নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

দূর্গা মায়ের বর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১২

দূর্গার আগমনি পড়ে গেছে সাড়া
প্রতিমার কারিগর যেন দিশেহারা।

ঐ এলো ঐ এলো চারিদিকে ধ্বনি
কৈলাশধাম ছেড়ে এলো মা জননী।

দূর্গতি নাশ করে বর দেবে কত
অসুর নিধন হবে হবে প্রতিহত।

সন সন দেবী আসে গজে কিবা নায়ে
পালকি ছাড়া দেবী আসেনা সে পায়ে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৮

সিপন মিয়া বলেছেন: দারুণ!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

বালুচর্ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

Bithi Chakraborty বলেছেন: বাঃ সুন্দর ! এই কবিতার কথায় বলছিলেন ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

বালুচর্ বলেছেন: জ্বী ম্যাডাম। ভাল লাগছে যেনে খুব খুশি। আচ্ছা, আমি কি আপনাকে বিরক্ত করছি ? জানেন, ভাললাগা আর ভালবাসায় ফ্যারাক অনেক। ভাললাগলে তুলে নিতে ইচ্ছে করে। আর ভালবাসলে জিঁইয়ে রাখতে পানি ঢালতে হয়। অপেক্ষা করবো। অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

Bithi Chakraborty বলেছেন: বিরক্ত কেন হব ৷কিন্তু আপনার কথার কি উত্তর দেব ভেবে পাচ্ছি না ৷

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

বালুচর্ বলেছেন: ভাবুন ।
মন ভাল যার
সব ভাল তার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.