নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘু দেশে দেশে

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

সংখ্যালঘু দেশে দেশে

সংখ্যালঘু পাড়া মহল্লায়

এখানে সংখ্যালঘু হিন্দু পাড়ায়

ওখানে সংখ্যালঘু মুসলমানকে মানায় ।



সংখ্যালঘু যুগে যুগে

রাষ্টের আয়োজনে

রাজনৈতিক প্রয়োজনে

সব কালে সব দেশে দেখা যায় ।



সংখ্যালঘু কোন নাম নয়

ঐ নামে ডাকা হয়

কখনো হিন্দু

কখনো মুসলিম

কখনো বা খৃস্টান সম্প্রদায়।



সংখ্যালঘু থাকে অসহায়

রাজনৈতিক প্রয়োজনে

দেশে দেশে

সময়ের বিবর্তনে

শাসকদের নির্বাচনে

কখনো হিন্দু

কখনো মুসলিম

কখনো খৃস্টান কিংবা

নৃতাত্ত্বিক গোষ্ঠী বিবেচনায়।



ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু

হেথায় সেথায়।

বর্ণের ভিত্তিতে সংখ্যালঘু দেখি

ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ায় ।

এথনিকেরা বরাবরই নিজদেশে সংখ্যালঘু

স্থান কাল পাত্র ভেদে

কে কখন পড়ে সংখ্যালঘুর তালিকায় ।

কে কখন হয় সংখ্যালঘু, তা কি বলা যায় ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.