নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

রুবাইয়্যাত-ই-বালুচরঃ হ্নদ নিয়েছে মনচোরে

২১ শে জুন, ২০১৫ রাত ২:৩৮

১)
শোন কথা মোর ও সখিনা,তোর প্রেমেতে হই সারা
লজ্জা কি আর ধরে গায়ে, প্রেমের মরা হয় যারা।
ছাড়বোনা আর কোনমতে,থাকবো লেগে তোর পিছু
করতে পারিস মামলা কোর্টে,নারী-শিশু দশ ধারা।
২)
প্রেম কি কখন বলে কয়ে, আসে কভু কার ধারে
ভূতের আছর হঠাৎ যেমন, উড়ে এসে বয় ঘাড়ে।
কেউবা বলে জ্বীন লেগেছে,ওঁঝার কাছে যাই আমি
প্রেম ঢুকেছে মনের ঘরে, এমন কথা কই কারে?
৩)
কোন কাজে মন বসেনা,দিন কাটে মোর এক ঘোরে
ইচ্ছে করে মনের কথা এস.এম.এস-এ কই তোরে।
সবাই বলে কি খুঁয়েছে, মূল্যবান কি হয় কিছু ?
কেমনে বলি মুখ খুলে মোর,হ্নদ নিয়েছে মন চোরে।
৪)
তোর হ্নদয়ে নেই কি দয়া, দেখিসনা কি কুছ চোখে
বাসবে ভাল জানবে যেদিন,মরছি আমি এই শোকে।
ইচ্ছে করে গুগল সার্চে, আই ডি খুলি তোর নামে
রাত জাগিয়া চ্যাটিং করি,তোরই সাথে ফেসবুকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ রাত ৩:৪৭

আব্দুল্লাহ্ আল মোন্তাজীর বলেছেন: চমৎকার লিখেছেন। আমি বলব- হে পারস্য সাহিত্য, দেখ এবার বাংলার খেলা।

২১ শে জুন, ২০১৫ রাত ৮:০২

বালুচর্ বলেছেন: যেভাবে মূল্যায়ন করলেন, জবাব দিতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। আপনাকে অফুরন্ত শুভেচ্ছা কবি।

২| ২১ শে জুন, ২০১৫ রাত ৩:৫৬

শাহেদ সাইদ বলেছেন: রুবাই গুলি ভালো হয়েছে

২১ শে জুন, ২০১৫ রাত ৮:০৩

বালুচর্ বলেছেন: অনেক ধন্যবাদ কবি শাহেদ সাইদ।
ভাল থাকুন, সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.