নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

মানিবো না পরাভব

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

নির্বাচনি উৎসবে দেখি

লাশের সারি-

কে নেবে এ দায় কে যে অধিকারি।

মরছে মানুষ পুড়ছে বাড়ি

দোকান আর সম্পদ ।

শিহরিত হই রক্ত জমে থেমে যায় হ্নদয়ের যত স্পন্দন।

অকুতোভয় বীর যোদ্ধা যেন

করছে ভীষণ রণ

দিন নেই রাত নেই শুধু অস্ত্রের ঝনঝন।

জীবন থমকে দাঁড়ায়

বুঝে নেয় কত অসহায়

পিতৃহারা আর বিধবারা দেখি করে হায় হায় ।

কাপুরুষ যত

বেদুইন লুটেরা নরপিশাচের দল

ভয়ার্ত কান্নার মাঝে চারিদিকে শুধু দাবানল

নিরস্ত্র অবলা আর অসহায় প্রতি দেখায় বাহুর বল।

হাসপাতালে ভর্তি যত

পুড়া শরীর আর স্পিন্টারে তারা ক্ষত-বিক্ষত

জনতার দেশে জনতারা আজ যেন বড় বেশি অভাজন ।

অনুকূল হইলে বায়ূ

শীতল করিলে স্নায়ু

বাড়িবে মনের আয়ু

তাই দূর থেকে দেখে যায় শান্তির অবয়ব।

মনে মনে ভাবেঃ পুড়িবো, মরিবো। তবু-

মানিবো না পরাভব ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.