নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

আমি একখান সংসার চাই

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

আমার চাওয়া ? এই তো-
দু’মুঠো ভাত,পরনের কাপড়, একখানা ঘর
আর স্থায়ী একখান সংসার।
ভাবছো, মাত্র এইটুকুন। হ্যাঁগো হ্যাঁ, এইটুকুন হলেই চলবে।
বিত্ত,সুখ, আহ্লাদ আর কতইনা চেয়েছিলুম একদিন
কই ? বিধাতা কি আমারে দিছে ?
দেয় নাই। তবু আমার অভিযোগ নেই
সব দোষ আমার,না কপালের নয়-নিজের।
আমার স্বপ্নের বাড়া ভাতে ছাই দিয়েছি আমি নিজেই
একদা ভাবতুম- প্রেমই খাঁটি, প্রেম স্বর্গীয়
এখন ভাবি, প্রেম মানেই প্রতারণা, কিছু লোকের বেহিসাবি
ভোগ-বিলাস। দিনান্তে ভাঙা থালা ছুঁড়ে ফেলা।
আমি এখন অনেক শিখেছি
অভিজ্ঞতা আর জীবনের মানে এখন বুঝি
তাই একখান সংসার চাই
চাই সংসার আর আয়ূর সমন্বয়ে
টিকে থাকার লড়াইয়ে জয়ী হতে
কেউ কি আছে আমাকে একখান সংসার দিতে পারে ?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৩

খালেদা আকতার বলেছেন: ই মেইল আইডি দিয়েন। সংসার খুজে দেবনে।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৬

বালুচর্ বলেছেন: লেখক বলেছেন: কোথায় দেবো ? আগে নিজেরটা দিন।
ব্যথাতুর হওয়ার জন্য ধন্যবাদ।

২| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালা হয় নাই।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

বালুচর্ বলেছেন: আপনার কথা হয়তো ঠিক। কিন্তু এ শুধু কবিতা নয়, একটি জ্বলন্ত সত্য ঘটনার কাব্যিক রূপ।
সতত শুভেচ্ছা কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.