নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

রুবাইয়াতঃ সন্তরণে পুষ্পবনে

২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৮

১)
সন্তরণে পুষ্পবনে, কে গো তুমি ফুল মালী
মালা গেঁথে রোজ বিয়ানে,কার গলেতে দাও ঢালি।
প্রজাপতি খুঁজতে এসে, পায়না যদি ফোটা ফুল
খোদার কসম দেবে তখন, তোমার নামে বদ গালি।
২)
কোমল হাতে ফুল তুলিতে কাঁটায় যদি দেয় আঘাত
শাড়ির আঁচল ছিঁড়ে তোমার কে বাঁধিবে ক্ষত হাত?
পেছন ফিরে দেখে নিও কেউ দাঁড়ায়ে গাছের ছায়
সেই আমাকে ডাকলে করি বন্ধ তোমার রক্তপাত।
৩)
ফুল তুলিতে রোজই আসো সেতো আমার ঢের জানা
যাইনা কাছে হয়না দেখা যদি তুমি দাও মানা
সংগোপনে তাই দেখে যাই তোমার রূপের অমলদাস
কার বেদীতে ফুল দিতে যাও ক্ষত নিয়ে হাতখানা?
৪)
রূপের মোহে অন্ধ আমি, জানোনা সে আমার ভুল
নুপুর শুনে রোজ এসে যাই,দেখতে তোমার চরণ দোল
জানি তুমি ঘৃণা করো সেইতো আমার বেশ পাওয়া
শপথ করে বলছি শোনো, মন্দ নয় মোর জাতিকূল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৭

মেমননীয় বলেছেন: কমল হাতে ফুল তুলিতে
কোমল হাতে?

২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮

বালুচর্ বলেছেন: ঠিক বলেছেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.