নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আত্মা, তুমি শান্তিতে পরিভ্রমণ করো বিশ্বজগতে

এখওয়ানআখী

আমি সত্যের আত্মা

এখওয়ানআখী › বিস্তারিত পোস্টঃ

এ আমার অপমৃত্যু

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০০



ও আমার জ্যোৎস্নাফোটা ছলছলে নদী
আমি অন্থহীন জলে সাঁতার কাটবো বলে
বহুপথ পাড়ি দিয়ে তোমাতে নেমেছি।
এ কেমন ভুল নিয়তির! কাঁদাপানিতে মাখামাখি।

ভেবেছি অথৈ জলে নিদারুন জলকেলী
কবিতা পাঠ করে কাটাবো অজস্র রাত
সেখানে কাব্যের প্রহসনিক বলী!
রাত পোহাবে অনন্ত আবেগে
সবুজের ডালে ডালে বাজবে
পাখীদের নৃত্যের উল্লাস।
দক্ষ নাবিকের মত
পাল তুলে ভেসে যাবো
অনাবিল সৌন্দর্যের ঘাটে।

জাহাজতো দূরে থাক
কাগজের নৌকাও ভাসেনা এখানে।
এ আমার অপমৃত্যু
বিধাতার বৈচিত্রময় প্রকাশ।

ওগো তুমি বাড়াও তোমার জল
এ মিনতি করি
নইলে এ ঘোলা জলে
পঁচে যাবে স্বাধের স্বপ্নভেলা।
বিশ্বাস থাকবে না পৃথিবীর সমস্ত জলে
পড়ে থাকবে প্রাণহীন অজস্র নদী।

৭/৭/২০১৮

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

এখওয়ানআখী বলেছেন: প্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজীব ভাই ভাল থাকবেন

২| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন কবিতা মিস হয়ে গেছিল :)

মুগ্ধ ++++

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৩

এখওয়ানআখী বলেছেন: আমিও অনুরণিত। শুভকামনা

৩| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর। তবে ছবিটা দেখে মনটা কেমন যেন...

শুভেচ্ছা নিয়েন।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৬

এখওয়ানআখী বলেছেন: আপনার জন্যেও অসংখ্য শুভেচ্ছা। ভাল থাকবেন

৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন ।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৭

এখওয়ানআখী বলেছেন: উৎসাহ পেলাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.