নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

ধনীর অভিলাষ

১১ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৯

প্রাণ হরণের তেলেসমাতি
দেখরে তোরা দেখ
জাকাত নামের খেলাফতে
মৃত্যুর অভিষেক।

সওয়াব লুটের মহৎ কাজে
ধনীর অভিলাষ
দুইশ টাকার শাড়ির বদলা
সতেরটি লাশ।

ফি বছর হয় এমনতর
কেউ করেনা রা
চলছে তবু চলছে এমন
ভরছে কবর গা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩২

নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ, বাস্তবতা নির্ভর ছড়াটির জন্যে। 'ছড়া শুধু ঘুম পারায় না, ঘুমও তাড়ায়।' আপনি সমাজের সেই রিয়াকারী জাকাতদাতাদের ঘুম তাড়াতে একটুখানি হলেও এগিয়ে এসেছেন। এ ছড়ার নেপথ্য থেকে জাকাতের প্রকৃত অবস্থানটা মানুষ জানুক- এ প্রত্যাশাই রইল।
আবারও ধন্যবাদ।

২| ১১ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৬

তাজ উদ্দীন বাবুল বলেছেন: কাপড় তাহলে দুই প্রকার:

একটা ভালো কাপড়, আরেকটা যাকাতের কাপড়।
যে শাড়ীটা আমার বউয়ের জন্য কিনে দেই, সেটার দাম ১০ হাজার টাকা
আর যেটা যাকাতের জন্য দেই, সেটার দাম মাত্র ২৫০ টাকা।
আমার বউয়ের শাড়ি টিকে ৫ বছর
আর যাকাতের কাপড় এক ধোয়া দেওয়ার পর আর পড়া যায় না ।

অথচ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীস শরীফে আছে:
১) "তোমরা কখনই নেকী, কল্যাণ হাছিল করতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বা পছন্দনীয় বস্তু দান করবে এবং তোমরা যা কিছু দান করো সে সম্পর্কে মহান আল্লাহ তায়ালা অবশ্যই পূর্ণ খবর রাখেন। " ( সূরা আলে ইমরান: আয়াত শরীফ ৯২)
২) "তোমাদের কেউই পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।" (বুখারী শরীফ, মুসলিম শরীফ)।
৩) “নিজের জন্যে তোমরা যা পছন্দ করবেনা অন্যের জন্যেও তা পছন্দ করবে না।” (মিশকাত শরীফ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.