনেক দেশীয় দোসর।

রাজ তখত কেঁপে উঠে-;হিটলার, গোয়েবলসদের হুংকারে ।

মিত্রবাহিনী গড়ে উঠে দেশে দেশে ।

লাশ নয় শুধুই রক্তবন্যা দিকেদিকে ।

তক্ত নড়ে উঠে, আর নয় এবার সন্ধি চাই ।

হিরোশিমা নাগাসাকি এগিয়ে এলো, গায়ে লেপ্টে নিলো সব দায় ।

বিদায় ঔপনিবেশবাদ ।

কিন্তু সালের পরিক্রমা বন্ধ হলো না ।

নতুন দেশে আবার ষড়যন্ত্র।

৫২-তে ভাষা সোচ্চার । কিন্তু না ।

বুলেট বুলেট আর রফিক জব্বার সালাম বরকতদের রক্তে লেখা ইতিহাস।

আবার ১৯৫৭ সাল । নির্বাচনি ধামামা।

আবার অস্ত্র । এবার দেশীয় রাজা ফিল্ড মার্শাল আইয়ুব।

গণতন্ত্রের স্টীমরুলার ।

এবার ১৯৬৬ : ৬ দফা আন্দোলনের ঝড় ।

অসহায় গণতন্ত্র ।স্বৈরাচাররূপে আভির্বাব ।

উত্থাল বাংলা । আকাশ বাতাসে একই ধবনি-

বৈসম্য আর নয়।

আবার সাল ১৯৭১ । রক্তে লেখা ইতিহাস ।

কালরাত্রি, ভূলুন্ঠিত নিরস্ত্র জনগণ ।

খালি হাতে ঝাঁপিয়ে পড়লো—স্বাধিকার চাই ।

শরণার্থীর কাফেলা ; লাশের কাতার । আর-

শেয়াল হায়েনাদের মহোত্তসব ।

মঞ্চে আবার মীরজাফরের আবির্ভাব অন্যরূপে-

রাজাকার, আল-বদর, আল-শামস

ধর্মের দোহাই দিয়ে ।

একবারই গর্জে উঠেছিল বাঙালি,

ছিনিয়ে এনেছিল বিজয় ।

অবিনাশী ১৯৭১ । শশ্রদ্ধ সালাম ।

ফের সালের কীর্তন , ১৯৭৫ ।

সংগঠিত অসুর, হায়েনা, পিশাচ । সংগে চেনা দোসর-

নিমক হারাম মোস্তাক ।

দিকভ্রান্ত কতেক জুনিয়র আর্মি অফিসার

ঝাঁপিয়ে পড়লো-উদরে, গায়ে, মস্তিষ্কে ।

ছিঁড়ে খেল কলজে, বুনিয়াদী রক্ত ; পৈশাচিক উন্মাদনায় ।

হতভম্ব পরিভ্রাজক ।

থমকে দাঁড়ায়-

দেখে যায় শতায়ুর সেঞ্চুরীয়ান অমানুষ মানুষ ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা
জিবন্ত ইতিহাসের পটভুমিকা
ভাললাগা +

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

বালুচর্ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.