নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নবিলাস পৃথিবী

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৭

পৃথিবী-

হায় স্বপ্নবিলাস !

কী চাও তুমি আমার কাছে ?

আমার যৌবন, রূপ-লাবন্য, সম্পদ;

নাকি, একরাশ চুমো ।কেন ?

তুমি তো আমাকে জন্মাবধি চেনোই।

তবু, কী চাও আমার কাছে ?

অবশ্য তোমাকে ফাঁকি দিয়ে ঠপকে আসি তোমার ঘরে।

তুমি আমার কান্নার আওয়াজ শুনেছো।

আমার আবির্ভাবে হাত ছিল না তোমার ।

তাই যাবার বেলা ষোল আনা পুষিয়ে নিতে বদ্ধপরিকর তুমি ।

তোমার উদরে ঠাঁই নেয়া ছাড়া আমার গত্যন্তর ছিল না।

অবশ্য এতেও আমার হাত নেই।

যেমন হাত ছিল না তোমাকে না জানিয়ে চলে আসায়।

হায় স্বপ্নবিলাস পৃথিবী !

তোমার বিরাট উদরে স্থান পায় কতকিছু—

মানুষ, সরিসৃপ প্রানী, বন্য জন্তু, পাহাড়, নদী গাছ-পালা।

তোমার তৃষ্ণা মেটে।

এক সময় তৃপ্ত হয়ে ছুড়ে মারো-দূরে, অনেক দূরে।

কেউ কী আবার ফিরে আসে ? মনেহয় না।

কিভাবেই আসবে, কেন আসবে—এমন ইতর পৃথিবীতে।

মায়াহীন জড় তুমি।

রাগ করো না পৃথিবী ।

স্বপ্নই তোমার পুঁজি জানি ।

তাই, স্বপ্ন একদিন ভংগ হয় আমাদেরও ।

চলে যাই নাফেরার দেশে-

মানুষ, কীট পতঙ্গ, পাহাড়, নদী গাছ পালা ।

তখন কষ্ট হয়। তবু স্বপ্নের মৃত্যু হয় না।

আবার হয়তো জেগে উঠি কোন নীলজলের দেশে-

নীল কষ্ট নিয়ে ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.