নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

হত্যা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

পূণ্যার্থী সকলে মিলে
পদপিষ্ট পদদলিত হাজারো লাশ
হায়!যুবরাজ, তোমার পথের কাঁটা
দলিত মতিত করে দিলে খোদার মেহমান।

ঐশ্বর্য আর দাম্ভিকতায়
মানবতা ভুলণ্ঠিত করে
অবলীলায় নিষ্কণ্ঠক মানব জঞ্জাল
এখনও তোমরা কেমন বর্বর
কান পেতে শোন, হাজারো লাশের ফরিয়াদ।

লাশ নিয়ে লুকোচুরি হিসাবের গড়মিল
জাগছে মানুষ, জাগছে মানবতা
রুখবেই আজ তোমাদের যত
বাহ্যিক ঝিলমিল।
খোদার ঘরের রক্ষক সেজে
কেড়ে নিলে কত প্রাণ
লাশের চুড়ায় বসে তবু বলে যাও বর্বর
তোমরা মহীয়ান।

ধিক তোমাদের রাজতন্ত্র
ধিক তোমাদের অব্যবস্থাপনা
ঢের সেজেছো ভণ্ড,
শোধিতে হইবে বকেয়া যত ঋণ
জেনে রেখো শেষ হয়ে গেছে তোমাদের দিন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৬

বালুচর্ বলেছেন: ধন্যবাদ এবং ঈদ মুবারক।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

জোতিষ বলেছেন: ভাল লেগেছে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

বালুচর্ বলেছেন: সতত শুভেচ্ছা। ভাল থাকুন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় নিষ্ঠুর সময়কে ধারণ করেছেন দক্ষ হাতে!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৯

বালুচর্ বলেছেন: মইনুল ভাই, এরা সেই আইয়্যামে যাহেলিয়াতের যুগে এখনও পড়ে আছে। ওদের দয়া মায়া,মানবতা বলতে কিছুই নেই।
ঝরে যাওয়া আল্লাহর মেহমানদের আত্মার মাগফেরাত কামনা করি।
আপনাকে ঈদ মুবারক।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

এস কাজী বলেছেন: ভাল লেগেছে। কবিতার মাধ্যমে নিষ্ঠুরতাকে তুলে ধরেছেন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০

বালুচর্ বলেছেন: আল্লাহ ওদের নাজাত দান করুন। আমীন।
শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.