নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

চোখে বয় প্লাবনহীন নদী

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৬

শহরের বার্ধক্যে শহর-শুদ্ধ হয়
এন্টিক হয়, পর্যটকের ভীড় বাড়ে
পরিচর্যায় লাবন্য ফিরে পায়
হা পিত্তেশ করে-
আবার যদি ফিরে আসতে পারতুম।

মানুষের বয়স বাড়লে বৃদ্ধ হয়
তিক্ততায় মন ভরে ওঠে
যাবার সময় আসে
কখনো কখনো সত্যিই-কেউ নিতে আসেনা
সময় খারাপ যায়,অপাঙক্তেয় ঠেকে
অসহিসষ্ণু জীবনে
চোখে বয় প্লাবনহীন নদী।

তখন আষাঢ়ে গল্পের মাঝে
আষাঢ় খুঁজে বেড়ায় দিনান্তর-সীমারেখা ছাড়িয়ে
একদা যৌবন স্মৃতি ঝাপসায়
বিড়ম্বনার ষোলকলা পূর্ণতা পায়
ঘরকুনো ব্যাঙ ঠ্যাং মেলে
গা-গতরে, মস্তিষ্কে, শরীরের শিরায় শিরায়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫২

স্বপ্নবাজ শয়ন বলেছেন: দারুন লিখেছেন বস

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

বালুচর্ বলেছেন: খুশি হলাম।
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

২| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১১

অর্বাচীন পথিক বলেছেন: চমৎকার

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৮

বালুচর্ বলেছেন: ধন্যবাদ অফুরন্ত।

৩| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৮

বালুচর্ বলেছেন: অনেক শুভেচ্ছা।

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৯

বালুচর্ বলেছেন: শুভ সকাল।

৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:১১

তুষার কাব্য বলেছেন: দারুন !

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫০

বালুচর্ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৬

ভিটামিন সি বলেছেন: দাদা, প্রথম ৪ লাইন মনে হয় বাংলাদেশের কোন শহরের জন্য প্রযোজ্য নয়। বাইরের দেশের কোন শহরের জন্য তাই না?

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯

বালুচর্ বলেছেন: আমি লিখেছি সাধারণ অর্থে। হুম ! আমাদের কৃষ্টিতে ঐতিহ্য ধারন করে রাখার উপাদান নেই। সুতরাং কবিতায় লিখে সে সাধ পূরণ করলাম। অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.