নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

অনাদি অনন্ত ধর্ষন

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫০

কোটি কোটি বছর অথবা পৃথিবীর সেই জন্মলগ্নের সাথে
আসে তেলাপোকার জীবন। আর-
কামাতুর ধর্ষন।
নানা ঘাত-প্রতিঘাতে ঠিকই টিকে আছে
ধ্বংশলীলার মাঝে,নরহত্যার মাঝে, মনুষ্য নামক সাজে।
সবাই টিকে না,কেউ কেউ টিকে থাকে। জঞ্জাল আবর্জনার স্তুপে।
নির্বান লাভ করে অতিপ্রাকৃতিক উপায়ে
যেমন আমাদের তেলাপোকা এবং পয়মন্ত ধর্ষন
শুধু অস্থিত্ব হারায় ধর্ষিতা।

তুমি জানোনা রমনী, কার আগে কার জন্ম
কে বয়োসন্ধিক্ষণে পৌছেছিলো আগে
জৈবিক ক্ষুধার তাড়োনায় কখন কে দিয়েছিলো
বাড়া ভাতে মই,কোন সূর্যাস্তের আঁধারে। নাকি-
প্রজ্জ্বলিত আলোয় সূর্যের ভর যৌবনে।

এই জটিল প্রত্নতান্ত্রিক গবেষণার ভার
তোমাকেই নিতে হবে নারী
আমি যৌবন নাহয় নিলুম কিছু দায়ভার
তবু টিকে রবে- তোমার যৌগিক মধ্যাকর্ষন এবং
অনাদি অনন্ত ধর্ষন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.