নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আত্মা, তুমি শান্তিতে পরিভ্রমণ করো বিশ্বজগতে

এখওয়ানআখী

আমি সত্যের আত্মা

এখওয়ানআখী › বিস্তারিত পোস্টঃ

কষ্টের ডাল ভাত, বর্ষার ঘুম

২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৬


নগ্ন পায়ে এক হাটু রূপচর্চা
কদম ফুলের পাপড়ী ব্রিন্তচুত
ব্রিষ্টির মুখে মুষ্টিবদ্ধ হাত
তোমার মুখে জলের জলজ চুমু।

থৈ থৈ সারা গ্রাম
বেশ কিছু পথ জলের তলে ডুব
কাদা যেন বির্যপাতের ফলা
লক্ষ্যবস্তু হাটু পিঠ মাথা
মনের মধ্যে কেমন করে খুব।

ক্ষয়ে যাওয়া পেশিগুলো ঘুমোতে চাইলে
প্রচন্ড ক্লান্তিতে এক বালতি জল
যেন পুণ্যবেদীতে একগোছা সপ্তপদী ফুল
ঝালমুড়ি, ইলিশখিচুড়ী ঝমঝম ঝমঝম।

শৈশবের ঝাপিতে টান পড়লে
মাঠ লাঙলে ঠ্যাস দেওয়া কাকা
জেগে উঠলেন, বললেন
"কষ্টের ডাল ভাত, বর্ষার ঘুম"।
২১/৭/১৭

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++++


শুভ কামনা রইলো কবি ।

২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮

এখওয়ানআখী বলেছেন: আপনার জন্যেও শুভকামনা

২| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আগমনী কবিতার জন্য শুভকামনা, হ্যাপি ব্লগিং

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৩

এখওয়ানআখী বলেছেন: আপনার জন্যেও শুভকামনা কবি হাফেজ আহমেদ

৩| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শৈশবকাল মনে করিয়ে দিলেন কবি। ভালো লাগলো কবিতা।

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩০

সৈয়দ তাজুল বলেছেন: সুন্দর কবিতায় সুন্দরতম ভালবাসা লেপ্টে দিলাম।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

এখওয়ানআখী বলেছেন: নয়ন ভাই, অনেক দেরিতে হলেও ভালবাসা কখনো ফুরিয়ে যায় না। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.