নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

এই শারদীয় সন্ধ্যায়

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

এই শারদীয় সন্ধ্যায়
বৃষ্টিস্নাত কোমল হাওয়ায়
কে তুমি দাঁড়িয়ে ঐ তমাল ছায়ায়।।

শাওন বৃষ্টিঝরে
আসিলে প্লাবন
অধরা আবেগ মম,মানেনা বারণ
তাই বুঝি লাগে অসহায়।
কে তুমি দাঁড়িয়ে ঐ তমাল ছায়ায়।।

ঝুমঝুম বৃষ্টির অবিরাম ধারা
উষ্ণতা খুঁজে নিতে হই দিশেহারা
হ্নদয় পরশ ছোঁয়
মম জানালায়।
কে তুমি দাড়িয়ে ঐ তমাল ছায়ায়।।

টপটপ বারিষণ
হ্নদয়ে লেগে
স্বপ্নীল আবেশে মন পুড়ে অনুরাগে
আঁধার হারায় রূপ এই জলসায়।
কে তুমি দাড়িয়ে ঐ তমাল ছায়ায়।।

জলফোটা চুল ছুঁয়ে
এক নিমিষে
ভূবন ছাড়িয়ে যেন আকাশে মিশে
বৃষ্টি বুঝেনা মন নেয়না তো দায়।
কে তুমি দাঁড়িয়ে ঐ তমাল ছায়ায়।।
এই শারদীয় সন্ধ্যায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: আজকে সামুর কবিতা কপাল !

++++++++++++++++ দারুন একটা কবিতা । সন্ধ্যা থেকে এই পর্যন্ত ৭/৮ টা কবিতা পড়লাম , সবগুলোই অসাধারণ ।

ভালো থাকবেন কবি :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০

বালুচর্ বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার কবিতা । পড়ে বেশ লাগলো । :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১

বালুচর্ বলেছেন: শুভেচ্ছা নিন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: ভাল হয়েছে। কিছু টাইপো অাছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

বালুচর্ বলেছেন: শারদীয় শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.