নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

বাঙালের বাঙালীয়ানা (গীতিকাব্য)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

ইলিশ মাছের দেমাক দেখে
বুক করে ধড়ফড়
বোশেখ এলে ইলিশরে তুই
বাড়াসনে আর দর।

জানিসনে তুই বোশেখ মাসে
না খেলে যে জাত না বাঁচে
পান্তাতে তোর একটি ফালি
খেলে হয় জবর।
বোশেখ এলে ইলিশরে তুই
বাড়াসনে আর দর।

বোশেখে তোর লম্ফজম্ফ
জাগায় বুকে মরণ কম্প
জাত গেল জাত গেল আমার
রাখিস কি খবর।
বোশেখ এলে ইলিশরে তুই
বাড়াসনে আর দর।

বাঙালের বাং-গালীয়ানা
হুজুগে হয় সব দিওয়ানা
অশান্তিতে দিন কাটেনা
আসেনা সবর।
বোশেখ এলে ইলিশরে তুই
বাড়াসনে আর দর।

ইলিশ মাছের দেমাক দেখে
বুক করে ধড়ফড়
বোশেখ এলে ইলিশরে তুই
বাড়াসনে আর দর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

নিতাই চন্দ্র পাল বলেছেন: ইলিশ ছাড়াও হবে বৈশাখ,মাঠে আছে সেচির শাঁক"ইলিশ মাছ নিপাত যাক,পহেলা বৈশাখ মুক্তি পাক"শুভ নববর্ষের শুভেচ্ছা রহিল৷

২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.