নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আত্মা, তুমি শান্তিতে পরিভ্রমণ করো বিশ্বজগতে

এখওয়ানআখী

আমি সত্যের আত্মা

এখওয়ানআখী › বিস্তারিত পোস্টঃ

ঝুম বৃষ্টির তালে ঘিনঘিনে কাদা ভেসে যাবে নিশ্চয়

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১২


থিকথিকে ঘিনঘিনে কাদায় কাদাময়
পার্থিব সংসার আর হ্রিদয়ের গলিপথগুলি
কাঠখড়ি, ইটপাথর, শস্যকণা
আব্রিত আজ ঘিনঘিনে কাদায় কাদায়।

ঝম ঝম বৃষ্টির ঘন্টাধ্বনি শুনি
একটানা সাতদিন ঝুম বৃষ্টি হলে
থিকথিকে ঘিনঘিনে সবকিছু ভেসে যাবে
জলের আযুত ধারায়।

কোন পথে আসে জল
কোন পথে জল ফিরে যায়!
ভারসাম্য কি শুধু ছোট ফেলু
আর জলের একার দায়!!!

ছোটে চেরাগ হাতে ফেলু
থিকথিকে কাদা আর ফেলু;
ফেলু আর কাদা ভারসাম্যের দরজায়।

থিকথিকে ঘিনঘিনে কাদারা হারিয়ে গেলে
কিছু মানুষ হারিয়ে যাবে গভীর আধারে
কিছু মানুষ হবে প্রেমময়;
মোটা বৃষ্টির তালে তালে একদিন
ঘৃণ্য কাদারা ভেসে যাবে নিশ্চয়।
২৬/৭/১৭

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


এসব বিষয়ে কি পদ্য লেখা যায়? কাদা কুদা কি পদ্যের বিষয়?

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩০

এখওয়ানআখী বলেছেন: পৃথিবীর তাবৎ বিষয় পদ্যের। মন্তব্যের জন্য ধন্যবাদ গাজী ভাই

২| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্তবকের শেষলাইনগুলোতে অন্ত্যমিল। স্তবকের মধ্যেও থাকলে পড়তে আরাম হতো। ছন্দটা ধরতে পারি নাই। ধরায় দেন।

৩| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

ফারগুসন বলেছেন: অনেক বেশি লেখা উচি্ত, তাহোলে লেখার মান বাড়বে। ধন্যবাদ

৪| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
চাই গভীর বৃষ্টি
ঘনঘোর ঝমঝম সব ধূয়ে মুছে নিয়ে যায় এমন!

ভাল লাগল কবি।
+++


অট: হৃদয়ের বানানটা খেয়াল করুন প্লিজ

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২০

এখওয়ানআখী বলেছেন: চাই গভীর বৃষ্টি -- কিন্তু বৃষ্টি কি নামবে এদেশের মাটিতে! চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.