নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

চোরতো মানুষ নয়

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৯

চোরতো মানুষ নয়
শুধু মানুষের মত দেখতে
তৈলাক্ত বাঁশের মতো যতই থাকেনা কেনো
তৈল গায়ে লেপটে।
পায় যদি কখনো তোমায় বাগে
জোচ্চোর-বদমাইশ,ঘুষখোর সবাই
ধরবে তোমায় লেপটে।

ধর ধর,মার মার উচ্ছ্বাস ভরে
কিল-ঘুষি,লাথি, চড়-থাপ্পড়
যতক্ষণ তব প্রাণে ধরে।
আধমরা হলে পর
নিয়ে যাবে থানা ঘর
সেখানেও লাঠিপেটা, বন্দুকের নলা
যতই উঠুক না তব গায় জ্বলা।

হাজতের বিছানায় গায় এলে জ্বর
কাঁপে যদি শরীরটা তব তরতর
সেন্ট্রি দয়া ভরে নিয়ে এলে জল
কাতর স্বরে বলবে তখন, চাই দুটো প্যারাসিটামল।

ভোর হলে দারোগায়
লিখে এক প্রস্থ
কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যেতে
হবে তারা ত্রস্ত।
দেখিয়া হাকিম নথি লিখে খসখস
পি সি আর লিখে দিছে চোরদের বস।
জেলে তাই হবে ঠাঁই
নেই তোর নিস্তার
কয়েদীরা মাল পেয়ে করে যাবে বিস্তার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.