নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

রুবাইয়াতঃ ধরা যদি হয়না সুখের

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৩

১)
ধরা যদি হয়না সুখের, বেহেস্ত সে তো অনেক দূর
কাটবে নিশি কোন সে কবে,দেখবে প্রভাত রাঙা ভোর।
নগদ যা পাও হাত পেতে নাও,বাকীতে কি হয় ভবে ?
যাবেই যখন সব রেখে তুই,বাজলে বাঁশির করুণ সুর।
২)
মদ-নারী আর জুয়ার নেশার, আসক্তিতে মানবকূল
একমুখী এই বিশ্বতে ফের,না আসিলে কিসের ভুল।
যাবেই যখন চিরতরে, রাঙাতে মন বৃথা ভয়
এ জীবনতো ফের পাবিনা,কেনো মিছে হও আকুল।
৩)
মহানুভব হও যে তুমি, তোমার কাছে সব সঁপি
আমার সকল কাজের মাঝে তোমারই নাম যাই জপি।
মদ শরাবের নহর আছে বেহেস্তেতে কও শুনি
ক্ষমিও তুমি আমায় প্রভূ, শরাব যদি যাই তপি।
৪)
একা ঘরে স্বজন ছাড়া, নাই পেয়ালা নাই সাকী
থাকতে সময় উপভোগের,রাখবেনা আর কুছ বাকী।
আসলে সময় বলবে প্রভু,দোষ কেনো হয় সব আমার
যা করেছি সব করেছে, তোমার গড়া মন পাখি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.