নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

নেবে ঝালমুড়ি ঝাল

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নেবে ঝালমুড়ি...ঝাল

টাটকা ধনেপাতা পিয়াজ ।

কই কে নেবে ঝালমুড়ি...ঝাল ?

নিজের ক্ষেতের চাউলে

মায়ের হাতে কাঠের উনুনে ভাজা

মচমচে মুড়ি

লঙ্কার গুঁড়োতে মাখা চানাচুরের পাবে না কোথাও জুড়ি ।



নেবে ঝালমুড়ি...ঝাল

টাটকা ধনেপাতা পিয়াজ ।

কই কে নেবে ঝালমুড়ি...ঝাল ?



সংসারে অনেক অভাব

হরতালের আগুনে পুড়ে বাবা হয়েছে কাবাব

বাবার বেডের পাশে মায়ের করুণ আর্তনাদ

পাঁচ বোন বস্তিতে বসে করে ফরিয়াদ ।

বড়ই করুণ! অবস্থা বেহাল

নেবে ঝালমুড়ি...ঝাল ?



খালি হাতে বাড়ি ফেরা

বোনেরা করিবে জেরা

সারাদিন ছুটেছি রাজনীতির পিছে

আধ পেট খেয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি নয় মিছে

তোমরা মানুষ ? হায় ! মানবসৃষ্ট আকাল

নেবে ঝালমুড়ি...ঝাল ?



মায়ে করিত কাম কাজের বুয়া

গেছে কাম।তবু তোমরা তো তুলসী পাতায় ধোঁয়া

থাকি বস্তির বাড়ি

পাশে দেখি অট্টালিকা সারি সারি

আমার বয়সী ছেলে মায়ের কাছেতে বসে

যায় দেখি গাড়ি চড়ি ।

জন্মের সাথে এসেছে — মোর পোড়া কপাল

নেবে ঝালমুড়ি...ঝাল ?



হায় ! মহাকাল--

মানুষের গড়া সভ্যতার নিরিখে আজ

মানুষেরা বুঝি মহাজঞ্জাল ।

নেবে ঝালমুড়ি......ঝাল ?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

অদিব বলেছেন: মানুষের গড়া সভ্যতার নিরিখে আজ
মানুষেরা বুঝি মহাজঞ্জাল[/sb

... আসলেই আমরা এখন মানুষকে জঞ্জাল ভাবতেও একটু দ্বিধা করি না!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতায় +++++R++++++++++

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

বোকামন বলেছেন:





হায় ! মহাকাল--
মানুষের গড়া সভ্যতার নিরিখে আজ
মানুষেরা বুঝি মহাজঞ্জাল ।


আমাদের সাধারণের অসহায়ত্ব জ্বলে উঠেছে কবিতাটিতে ....

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.