নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আত্মা, তুমি শান্তিতে পরিভ্রমণ করো বিশ্বজগতে

এখওয়ানআখী

আমি সত্যের আত্মা

এখওয়ানআখী › বিস্তারিত পোস্টঃ

জ্যামিতির মোহনীয় বাঁকে

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:৩২



একটি মুখ ফুল ছোঁয় পাতা নাড়ে
আনমনে পঙক্তি পাড়ে, গদ্য ছড়ায়
উবু হয়ে বেড়ে ওঠা চিবুক
উদ্ধত উন্মুখ চুরচুর ভালবাসা।

জীবনানন্দের গাংচীল খোঁজে ফেনায়িত জল
ডুবুরির ডুব অতল পারদে
সেই মুখ ফিরে আসে বুদবুদ
বুক বেঁধেছে নখের সিঁদুর।

ক্যার্নালিজমের শেষ এইখানে
কচুবাহারের ঐখানে রেখোনা হাত নির্বোধ
বুর্বোক বনে যেওনা পদ্মফুঁড়ে।

বৃদ্ধি পেতে পেতে
নীলচাদর ছুঁয়ে যাক সাদাবৃত্ত;
জ্যামিতির মোহনীয় বাঁকে
ছুঁয়েছি তার পঙক্তিমালা।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

আহ! জ্যামিতি!

২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৭

এখওয়ানআখী বলেছেন: আহ! জ্যামিতি----জীবন জ্যামিতিময়। মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


জ্যামিতিক বাঁকে বাঁকে কি যে মোহন্ত সুখ....

২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৬

এখওয়ানআখী বলেছেন: সুখ চির অধরা। ধরার চেস্টা তাই বৃথা

৩| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা "!! যেমন ভাবনা ।

নীলচাদর ছুঁয়ে যাক সাদাবৃত্ত :
জ্যামিতির মোহনীয় বাঁকে
ছুঁয়েছি তার পঙক্তিমালা।

মুগ্ধতা ছুঁয়ে গেলো পঙক্তিমালায়। লাইকও দিয়েছি ।

নিরন্তর শুভেচ্চা প্রিয়কবিভাইকে।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪

এখওয়ানআখী বলেছেন: আপনার সুন্দর কমেন্ট আমাকেও বার বার ছুঁয়ে যায়।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৮

এখওয়ানআখী বলেছেন: আপনার কমেন্টে আনন্দে মুখরিত আমার হৃদয় প্রাঙ্গণ।

৫| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭

বাকপ্রবাস বলেছেন: কবিতা কম বুঝি তবে এই কবিতা পড়ে ভাল লাগছে

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২১

এখওয়ানআখী বলেছেন: আপনার জন্যেও অশেষ ভাললাগা রইল।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৯

বলেছেন: অপূর্ব

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৯

এখওয়ানআখী বলেছেন: সুন্দর মন সবকিছুকে সুন্দর দ্যাখে। আপনার জন্য শুভকামনা।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১০

এখওয়ানআখী বলেছেন: আপনিও খুব সুন্দর। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.