নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার বীজে করি শব্দের চাষ

০২ রা মে, ২০১৬ রাত ৩:০২

এসো-
ভালবাসার বীজে করি-
শব্দের চাষ-কাগজ যমীনে। কিংবা-
আঙুলের খোঁচায় ল্যাপটপে
জি-৫ তুলে নিয়ে যাক ছবি
ছড়িয়ে দিক গুগলের পাতা ভরে।

জানাজানি হোক, কানাকানি হোক
ভেঙে যাক-গোপনীয়তার অমোচণীয় কালির সীলমোহর
স্নায়ুর সুতো ছিঁড়ে পৃথিবীতে নেমে আসুক
উল্লাস-উন্মাদনা।

রবি চাষ বড্ড পরিশ্রমের
আমে কবে থেকে বাসা গেড়ে বসে গুটি পোকা।
চলো-
বিনা সেচে লাগাই বোরচারা
অকাল বন্যা তলিয়ে নেয়, নিক
ধান পঁচা ভেঁপসা গন্ধে আগলে রেখো
কবিতার চাদরে-
তোমার উর্বশী কামনা।

তবুও এসো-
ভালবাসার বীজে করি-শব্দের চাষ।


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ রাত ৩:২৪

কাব্য পূজারি বলেছেন: জানাজানি হোক, কানাকানি হোক
ভেঙে যাক-গোপনীয়তার অমোচণীয় কালির সীলমোহর
স্নায়ুর সুতো ছিঁড়ে পৃথিবীতে নেমে আসুক
উল্লাস-উন্মাদনা।

ভাই কেন লিখলেন আমার মনের কথা!
নির্বাসিত আমি, ফিরে এসে পেলাম কিছু ভাসা।

০২ রা মে, ২০১৬ ভোর ৫:৩৭

বালুচর্ বলেছেন: আমি কি কোন ভুল করেছি? বুঝা গেলনা আপনার মনের কথা। বিস্তারিত জানালে খুশি হব।
অনেক অনেক শুভেচ্ছা।

২| ০৩ রা মে, ২০১৬ রাত ১:০২

কাব্য পূজারি বলেছেন: না ভুল আমি করেছি। উপরে "ভাষা" বানান ভুল। আচ্ছা আপনাকে মনের কথা বলছি। আমার মাঝে মাঝে খুব রাগ হয় জীবনানন্দের উপর।ও এমন কিছু কাব্য করে গেছে যেটা আমার করার কথা ছিলো। নিজেকে মানাতে পারি না। যদি ওকে কাছে পেতাম! মাথা ভেঙ্গে দিতাম।

ভালো থাকার আশীর্বাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.