নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

ধবংশযজ্ঞে ওরা হায়! কত ট্রেইন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

কত বয়স হলে-
মানুষ হয় আধবুড়া
কতটুকু জ্ঞানে মানুষ জ্ঞানী হয়
মানুষ মানুষ হয়েই জন্মায়-
তবুও কেন মানুষ হতে হয়?

শিক্ষাই যদি মানুষ হওয়ার মাপকাঠি
তবে কেন এত ঝগড়া-ঝাটি
দেশে দেশে শুধুই হানাহানিঃ
রক্তা-রক্তি চলছে এই দুনিয়ায়?

সভ্যতা মানে পরাধীনতা। অথবা-
পরাধীনতার অপর নাম সভ্যতা।
সভ্যতার তকমা পরা জাতি
বিশ্বজুড়া তাদের খ্যাতি
শান্তিতে কেন থাকেনা একরতি?

অশান্তির আগুনে পুড়ছে
বাঙ্গালাদেশ, মায়ানমার থেকে আফগানিস্তান
ক্ষমতালিপ্সায় পাকিস্তান।
সিরিয়া ইরাক দজলার তীর
আবার কি আসিবে ধরায় সালাউদ্দিন কুর্দিবীর?
লিবিয়া-লেবানন হয়ে
মধ্য এশিয়ার চেচেন ইউক্রেন
সভ্যরাই করছে সবই
ধবংশযজ্ঞে ওরা হায়! কত ট্রেইন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০১

দুখাই রাজ বলেছেন: চমৎকার কবিতা + শুভ সকাল ।

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১:৪০

বালুচর্ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.