নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি আজ তমসাবৃত

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

রাজনীতি আজ তমসাবৃত

ঐ ছুটে ঝঞ্চা বায়ু

আকাশ পথে আসছে যেন কেড়ে নিতে আমাদের আয়ু ।

কেউ চেয়ে যায়

কেউ আগলায়-—ঔ এলো বলে

কেউবা তখন পেরেক মারে নানান কথার ছলে ।

রাজনীতি আজ চলিছে যেন

অসুরেরা রথ টানি

মাঠে প্রান্তরে নিতুই চলেছে দেখি ক্ষমতার হানাহানি ।

মোর কথা শুনো

ভাল যদি চাহো

এসো তাড়াতাড়ি

মরা মহিষের মাংস খেতে হায়েনারা করে কাড়াকাড়ি ।

উপরে শকুন

নীচে শিয়ালের দল

ভাগ পেতে চায় কে নেবে সে দায়

দেখায় পেশীর বল ।

কে কাহারে মারে কেউ নাহি হারে-

খেয়ে আদাজল ;

চোরে কী শুনে ধর্মের বাণী—আয়োজন নিষ্ফল ।

যে তিমিরে ছিলি বঙ্গীয় ভূমি

যেখানে করিতে বিচরণ-

বিবর্তনের ধারা আজ গৃহহারা-

তোমাতে তুমি রহিলে টিকে অবিরাম অবিচল ।

আদর সোহাগ দিয়েছি তোমায়

মরেছি তিরিশ লাখ

ভুলে যাও ক্ষত, কেন পদানত, নাও না আবার একটি বাঁক ।

হাসিব খেলিব আনন্দে মাতিব

দুশমনে দেখে হোক হতবাক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.