নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

সেই তুমি আজ নেই তুমি সেই

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮

যখন তুমি যাওগো অনেক
আমা থেকে দূরে
দুঃখ এসে তবলা বাজায়
নাচে ঘোরে ঘোরে।

সুখ হয়ে যায় পরবাসী
যায়না তারে ছোঁয়া
নাকের ডগায় খেলা করে
চিমনি চুলার ধোঁয়া।

আকাশ কুসুম স্বপ্ন আঁকি
ভরবে বাগান ফুলে
দিনের শেষে পাই দেখিতে
চড়ছি আমি শূলে।

সেই তুমি আজ নেই তুমি সেই
স্বপ্ন নদীর তীরে
ফেরার জীবন কাটে আমার
অলস আপন নীড়ে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ বালুচর ভাই।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

বালুচর্ বলেছেন: আপনাকে পেয়ে খুশি হলাম। কেমন আছেন ভাই।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

ফারিহা নোভা বলেছেন: চমৎকার ছন্দময়

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

বালুচর্ বলেছেন: ভাললাগার জন্য ধন্যবাদ কবি।
ভাল থাকুন, ভাল লিখুন,সুন্দর থাকুন।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

তৌফিক মাসুদ বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম। ভাল লাগা রইল।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২

বালুচর্ বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে। হায় ! কে কোথায় যে হারিয়ে গেল।
দোয়া করি ভাল থাকুন। অনেক ধন্যবাদ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

রাজসোহান বলেছেন: গান নাকি? প্লাস!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

বালুচর্ বলেছেন: সব কবিতা গান/তুলতে পারেন তান।
শুভেচ্ছা নিন।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

বিজন রয় বলেছেন: সুন্দর।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

বালুচর্ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.