নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আত্মা, তুমি শান্তিতে পরিভ্রমণ করো বিশ্বজগতে

এখওয়ানআখী

আমি সত্যের আত্মা

এখওয়ানআখী › বিস্তারিত পোস্টঃ

ধর্মই পৃথিবীর নিয়ন্ত্রণ নিচ্ছে

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩

নতুন করে ভাবতে হচ্ছে বর্তমান সভ্যতাকে নিয়ে। আমরা অতি আধুনিক সভ্যযুগে ঢুকে পড়েছি। সভ্যতার মাপকাঠি ঠিক করা হয়েছে কতকগুলো বিষয়ের উন্নতি অবনতির নিরিখে। যেমন যুদ্ধ, হত্যা, সন্ত্রাস এগুলোকে নিয়ন্ত্রক রাজনীতি, চিকিৎসা ও যানবাহন এবং খাদ্যমানের উন্নয়ন। বর্তমানে জিবনমানের উন্নতি ব্যপকহারে ঘটেছে এটা মানছি। এখন আসি নিয়ন্ত্রক রাজনীতিতে। এটি হত্যা, সন্ত্রাস ও যুদ্ধ নিয়ন্ত্রণে কতটা কার্যকরী তা ভাববার সময় এসেছে। মধ্যযুগে ধর্ম এগুলোকে নিয়ন্ত্রণ করতো। বর্তমানযুগে গণতান্ত্রিক রাজনীতি এগুলোকে নিয়ন্ত্রণ করে। ভবিষ্যতে আর কোনো নতুন কিছু কি আমাদের জন্য থাকছে নাকি স্রষ্টা প্রবর্তিত ধর্মই আবার পৃথিবীর নিয়ন্ত্রণ নিচ্ছে!

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

সৈয়দ তাজুল বলেছেন: সংক্ষিপ্ত লেখা হয়ে গেল।

আরেকটু বিশ্লেষণ করতে পারতেন।

২| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

কামরুননাহার কলি বলেছেন: লেখাটি খুবই সুন্দর হয়েছে।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪

এখওয়ানআখী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। সময়সল্পতার কারণে লেখাটি সংক্ষিপ্ত করা হয়েছে।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @সৈয়দ তাজুল, সহমত। X(


বর্তমানে বিশ্বের অবস্থা সংকটময়। ভারত, মায়ানমার, ইউরোপ সহ বিশ্বে উগ্রতাবাদ ছড়িয়ে পড়ছে।।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

এখওয়ানআখী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

চাঁদগাজী বলেছেন:



ধর্মই পৃথিবীর নিয়ন্ত্রণ নিচ্ছে; এবং পৃথিবী ছোট হয়ে গেছে, আপনার পৃথিবী হচ্ছে: পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ; ওহ, সাথে ইয়েমেন আছে!

৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ভুল কথা। ধর্ম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
ক্ষমতা যাদের হাতে তারাই পৃথিবীর নিয়ন্ত্রণ নিচ্ছে।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪

কাওসার চৌধুরী বলেছেন: আপনার সাথে সহমত পোষণ করতে পারলাম না। শুভেচ্ছা রইলো।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ক্স বলেছেন: ধর্ম ছাড়া মানুষের আশ্রয় আর কোথায় আছে? মানুষের বিপদে কাকে ডাকবে? অসহায় অবস্থায় কিসের ভরসায় থাকবে? সুখে থাকলে কার কাছে কৃতজ্ঞ হবে? কিসের ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকবে?

১০| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮

এখওয়ানআখী বলেছেন: মানুষের কিছু কিছু মন্তব্য নিরেট গাধামার্কা।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬

এখওয়ানআখী বলেছেন: গাজী ভাই, আমার পৃথিবী ছোট নয়। ছোট হচ্ছে আপনার মাথার মধ্যের পৃথিবী। প্রত্যেক দেশেই কোনোনা কোনো ধর্ম আছে। মানুষ ধর্মের বাইরে নেই।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৩

এখওয়ানআখী বলেছেন: রাজিব নুর, ধর্ম হারিয়ে যাচ্ছে কই? ভারত,আমেরিকাসহ প্রত্যেকটা রাস্ট্র মৌলবাদী হিন্দু,বৌদ্ধ অথবা খৃস্টান দারা পরিচালিত।

১৩| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৫৭

শৈবাল আহম্মেদ বলেছেন: একসময় গোত্রে গোত্রে বিভিন্ন নিয়ম ছিল,তারপর ধর্মে ধর্মে বিভিন্ন নিয়ম চলেছে,তারপর রাষ্ট্রে রাষ্ট্রে বিভিন্ন ল' বা আইন ও নিয়ম চলছে। এরপর সারা পৃথিবীতে একই ল চলবে! তবে এটুকু নিশ্চিত পেছন দিকে কেউ ফিরে যাবে না এবং যেতে চাইলেও পারবেনা। এবং পেছনে যেতে চাওয়ার ইচ্ছাটাও চরম বোকামি হবে-যেমন মানুষ তার বয়স বা সময় আর ফিরে পায়না! এটাই এখানকার সিস্টেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.