নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

কে বলে সংখ্যালঘু আমি নিজ দেশে

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

কে বলে সংখ্যালঘু আমি নিজ দেশে

কে বানায় সংখ্যালঘু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ।

আমি সংখালঘু-

সংখ্যাগুরু তবে কে ?

সে আমার ভ্রাতা-ভগ্নী বাবা কাকা হয় যে ।



কে বলে হিন্দু মুসলিম

কে বলে খ্রীস্টান ?

এখানে জন্মিয়া আমি করিতেছি বাস ।

এখানে উদিত সূর্য আমাকে চেনে

দোয়েল শ্যামা বুলবুলি শালিক সবাই আমাকে জানে।



এখানে যত নদ-নদী বয়

প্রচণ্ড খরস্রোতেও পাড়ি দিতে করিনি কখনো ভয়।

আত্মার বন্ধনে মোরা

হিন্দু মুসলিম আর খ্রীস্টান

কে তুলে প্রাচীর কে করে ব্যবাধান ?



একই মাটির সূর্য সন্তান

তীতুমীর সূর্যসেন

একই মায়ের সন্তান মোরা

কেউ নয় যেনতেন ।



কে লাগায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বিবাদ

কলাপাতার পাতে আমরা

কেউ খাই শিরনী কেউ খেয়ে যাই প্রসাদ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.