নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

আমি নিঃস্ব এবং একা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০৪

আমি যখন গল্পের ভেতরে প্রবৃষ্ট হই

তাকিয়ে দেখি, আমি একা-

অগ্রে-পশ্চাত্যে কেউ নেই,

শুধুই বদ্ধ কপাট।



নির্জনতায় অশরীরির উপস্থিতি টের পাই

ভয় আর আড়ষ্টতার সান্নিধ্যে আমার সময় তখন

উপলব্ধির প্রাণান্ত চেষ্টার দেউড়ীতে দাঁড়িয়ে

পুনঃ অনুভব করি- আমি একা।



আমার চেতনার রশ্মিতে

ঝলমলো আলো নেই। উদিত হয়না কোন সুপ্রভাত

সালোক সংশ্লেষণ পক্রিয়ায় উদ্ভিদ যেমন-

প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে। আমি পারি না,

তাই বদ্ধ কপাটে কষাঘাত করি বারবার।



যেন জুলকারনাইনের অন্ধকার জগতের যাত্রি

অজস্র লাল নীল সবুজ হীরা মতি পান্নার স্তুপ

পাশেই আবে-হায়াতের কূপ

আজলাভরে হাতে নিতে ঝরঝর করে ঘিরে যায়।

মহামূল্যবান ভেবে সবগুলো নিয়ে আসতে গিয়ে

কিছুই আনা হয়নি।

কেবল আফসোস নিয়েই

আমার অফুরন্ত সমৃদ্ধ প্রত্যাশার অপমৃত্যু শেষে

ফিরে দেখি-

আমি নিঃস্ব এবং একা ।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৮

এহসান সাবির বলেছেন: দারুন।

শুভ সকাল।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব সুন্দর ====

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

বালুচর্ বলেছেন: আপনার মনতব্যে খুশি হলাম ।
শুভেচছা নিন ।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা । আমরা সবসময়ই একা ।

ভালো থাকবেন :)

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

কলমের কালি শেষ বলেছেন: সু্ন্দর লেখা । পড়ে ভাল লাগল । :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

বালুচর্ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

বালুচর্ বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ সবাইকে।
সাথে শারদী্য শুভেচছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.