নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

চল সখী যমুনায় চলঃ গীতি কবিতা

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২০

কলকলাইয়া নামছে ঢল
চল সখী যমুনায় চল
কদমতলে বাজায় বাঁশি বন্ধু----------শ্যামরায়
হায় গো--কদমতলে বাঁজায় বাঁশি বন্ধু শ্যামরায়।

যায় ছুটে যমুনার জল
কলসি নিয়ে ত্বরা চল
প্রাণ কেড়ে নেয় বাঁশির সুরে নিঠুর--কালিয়ায়
হায় গো-কদমতলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়।

কেমনে মন রাখি ধরে
নিছে কালায় চুরি করে
চল সখী চল জল আনিতে ঐ না-----যমুনায়
হায় গো-কদমতলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়।

শোনরে সখী কালার বাঁশি
সুর ভেসে যায় জলে ভাসি
জল-তরঙে মন উথালা দেখতে তারে-----চায়
হায় গো-কদমতলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

লীন প্রহেলিকা বলেছেন: আহারে, মনটাই ভরে গেল প্রিয় বালুচর ভাই

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩০

বালুচর্ বলেছেন: আরে, প্রহেলিকা ওখানে ? ভিনগাঁয়ে প্রিয়জনকে পেলে কে না খুশি হয়।
অনেক অনেক শুভেচ্ছা প্রহেলিকা।

২| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬

বালুচর্ বলেছেন: ধন্যবাদ আপনাকেও প্রামানিক ভাই।

৩| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩২

লীন প্রহেলিকা বলেছেন:
আগে দেখা হলো না কেন সেটাই বুঝতেছি না। আজকে দেখে কিন্তু সত্যি আনন্দিত। শুভ কামনা প্রিয় ভাই আপনার জন্যেও।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

বালুচর্ বলেছেন: তবু যে দেখা হয়েছে, এতেই খুশি। আর হ্যাঁ নামে সংযোজন কেন ? প্রহেলিকাই তো ঠিক ছিল। অনেক শুভেচ্ছা।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক ভাল লেগেছে।
ভাল থাকবেন।

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

বালুচর্ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

৫| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০

হাসান মাহবুব বলেছেন: বড়ই মিঠা হৈছে কবিতাটা।

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

বালুচর্ বলেছেন: আহা ! মনটা ভরে গেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.