নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

হিসেব কষি না শতাব্দি কতদিনে

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪১

যখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই কোথাও
হাত ধরার গ্যারান্টি ছাই-চাইনা আর।
নদীও সাগরস্রোতে মিলনের
গ্যারান্টি কি পায়-আজকাল ?
এখানে-ওখানে হারকিউলিক ড্রাম
নিশ্চিদ্র স্লুইস গেটঃ জলোচ্ছাসে গ্রাম-গঞ্জ ভাসমান।

হিসেব কষি না শতাব্দি কতদিনে
হিসেব কষি আর কতদিন বাকি মরণে
কি আর হবে জীবননামার কাবিনে।
স্রোতহীন জীবনে পদে পদে বিড়ম্বনা
কিছু ধরে রাখতে গেলেও যায়না
নানান ছুঁতোয় আটকে পথে
অথবা হারিয়ে যায় নল-খাগড়ার বনে।

ভাসমান জীবনের মূল্যই এইটুকুনঃ
যখন যা পায় আঁকড়ে ধরে
জীবনের সার্থকতা খুঁজে
প্লাবন এলেই আবার ছুটে চলা
আবার আটকায় অজানায়
বাইন তালাক লেখা তালাকনামায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪

বালুচর্ বলেছেন: ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.