নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

আমি যদি কখনো হারিয়ে যাই

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২

আমি যদি কখনো হারিয়ে যাই- খুঁজে নিও চিরন্তন বাংলায়
রাখালের বাঁশির সুরে
মরা নদীর চরে। একদা যার বুকে চলতো পাল তোলা নৌকা
মাঝি-মাল্লার মুখে সুরেলা গান।

আমাকে খুঁজে নিও- পরিপাটি ধানের শীষে
আটাশ-উনত্রিশ বারি ধানে
আউশ আমন কিংবা বিন্নী ধানে
এখন আমার ঠাঁই নাই।

একদা আমাতে ছিল-বাংলার রূপ
যুগে যুগে কবি-সাহিত্যিক-পর্যটক কে না বলেছিল বাহ!
আমার লাঙলের ঝকঝকে ফালি
কামারের উত্তপ্ত আগুনে পোড়া। মাটি কর্ষণে
মরদ একজোড়া বলদের ওষ্ঠাগত হত প্রাণ।

আমাকে খুঁজে নিও- নদী পারাপার অস্থিস্তহীন খেয়াঘাটে
যেখানে পাথর-কংক্রিট আর সিমেন্টের জোড়ায়
স্রোতস্বিনি নদীর বুক চিরে পাড়ি দেয় এপার-ওপার
সতত দ্রুতগামী গাড়ি বেগবান।

আমাকে খুঁজে নিও- নলখাগড়ার বনে
টুনটুনির বাসায়-মুখ হা করে চোখ না ফোটা ছোট্ট ছানায়
গরুর পাল নিয়ে ক্লান্ত দুপুরে বাঁশের ছাতার শীতল ছায়ায়
আদুরে ঘুমে দিন মজুরের সন্তান।
আমি বাংলার রূপ
আমাকে খুঁজে নিও এই অপরূপ বাংলায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর, ভাল লেগেছে। লিখে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.