নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা কিছু স্মৃতি

১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

কিছু মেঘ আচ্ছন্ন আকাশ
সেই ছিল প্রথমা।
এখন সপ্তমী
আর ক’দিন পরেই পূর্ণিমা।

সেদিনও ছিল মেঘলা আকাশ
বাতাসের শনশন
বয়োসন্ধিকাল পেরিয়ে যেন-
এলাকা দখলে সিংহশাবকের গর্জন।
কিছু সময় কিছু রাত ছিল
শুধু তোমার-আমার।
এলোকেশে দুলিয়ে বেণী যখন-
ছুটে যেতে একাকীনি
সময় থমকে যেতো-বাতাসও ছুটতোনা পিছু।

ফসলের মাঠ, আঁকা-বাঁকা পথ
হেমন্তের স্থিরজলা নদী। পার হতে হাঁটুজল
শালিকের গান,
মাছরাঙার শ্যেনদৃষ্টি জলের গভীরে
কালের গহ্বর মুছে দিতে পারিনি
সবকিছু।

সেই মেঘলা আকাশ
সেই বৌশাখি ঝড়
দেখে হই তন্ময়। তবু কিছু কথা কিছু স্মৃতি
আজও জেগে রয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

রিতুন ক্লিস বলেছেন: সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.