নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আত্মা, তুমি শান্তিতে পরিভ্রমণ করো বিশ্বজগতে

এখওয়ানআখী

আমি সত্যের আত্মা

এখওয়ানআখী › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ "অপারেশন লাইফ হান্ট সফলভাবে সম্পন্ন"

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১১



চারদিকে মৃত মানুষের কোলাহল ক্রমশ বেড়েই চলেছে
পৈশাচিক চিৎকারে সর্বত্র উৎসবের আমেজ।
বহু আগে থেকেই অনেকেই অবৈধ সম্পদের টানে
অমানবিকতার জলে দিচ্ছে আত্মাহুতি।
বসেরা রঙিন টাই ঝুলিয়ে আন্তরিকভাবে
অফিসে আনঅফিশিয়ালী কাজ করছে।
লম্বা সাদা কাফন পরে পলিটিশিয়ানরা
মঞ্চ মাতিয়ে বেড়াচ্ছেন অবিরত।
দোকানী পাবলিককে বাজে মাল বেশী দামে গছিয়ে
খুব ফলাও করে গিন্নীকে গল্পটা বলছে।
সেদিন অদ্ভূত একটা ব্যানার চোখে পড়ল,
"বাঁচতে হলে য্যামনে পারো লুটেপুটে খাওরে"
-প্রচারে বিশ্ব মৃতদের অমৃতসঙ্ঘ।

ওদিকে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ঘোষনা দিয়েছেন,
তাঁকে ভোট দিলে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে
নগরকে মৃতদের আবাসযোগ্য করে গড়ে তোলা হবে।
প্রসাশন অবশ্য খুবই কাজের
তারা সমানে জীবিতদের ধরে ধরে জেলে পুরছে
মৃতদের ধরা বাদ কারণ ওরা হাত ফসকে বেরিয়ে যায়।
তবে দু:খের বিষয় এইযে , জীবিতদের খুব একটা পাওয়া যাচ্ছেনা।

এহেন পরিস্থিতিতে পাগলা কবি নিজেকে সনাক্ত করতে পারছে না যে
সে জীবিত না মৃত। { এই ছিল মোটামুটি আজকের সংবাদ}

বি দ্র - লেখাটি ১৬-০৪-২০০৪ তারিখের । কেউ আবার বর্তমানের সাথে মিলায়েন না

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: একটা 'কবি' নাই ঢাকা শহরে। কিন্তু সব শালা হতে চেয়েছিল কবি।প্রথম বই অথবা প্রথম বইয়ের কয়েকটি কবিতা লেখার চেষ্টা এই তাদের দৌ্রাত্ম্য। কবিতার রাজনীতি কইরা কবি হউন যায় না। তাই ছড়াকাররাই আজ দেশের কবিতা জগত শাসন করে।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

এখওয়ানআখী বলেছেন: একটা 'কবি' নাই ঢাকা শহরে---- সঠিক কথা। কিভাবে কবি হওয়া যায় জানালে কৃতার্থ হবো। বিহারীলাল চক্রবর্তীকে মনে পড়ে ! রবি ঠাকুরের গুরু - নাকি শিষ্যকে চেনেন গুরুকে চেনেন না!!

২| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: তা তো আমি জানি না।
আর কবি হয়ে লাভ কি?
কবিতা লিখে তো আর বাজারে দ্রব্য ময়ল্যের দাম তো কমে না।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিকে আজ আর কিছু বলবো না । তবে ২০০৪ সালের দেখা ছবিটা আজ অনেকটা বদলে গেছে আশাকরি।

নিরন্তর শুভেচ্ছা নিয়েন।

৪| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:




লাইক দিলুম। ভাবনার গভীরতা আছে। সাথে আছে সাবলীলতা!



পদাতিক ভাইয়ের সাথে একমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.