নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

কাশের বনে দোল লেগেছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

কাশের বনে দোল লেগেছে
বলাকা যায় উড়ে
শুভ্র মেঘের হাট বসেছে
মুক্ত আকাশ জুড়ে।

জুঁই চামেলি পাঁপড়ি মেলে
জুড়ছে বনে মেলা
প্রজাপতি বকুল শাখে
করছে মজার খেলা।

প্রেম-বিরহে মেঘ বালিকা
যাচ্ছে যেন গেয়ে
সুর আবেশে গাছের শাখা
উঠছে বুঝি নেয়ে।

মন মাতানো পরিবেশে
উড়ু উড়ু মনে
ইচ্ছে করে যাই ছুটে ঐ
শুভ্র মেঘের সনে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

বালুচর্ বলেছেন: শুভেচচা নিন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: অামারও ইচ্ছে করে মেঘের দেশে উড়ে যেতে!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

বালুচর্ বলেছেন: চলুন একসাথে উড়ে যাই।
শুভেচ্ছা কবি।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

গেম চেঞ্জার বলেছেন: মেঘের দেশে যাব উড়ে
ছোটবেলার খায়েশ ছিল ।
হলো কি আর তাই
ব্যস্ততাই যে সব নিল ।

ধইন্যা নেন রে ভাই
বেশ হয়েছে তাই ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

বালুচর্ বলেছেন: ইচ্ছে্টা আপনার একার নয়
এখন কিন্তু লাগে মনে ভয়।
শুভেচ্ছা নিন।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

বালুচর্ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.