নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

তনু আর কোনদিন বাড়ি ফিরবেনা

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

“এবারের সংগ্রাম-স্বাধীনতার সংগ্রাম”
সেই রেসকোর্স ময়দান
শুনেছিল-সাড়ে সাত কোটি প্রাণ
দেয়নিতো মান
তাই বুঝি সংগ্রাম চলমান?

সুর্য! কেন তুমি এলেনা মধ্যরাতে
কালচিটকে অন্ধকারঃ ধুঁধু অন্ধকার আর
নিকষ কালো অন্ধকার।
কী বিঁধঘুটে অন্ধকার নেমে এসেছিল সেদিন
“তনু”দের পাড়ায়। তুমি তখন পড়ন্ত বিকেলের যাত্রী
প্লান করে, ছক আঁকে তোমার অবহেলায়
মুখে হিংস্র মানবতার জয়গান।

ফের এলে তুমি ভোর রাতে
যেন লাল-সবুজ পতাকা হাতে যুদ্ধ ফেরৎ মুক্তিযোদ্ধা।
সূর্য এলো, প্রভাত এলো
তবু অন্ধকার অপসৃয়মানতা দূর হলোনা
তাই “তনু” ফিরে আসা হলোনা
“তনু” আর কোনদিন বাড়ি ফিরবেনা।

সূর্য দিতে পারেনি আলো
পতাকা দিতে পারেনি আবরু
এই কি তুমি স্বাধীনতা?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৭

বিজন রয় বলেছেন: মেরে ফেললে কিভাবে ফেরে?

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

বালুচর্ বলেছেন: তা তো বটে।
শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.